জি বাংলার দাদাগিরির মঞ্চে হুলুস্থুলু কান্ড! ফ্যানের আবদার মেটাতে এই কাজটি করলেন সৌরভ
দাদাগিরি সিজন টেনের একঝলক প্রোমো দেখেই মন খুশ আপামর বাঙালির! কী করলেন সৌরভ?

পূর্বাশা, হুগলি: আরম্ভ হতে চলেছে দাদাগিরির দশম সিজন। শুক্রবার থেকে জি বাংলার পর্দায় ফিরবে দাদাগিরি। জনপ্রিয় এই শোয়ের হোস্টের দায়িত্বে থাকছে সকলের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলী। আর দাদা মানেই বাঙালির চোখে ভেসে ওঠে সেই ঐতিহাসিক ঘটনা। লর্ডসের গ্যালারিতে জামা খুলে ওড়ানো। সেই ঘটনাই ফের একবার রিপিট হতে চলেছে দাদাগিরির মঞ্চে। ফ্যানের আবদার রাখতে সিদ্ধান্ত নিলেন মহারাজ।
সদ্য প্রকাশিত দাদাগিরি সিজন টেনের এক প্রোমো তে দেখা যাচ্ছে জামা না খুলে এক হাতে জামা ঘোরাচ্ছেন দাদা। দাদাগিরির মঞ্চ যেন হয়ে উঠেছে লর্ডসের একটুকরো গ্যালারি। এ দৃশ্য দেখেই খুশি হয়ে গিয়েছেন বাঙালিরা। কিন্তু কেন হঠাৎ এ কাজ করলেন দাদা? প্রোমোতে দেখা যাচ্ছে, দাদাগিরিতে পার্টিসিপেন্ট হিসেবে এসেছেন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা রত্না শর্মিলা। তিনি বারবার করে দাদাকে অনুরোধ করেন হিস্ট্রি রিপিট করতে। আর সেই আবদার রাখতেই এ কাজ করেছেন সৌরভ।
অন্ধ্রপ্রদেশের রত্না দাদার অন্ধ ভক্ত। দাদার কাছে আসতে পেরে চোখে জল আসে তাঁর। দাদার টানে তিনে ছুটে এসেছেন দাদাগিরির মঞ্চে। আর তাই ভক্তের আবদার রাখতে লর্ডসের স্মৃতি ফেরালেন মহারাজ। প্রসঙ্গত, এবার থেকে সপ্তাহে দুদিন শুক্র ও শনিবার করে ‘দাদাগিরি’ দেখতে পাবেন দর্শকেরা।