পুরনো স্মৃতি মঞ্চে ফিরিয়ে আনলেন দাদা

দাদাগিরির মঞ্চে ২০০২ এর স্মৃতি। ভক্তের অনুরোধে ওড়ালেন জার্সি।

শুভঙ্কর, কলকাতা: ক্রিকেটের ময়দানে ২২ গজের পিচে বিপক্ষের চোখে চোখ রেখে কথা বলা বা ওনফিল্ড আম্পায়ারের সাথে দাদাগিরি করার কথা বললেই যে নামটা আমাদের মাথায় প্রথম আসে, সেটি হলো ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক মহারাজ, অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়। দাদার নেতৃত্বেই টিম ইন্ডিয়ার ক্রিকেট একটি আলাদা রূপ পায় এবং টিম ইন্ডিয়ায় শুরু হয় যুবদের প্রাধান্য দেওয়া। এই যুবশক্তির সাহায্যে প্রতিপক্ষদের কড়া জবাব দিতো দাদা ও তাঁর বাহিনী। আজও সবার চোখে লেগে থাকে সেই ন্যাটওয়েস্ট সিরিজ, যেখানে অহংকারী এন্ড্রু ফ্লিনটফকে তাঁরই ভাষায় জবাব দিয়েছিলেন দাদা। সেই টিম ইন্ডিয়া জার্সি খুলে ঘোরানো আজও লেগে রয়েছে ক্রিকেট প্রেমীদের চোখে। সত্যি বলতে গেলে ক্রিকেট বিশ্বের চোখে। তবে শুধু দাদাই নন, তাঁর শিষ্য যুবরাজ সিংও ফ্লিনটফকে তারই ভাষায় জবাব দিয়েছিলেন ইংল্যান্ডের বোলার স্টুয়ার্ট ব্রডকে ছয় বলে ছটি ছয় মেরে।

এবার সেই ন্যাটওয়েস্ট সিরিজের দৃশ্যই আবার বাংলার মানুষকে, সত্যি বলতে গেলে দেশবাসীকে, উপহার দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দাদাগিরি সিজন ১০-এর নতুন প্রোমোয় দেখা গেলো সেই দৃশ্য। অন্ধ্রপ্রদেশের এক সৌরভ ভক্ত রত্না শর্মিলা দাদাগিরির মঞ্চে ছুটে এসে সৌরভ গঙ্গোপাধ্যায়কে জাপটে ধরে কান্নায় ভেঙে পড়েন। এবং তারই অনুরোধে সেই পুরনো স্মৃতি ফিরিয়ে আনেন দাদা। প্রথমে একটু অস্বস্তিতে পড়েছিলেন তিনি, তবে শেষ অব্দি রাখলেন তাঁর ভক্তর অনুরোধ। ইতিমধ্যেই এই প্রোমোর দৃশ্য সোশ্যাল মিডিয়ায় আসতেই অত্যন্ত খুশি হয়েছেন দাদার ভক্ত থেকে ভারতীয় ক্রিকেট ভক্ত সকলেই।

Cricket,Team India,Sourav Ganguly,Dadagiri

উল্লেখ্য, ৬ই অক্টোবর থেকে টিভির পর্দায় দেখা যাবে দাদার দাদাগিরি। জানা গিয়েছে, ওস্তাদ আমজাদ আলি খান ও সৌরভ গঙ্গোপাধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনা দিয়ে শুরু হবে এই সিজনের গ্র্যান্ড ওপেনিং। উপস্থিত থাকবেন জি বাংলার নায়ক-নায়িকারাও। এবার দেখার বিষয়, গ্র্যান্ড ওপেনিং কতটা মন ছুতে পারবে দাদাগিরি প্রেমীদের। তবে প্রোমো থেকে ভালো করেই বোঝা যাচ্ছে, একটু অন্যরকম ভাবেই হবে।




Leave a Reply

Back to top button