তলানিতে TRP, শেষ হতে চলল সর্বজয়া, হার মানতে হল জাতীয় পুরস্কারজয়ী দেবশ্রী রায়কেও

রাখী পোদ্দার, কলকাতা : বিনোদন বলতে আমাদের সকলের মাথায় যে কথাটি সর্বপ্রথম আসে তা হল ছোটো পর্দার বিভিন্ন ধারাবাহিক। ধারাবাহিকের কোনো কোনো পর্ব দেখে যেমন আমাদের মন ভরে ওঠে আনন্দে, তেমনই কোনো কোনো দৃশ্যের জন্য করা হয় সমালোচনাও। সমস্ত কাজ সেরে সন্ধ্যে বেলায় কম বেশি সকলেই বসে পরেন টি.ভির সামনে নিজের পছন্দের ধারাবাহিক দেখতে। তবে এবার সেই ধারাবাহিক গুলির উপরই পরছে একের পর এক কোঁপ। কদিন আগেই ঝাঁপ বন্ধ করা হয়েছিল জি বাংলার ( Zee Bangla) সিরিয়াল ‘ করি খেলা’। আর এবার শোনা যাচ্ছে বন্ধ হতে চলেছে জি বাংলার অপর আরেকটি ধারাবাহিক। জাতীয় পুরস্কারজয়ী দেবশ্রী রায় ( Debashree Roy) অভিনীত ‘সর্বজয়া’ ( Sarbajaya Serial) ধারাবাহিক শেষ বারের মতো প্রচার করা হবে ১৪ই মে। তবে কি হেরে গেলেন দেবশ্রী রায়?

 

১০ বছর পরে এই ধারাবাহিকের মধ্যে দিয়েই অভিনয়ে ফিরেছিলেন দেবশ্রী। ধারাবাহিক সম্প্রচারণের আগে থেকেই কটাক্ষের শিকার হতে হয়েছে জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রীকে। কখনও তাঁর অভিনীত সিনেমার জনপ্রিয় গান ‘কলকাতার রসগোল্লা’-র তুলনা টেনে বলা হয়েছে দেবশ্রী ( Debashree Roy) নাকি এখন ‘বাসি রসগোল্লা’। আবার কখনও নেটিজেনরা দাবি করেছেন, ভীষণ বয়স্ক দেখতে লাগছে দেবশ্রীকে। তাই তাঁকে ‘মাসি’ বলেও ডেকেছেন অনেকে। আবার এটাও বলা হয়েছিল, ধারাবাহিক ‘শ্রীময়ী’কে অনুসরণ করেই নাকি তৈরি হয়েছে দেবশ্রীর চরিত্র।

আরও পড়ুন : টানা পাঁচ ম্যাচে হারের পর জয়ের লক্ষে কী কী পরিবর্তন করতে পারে KKR ! দেখে নিন একনজরে

img 20220502 162722
Debashree Roy

নানান ভাবে কটাক্ষের শিকার হওয়ার পর সম্প্রচারণের শুরুর পর থেকেই ম্যাজিক দেখাতে শুরু করে এই ধারাবাহিক। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই টিআরপি তালিকায় প্রথম পাঁচের মধ্যে নিজের জায়গা করে নেয় এই ধারাবাহিক। আর হবে নাই বা কেন? একজন সাধারণ গৃহবধূর তাঁর স্বামীর হাত ধরে নাচের জগতে প্রতিষ্ঠা হওয়া এরকমটাই খানিকটা দেখানো হয়েছিল ধারাবাহিকের শুরুর দিকে। পরবর্তীকালে গল্প পুরোপুরি উল্টে যায় এবং শেষের দিকে কী হচ্ছে সেটাই বুঝতে পারা কষ্টকর হয়ে দাঁড়ায়। তাই অনেকেই দাবি করছেন ‘সর্বজয়া’ ( Sarbajaya Serial) এবার বন্ধ করা হোক আর ভালো লাগছে না।

আরও পড়ুন : IPL এর গ্যালারিতে বসা এই সুন্দরীদের দেখে প্রেমে পড়বেন আপনিও, জেনে নিন রূপসীদের পরিচয়

picsart 22 05 02 16 23 23 460শোনা যাচ্ছে শেষের দিকে সেরা দশের তালিকার ধারে কাছেও থাকতে না পারা এই ধারাবাহিক শেষ বারের মতো সম্প্রচার করা হবে ১৪ই মে। সর্বজয়া ওরফে অভিনেত্রী দেবশ্রী রায় ( Debashree Roy) নিজেই এই খারাপ খবর শেয়ার করে নিয়েছেন নিজের অনুরাগীদের সঙ্গে। তিনি বলেন, এক বছর ধরে ‘সর্বজয়া’ রূপে ( Sarbajaya Serial) এই ধারাবাহিক করছেন তিনি। তিনি তাঁর সকল দর্শককে ধন্যবাদ ও ভালবাসা জানাতে চান। যাঁদের সাহায্য ছাড়া তিনি কখনোই সর্বজয়া হয়ে উঠতে পারতেন না। যাঁরা ‘সর্বজয়া’ রূপে দেবশ্রী রায়কে ( Debashree Roy) নিয়মিত দেখেছেন ও ভালবেসেছেন তাঁদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালবাসা। আপনারা প্রতিনিয়ত জানিয়েছেন এই সিরিয়ালের ভাল মন্দ সব কিছু। যার জন্য তিনি আরও ভাল করতে পেরেছেন। ‘সর্বজয়া’ সিরিয়াল শেষ হচ্ছে মে মাসেই। আগামী ১৪ই মে এই সিরিয়ালের শেষ সম্প্রচার। সেদিনও সবাই ‘সর্বজয়া’ দেখবেন। ফ্যানদের উদ্দেশ্যে বলেছেন আবার আরও ভাল কোনও চরিত্রে ভাল কাজ নিয়ে আপনাদের সঙ্গে থাকব, আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করব। এবার শুধু নতুন কোনও ছায়াছবি বা নতুন প্রজেক্টে দেবশ্রী রায়কে দেখার অপেক্ষা।




Leave a Reply

Back to top button