‘রাঙা বউ’এর মহাপর্বে দেখুন পাখির প্রস্তাবে শীল বাড়িতে ‘আলতা উৎসব’
পরবর্তী পর্বে দেখা যাবে পাখির প্রস্তাবে শীল বাড়িতে ‘আলতা উৎসব’। এই পর্বে কি হবে, তা জানবার জন্য চোখ রাখতে হবে জি বাংলায়।

কলকাতা: এখন প্রতিটা মানুষের মনেই রাজত্ব করছে ‘জি বাংলা’ ও ‘স্টার জলসা’। একটা সময় ছিল যখন টিভির পর্দায় বিনোদন বলতে একমাত্র ছিল দূরদর্শন। সেই সময় সিরিয়াল গুলির ধরন ছিল অন্যরকমের। ফ্যামিলি ড্রামা থেকে শুরু করে ভুতুড়ে সিরিয়াল সবরকমই আনন্দ দিত দর্শকদের। কিন্তু সময় পাল্টেছে। পাশাপাশি, পাল্টাচ্ছে মানুষের পছন্দও। কেবল টিভি আশাতে জীবন আর দূরদর্শনের মধ্যে সীমাবদ্ধ থাকেনা। দর্শকরা পায় আরও অন্যরকম সিরিয়াল। সময়ের সাথে মানুষের পছন্দ আবারও পাল্টাতে থাকে। এখন মানুষের পছন্দ ফ্যামিলি ড্রামা। সেই চাহিদা মেটাতেই বিভিন্ন চ্যানেল বিভিন্ন রকমের শো নিয়ে এলেও, বাঙালির পছন্দ সেই ‘জি বাংলা’ ও ‘স্টার জলসা’। এখন সূর্যোদয় হোক কি সূর্যাস্ত, শেষ কথা বাংলা সিরিয়াল।
এই চ্যানেলগুলি অজস্র ফ্যামেলি ড্রামা শো উপহার দেয়। তার মধ্যে থেকেই মানুষ বেছে নেয় তাদের প্রিয় সিরিয়াল। এখন টিআরপি অনুযায়ী মানুষের পছন্দের সিরিয়ালের মধ্যে একটি হল জি বাংলা চ্যানেলের ‘রাঙ্গা বউ’। এই সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘ত্রিনয়নী’র নায়ক ও নায়িকা, অর্থাৎ শ্রুতি দাস ও গৌরব রায়চৌধুরী। এছাড়াও এই সিরিয়ালে অভিনয় করছেন পিংকি ব্যানার্জি, রঘুবীর, শ্রাবণী বণিক, তনুশ্রী সাহা, মানসী সিনহা, বিশ্বজিৎ চক্রবর্তী, ফাল্গুনী চ্যাটার্জি, অলিভিয়া সরকার, প্রমূখ অভিনেতা ও অভিনেত্রীরা। ইতিমধ্যেই এই সিরিয়াল ৩০০ পর্ব ছুঁয়ে ফেলেছে।
এই সিরিয়ালের গল্প আর পাঁচটি বাংলা সিরিয়ালের মতই। যেখানে দেখা যাচ্ছে, বিবাহ সম্পর্কে আদর্শবাদী দৃষ্টিভঙ্গির এক মহিলা একজন সহৃদয় পুরুষকে বিয়ে করেন। কিন্তু তাদের সুখী হওয়ার আগে একসাথে অনেক বাধার মুখোমুখি হতে হচ্ছে। এবার পরবর্তী পর্বে দেখা যাবে পাখির প্রস্তাবে শীল বাড়িতে ‘আলতা উৎসব’। এই পর্বে কি হবে, তা জানবার জন্য চোখ রাখতে হবে জি বাংলায়। উল্লেখ্য, টিআরপি অনুযায়ী এই সিরিয়াল দারুন উন্নতি করেছে। ৯ নম্বর স্থান থেকে এখন এসে দাঁড়িয়েছে ৬ নম্বর স্থানে।