এই খলনায়করা বাংলা চলচ্চিত্রকে দিয়েছিল অন্য মাত্রা, জেনে নিন তাদের পরিচয়

কোন ছবিতে কোন চরিত্র সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? এমন প্রশ্ন করা হলে বেশিরভাগ মানুষেরই উত্তর হবে যে একটি ছবিতে নায়কের চরিত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে কথাটি সম্পূর্ণরূপে সঠিক নয় কোন ছবিতে নায়ক নায়িকার ভূমিকা যতটা গুরুত্বপূর্ণ ততটাই গুরুত্বপূর্ণ হল খলনায়কের ভূমিকা। ছবিতে খলনায়কের চরিত্র ছবিটিতে নিয়ে আসে এক অন্য মাত্রা। কোন ছবি আরও বেশি রোমাঞ্চকর হয়ে ওঠে খলনায়কের উপস্থিতিতে। তবে অনেকেই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন না। তবে বাংলা চলচ্চিত্র জগতে বেশকিছু এমন তারকা রয়েছেন যারা গোটা জীবন ধরে খলচরিত্রে অভিনয় ( Famous villain in Bengali film industry ) করেই দর্শকদের মন জয় করেছেন।

নাসির খান

বাংলা চলচ্চিত্রের একজন নামকরা খল অভিনেতা হলেন নাসির খান। টানা ২৭ বছর ধরে বাংলা ছবিতে অভিনয় করে গেছেন এই অভিনেতা। আর এই ২৭ বছরেই দর্শকদের তিনি উপহার দিয়েছেন প্রায় ৫০০ টির মত ছবি। তার করা বিখ্যাত ছবিগুলির মধ্যে একটি হল ‘বেদের মেয়ে জোসনা’। এছাড়াও ‘এই ঘর এই সংসার’, ‘অন্তরে অন্তরে’, ‘বিক্ষোভ’ প্রভৃতি নানা ছবিতে অভিনয় করেছেন নাসির খান। তবে একজন প্রতিভাবান খল অভিনেতা হওয়া সত্ত্বেও কখনো কোনও রাষ্ট্রীয় বা জাতীয় পুরস্কার পাননি তিনি। ২০০৭ সালের ১২ জানুয়ারি মাত্র ৪৭ বছর বয়সে মারা যান নাসির।

মিজু আহমেদ

img 20220510 210209

মিজানুর রহমান ওরফে মিজু আহমেদ ঢাকা চলচ্চিত্রের অন্যতম এক প্রতিভাবান খল অভিনেতা ছিলেন। ১৯৭৪ সালে নারায়ন ঘোষ মিতা পরিচালিত তৃষ্ণা ছবিতে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে পদার্পণ করেন তিনি।তবে ছোটবেলা থেকেই তিনি থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। ‘গাংচিল’, ‘মাসুম’ সহ প্রায় আরও ৩০০ ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০১৭ সালের ২৭ মার্চ শুটিং এর উদ্দেশ্যে ঢাকা থেকে দিনাজপুর যাওয়ার পথে ট্রেনে মৃত্যুবরণ করেন মিজু আহমেদ।

খলিল

img 20220510 210049

অভিনেতা খলিল উল্লাহ্ খান সর্বত্র পরিচিত ছিলেন খলিল নামে। শৈশব জীবন থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন খলিল। তবে জীবনের সর্বপ্রথম ছবিটিতে তিনি নায়ক হিসেবেই অভিনয় করেছিলেন। ১৯৬৩ সালের ‘প্রীত না জানে রীত’ ছবিতেই প্রথম অভিনয় করেন তিনি। ২০১২ সাল পর্যন্ত প্রায় সাড়ে ছয়শ ছবিতে অভিনয় করেছেন খলিল। সেরা খলনায়কের স্বীকৃতি হিসাবে বেশ কয়েকবার রাষ্ট্রীয় পুরস্কারও পান তিনি। ২০১৪ সালের ৭ ডিসেম্বর মৃত্যুবরণ করেন এই অভিনেতা।

আরও পড়ুন: স্টার জলসার পথ চলা, কী করে এখনও বাংলার এক নম্বর চ্যানেল হয়ে উঠল এটি

রাজীব

img 20220510 205831

 বাংলাদেশের আরেক জনপ্রিয় খল অভিনেতা হলেন ওয়াসিমুল বারী রাজীব। তবে তিনি সর্বত্র রাজীব নামেই পরিচিত। চলচ্চিত্র প্রেমীদের কাছে খুবই পরিচিত ছিলেন রাজিব। জীবনের বেশিরভাগ ছবিতে তিনি খলনায়কের ভূমিকায় অভিনয় করলেও বেশ কিছু ছবিতে অন্য চরিত্রেও অভিনয় করেছেন তিনি। নিজের অসামান্য প্রতিভার জন্য তিনি চারবার পুরস্কৃতও হয়েছেন। ২০০৪ সালের ১৪ নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান রাজীব।

আরও পড়ুন: স্যান্ডির সাথে কোমর বেঁধে ঝগড়া! মাথা গরমে মেস বাড়ির ছাড়ে শ্রীতমা




Leave a Reply

Back to top button