শেষলগ্নে সৌরভের ‘দাদাগিরি’র নবম সিজন! মনখারাপ সৌরভ ফ্যানেদের

জি বাংলা (Zee Bangla)র অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো ‘দাদাগিরি’(Dadagiri)। এই শো ঘিরে দর্শকের মধ্যে এক অন্য রকম উন্মাদনা কাজ করে। দেখতে দেখতে ১০ বছর পেরিয়ে গিয়েছে এই রিয়েলিটি শো-এর। সঞ্চালনার দায়িত্বে বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। তবে আর খুব বেশিদিন বাকি নেই এই সিজন এর? শীঘ্রই শেষ হয়ে আসছে ‘দাদাগিরি সিজন ৯’(Dadagiri Season 9) । নেটমাধ্যমে এমনই ইঙ্গিত দিলেন সৌরভ (Sourav Ganguly)।

গত বছর ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল দাদাগিরির নবম সিজন। সিজনের ট্যাগ লাইন ‘হাত বাড়ালেই বন্ধু হয়’। এই মঞ্চে নামীদামী তারকাদের পাশাপাশি সাধারণ মানুষরাও খেলার সুযোগ পান। সম্প্রতি দাদার এক ইনস্টাগ্রাম (Instagram) পোস্টই ইঙ্গিত দিল সিজন শেষ হয়ে আসছে।

সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) যেমন ক্রিকেটের ময়দানে ২২ গজের গুরুত্ব ঝড় তুলতে পারেন তেমনই টেলিভিশনের পর্দাতেও চলে তার দাদাগিরি। প্রতি সপ্তাহের শনিবার ও রবিবারের জন্য অপেক্ষা করে বসে থাকেন দর্শকরা। এই দুটি দিন রাত ৯.৩০টার সময় দাদাগিরির সম্প্রচার হয়। এই সিজনের শেষে নিশ্চয়ই নতুন সিজন নিয়ে ফিরবেন সৌরভ গাঙ্গুলী। তাই দর্শকরা এখন নতুন একটি সিজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

 সিজন ফিনালের দিকে এবার এগিয়ে চলেছে দাদাগিরি সিজন ৯ (Dadagiri Season 9)। ফিনালেতে যিনি জয়লাভ করবেন তিনিই হবেন বিজেতা। প্রতিবারের মত প্রচুর অর্থ এবং পুরস্কার উঠবে তার ঝুলিতে। এই মঞ্চে নামীদামী তারকাদের পাশাপাশি সাধারণ মানুষরাও খেলার সুযোগ পান। বাদাম কাকু ভুবন বাদ্যকরও দাদাগিরির মঞ্চে খেলে ট্রফি জিতে নিয়ে গিয়েছেন।

আরও পড়ুন ফের মুখ পুড়লো পাক প্রধানমন্ত্রীর, সম্মানের খোঁচা দিয়ে তোপ দাগলেন প্রাক্তন স্ত্রী

 ইনস্টাগ্রামে (Instagram) ‘দাদাগিরি’র (Dadagiri Season 9) মঞ্চ থেকে নিজের একটি ছবি পোস্ট করে সৌরভ। লিখেছেন, ‘আরও এক সিজন শেষের মুখে #দাদাগিরি।’আর সৌরভের এই পোস্টে নেটিজেনের মধ্যে জল্পনা বাড়ল। দর্শকরা সহজেই আন্দাজ করে নিয়েছেন দাদাগিরির নবম সিজনের এবার শেষের মুখে। প্রতি সপ্তাহে শনিবার ও রবিবার রাত ৯.৩০টার সময় দাদাগিরির সম্প্রচার হয়। তবে সিজন শেষের কথা উঠতেই অনেক দর্শক দাদার পোস্টে নিজেদের মন খারাপ প্রকাশ করেছেন।

একজন কমেন্ট করে দাদাগিরি মিস করবে সে। আরেকজন লিখেন আগামী সিজনের অপেক্ষায় রয়েছেন তিনি। জি বাংলার পর্দায় এস টি আর পি ধরে রাখার অন্যতম অস্ত্র চ্যানেল কর্তৃপক্ষের কাছে সেটা সকলেই মেনে নেবেন। তারমধ্যে ক্রিকেট দুনিয়ার এত বড় মহারথী এই শোয়ের কান্ডারী, তাই সেই শো হিট হতে বাধ্য।

আরও পড়ুন প্লাস্টিক সার্জারি করতে গিয়ে মুখ পুড়লো জাহ্নবী’র, নেট পাড়া জুড়ে কটূক্তির শিকার শ্রীদেবী কন্যা




Leave a Reply

Back to top button