জীবনসঙ্গী খুঁজে দিলেই ৫ হাজার ডলার পুরস্কার, আপনার চেনাশোনায় কেউ আছে নাকি?

লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা ৩৫ বছর বয়সি মহিলা ইভ টিলে কোলসন। তিনি সম্প্রতি একটি ঘোষণা করেন, তার মনের মত বর যে খুঁজে দিতে পারলেই দেওয়া হবে মোটা অংকের পুরস্কার।

শুভঙ্কর,লস অ্যাঞ্জেলেস: টাকা পয়সা দিয়ে আমরা বিভিন্ন ধরনের জিনিস কিনতে পারি। কিন্তু টাকা দিয়ে ভালোবাসা কেনা এটা হয়তো কোনদিনই সম্ভব নয়। কিন্তু এই অসম্ভবকেই এবার সম্ভব করেছেন লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা ৩৫ বছর বয়সি মহিলা ইভ টিলে কোলসন। তিনি সম্প্রতি একটি ঘোষণা করেন, তার মনের মত বর যে খুঁজে দিতে পারবে তাকে পাঁচ হাজার ডলার উপহার দেওয়া হবে।

ইভ টিলে কোলসন পেশায় একজন আইনজীবী। তিনি হঠাৎই একদিন নিউইয়র্ক পোস্টকে বলেন, ‘ আমি আমার বন্ধুবান্ধবদের প্রথমে এই কথা বলি। তারপর ভাবি এই কথাটা যদি আমার সোশ্যাল মিডিয়ার টিকটকের বন্ধুদের সাথে শেয়ার করি তাহলে কেমন হয়। তারপরেই শুরু পাত্র বাছাই। জুন মাস থেকে শুরু হয়েছে পাত্র বাছাই। ইভ তার টিকটক অনুরাগীদের প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘ আপনারা যদি আমার মনের মত বর খুঁজে দেন এবং আমি যদি তাকে বিয়ে করি তাহলে আপনারা ৫০০০ ডলার উপহার পাবেন।’ এই পোষ্টের পর তার কাছে এখনো পর্যন্ত ২০ থেকে ২৫ জনের সম্বন্ধও এসেছে। কিন্তু এখনও পর্যন্ত তার কাউকেই মনে ধরেনি বা তাদের সাথে ডেটিংয়েও যাননি।

Social media,lawyer,Americaইভ আরো বলেন, ‘ আমি পাঁচ বছর ধরে একা রয়েছি। এই পোস্ট করার পর আমাকে সাহায্য করার জন্য অনেকেই এগিয়ে এসেছে। আমি বিভিন্ন অ্যাপের মাধ্যমে অনেক ছেলেদের সাথে পরিচয়ও করেছি। কিন্তু মনের মতো কাউকেই লাগেনি। কোভিডের পর থেকে এই ডেটিং অ্যাপে অনেক পরিবর্তন এসেছে। এখন ডেটিং অ্যাপ থেকে কেউ সম্পর্ক করতে আগ্রহী নয়। সবাই সেখানে ঘোরাঘুরি মজা এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকে।’ ইভ শুধু সোশ্যাল মিডিয়ায় পাত্র বাছাইয়ের কথায় শুধু বলেননি, পাত্র কেমন হবে তাও বলে দিয়েছেন। তিনি বলেছেন পাত্রকে অবিবাহিত হতে হবে। উচ্চতা হতে হবে পাঁচ ফুট ১১ ইঞ্চি কিংবা তার বেশি। বয়স হতে হবে ২৭ বা ৪০ বছরের মধ্যে। স্বভাবটা হবে হাসিখুশি। তবে আরো একটা বিষয় অদ্ভুত আবদার তা হল আগ্রহ। অর্থাৎ তার যে স্বামী হবে তাকে আগ্রহ থাকতে হবে খেলা, পশুপাখি ও বাচ্চাদের উপর।




Leave a Reply

Back to top button