বন্ধ হয়ে যাচ্ছে ‘এক্কা দোক্কা’! কি বললেন অভিনেত্রী সোনামণি

এবার টলিপাড়ায় এই গুঞ্জন শুরু হয়েছে তাহলে কি বন্ধ হতে চলেছে এই সিরিয়াল। কারণ স্টার জলসার নতুন সিরিয়াল ‘জল থই থই ভালোবাসা’র প্রমো ইতিমধ্যেই দেখে ফেলেছেন দর্শকরা।

শুভঙ্কর, কলকাতা: বাংলা ধারাবাহিকগুলোতে এখন টিআরপির লড়াই। প্রতি সপ্তাহে টিআরপির তালিকা প্রকাশিত হয়। সেখান থেকেই বোঝা যায় কোন সিরিয়াল দর্শকদের মনে জায়গা করে নিচ্ছে। আর কোনটি দর্শক পছন্দ করছেন না। এই তালিকায় দীর্ঘদিন ধরেই পিছনের সারিতে পড়ে রয়েছে স্টার জলসার ‘এক্কা দোক্কা’। এই ধারাবাহিকের গল্পও যে দর্শকদের পছন্দ হয়নি তা বোঝা যাচ্ছে। হাল ফেরাতে নির্মাতাদের পক্ষ থেকে গল্পের বিভিন্ন টুইষ্ট আনা হয়। এমনকি সিরিয়ালের ট্যাকও পরিবর্তন করে ফেলেন তাঁরা। তবুও রক্ষা হয়নি। উল্টে টিআরপি কমতে থাকে। এবার টলিপাড়ায় এই গুঞ্জন শুরু হয়েছে তাহলে কি বন্ধ হতে চলেছে এই সিরিয়াল। কারণ স্টার জলসার নতুন সিরিয়াল ‘জল থই থই ভালোবাসা’র প্রমো ইতিমধ্যেই দেখে ফেলেছেন দর্শকরা।

একসময় পরিস্থিতি এমন দাঁড়ায় যে টিআরপির লক্ষ্যে নির্মাতারা নায়কই বদলে ফেলেন। ধারাবাহিকে এন্ট্রি নেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা প্রতীক সেন। তার পরেও লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা এই সিরিয়ালের টিআরপি ফেরেনি। রাধিকা-পোখরাজের প্রেমের গল্প দিয়ে এই সিরিয়াল শুরু হলেও এখন প্রতীক ও সোনামনির প্রেম কাহিনীতে ডুবে রয়েছে এই ধারাবাহিকের প্লট। তবে টিআরপির কোনও বদল নেই। এই অবস্থাতেই দর্শকদের সামনে এসেছে নতুন সিরিয়ালের প্রমো যা ২৫ সেপ্টেম্বর থেকে রাত ন’টায় সম্প্রচারিত হবে। এখানেই সমস্যা দানা বেধেছে। প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি শেষ হয়ে যাচ্ছে ‘এক্কা দোক্কা’।

Ekka Dokka,Bengali serial,Star Jalsha,Radika,Anirban

তবে সিরিয়াল শেষ হওয়ার জল্পনা আপাতত উড়িয়ে দিলেন নায়িকা। তিনি বলেন, “ এই সিরিয়াল শেষ হয়ে যাচ্ছে কিনা সেই বিষয়ে আমরা আনুষ্ঠানিকভাবে কিছুই জানি না। সিরিয়ালে আগামী দিনে কি হবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদি এরকম কিছু বিষয় থাকে তাহলে সবার আগে আমরাই জানতে পারবো”। এর আগে সোনামনির অভিনীত ‘মোহর’ সিরিয়ালটি শেষের দিকে দুপুরের স্লটে সম্প্রচারিত হয়। তাহলে কি এই সিরিয়ালটিও একই সময়ে চলে যাবে? এই বিষয়ে সোনামণির উত্তর, “ হতেও পারে। তবে এখনই এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামী দু একদিনের মধ্যে বিষয়টা পরিষ্কার হবে”।




Leave a Reply

Back to top button