খুব শীঘ্রই শুরু হতে চলেছে চারটি নতুন ধারাবহিক

প্রতিটি গৃহবধুর কাছে সিনেমার থেকেও বেশি জনপ্রিয় জি বাংলা স্টার জলসা টিভি নাইন বাংলার ধারাবাহিকগুলি। তাদের পক্ষে একটি দিন ও ধারাবাহিকগুলি না দেখে থাকাটা অসম্ভব। তাদের জন্য একটি ভালো খবর হলো খুব শীঘ্রই এই সিরিয়ালের চ্যানেল গুলিতে আসতে চলেছে নতুন ধারাবাহিক গুলি।

প্রতিটি গৃহবধুর কাছে সিনেমার থেকেও বেশি জনপ্রিয় জি বাংলা স্টার জলসা টিভি নাইন বাংলার ধারাবাহিকগুলি। তাদের পক্ষে একটি দিন ও ধারাবাহিকগুলি না দেখে থাকাটা অসম্ভব। তাদের জন্য একটি ভালো খবর হলো খুব শীঘ্রই এই সিরিয়ালের চ্যানেল গুলিতে আসতে চলেছে নতুন ধারাবাহিক গুলি। তারই জন্য তাদের পছন্দের কিছু কিছু সিরিয়াল যেমন শ্রীমান পৃথ্বীরাজ খেলনা বাড়ি মত জনপ্রিয় সিরিয়ালগুলি বন্ধ হতে চলেছে। কিন্তু মন খারাপের কোন জায়গা নেই। সেই সব জায়গায় আসতে চলেছে নতুন সিরিয়াল। জামাতিয়ে রাখবে প্রতিটি গৃহবধূর সন্ধ্যাকাল।

মিঠিঝোরা
খেলনা বাড়ি ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতেন আরাত্রিকা মাইতি। সেই ধারাবাহিকটি বন্ধ হতে চলেছে কিন্তু দর্শকদের চোখের বিরতি পাবে না। তার ভক্তরা তাকে দেখতেই পাবে নতুন একটি ধারাবাহিকে । আসতে চলেছে মিতুলের নতুন ধারাবাহিকটি মিঠিঝোরা তার সাথে থাকবে আরো দুই নায়িকা। আসলে মিটিলো তিন বোন এবং তাদের সংসার নিয়ে তৈরি হবে এই ধারাবাহিকটি। 

কথা
এটি ও একটি নতুন ধারাবাহিক যার প্রমো সবেমাত্র বেরিয়েছে।  প্রমো থেকে এটি বুঝতে পারা যাচ্ছে, যে নায়ক ও নায়িকা দুজনেই ভিন্নমতের মানুষ। একজন গাছ প্রেমী আর একজন রান্নাবান্না করতে ভালোবাসে এই ধারাবাহিকের দুই মুখ্য চরিত্রে থাকবে পঞ্চমী খ্যাত নায়িকা এবং সাহেব । সাহেবকে অনেকদিন বাদে ধারাবাহিকে দেখা যাবে। দর্শকদের রীতিমতো মন কেড়েছে এই সিরিয়ালের প্রমো কিন্তু এখনো পর্যন্ত কবে থেকে শুরু হবে এই সিরিয়াল তা জানতে পারা যায়নি।

দ্বিতীয় বসন্ত

রাজদীপ গুপ্ত, সোহিনী গুহ রায় ও জেসমিন রায়কে নিয়ে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক দ্বিতীয় বসন্ত। এই ধারাবাহিকের গল্প বলবে দুই প্রাপ্তবয়স্ক মানুষের জীবন সফরের তাদের সংসার তাদের জীবনের উচ্চতা, দেখানো হবে এই সিরিয়ালের প্রমো তে রাজদীপ গুহ সোহিনী গুপ্ত রায় জেসমিন রায় এর জীবনের দূরত্ব টি বোঝানো হয়েছে। কিভাবে এই দূরত্ব মিটিয়ে দিয়ে সবাই সবার জীবন নিয়ে এগিয়ে যাবে সেটাই এই  ধারাবাহিকের মূল কাহিনী । নির্মাতারা এখনো পর্যন্ত এই সিরিয়াল শুরু হওয়ার দিন প্রকাশ করেনি কিন্তু খুব বেশি দেরি নেই ।

আলোর কোলে

আলোর কোলে সিরিয়ালটি হিন্দি সিরিয়লকে অনুসরণ করে নির্মিত হয়েছে । এই সিরিয়ালে একটি ছোট্ট মেয়ের কথা বলা হয়েছে। যার মা তাকে ছেড়ে পরলোকে পাড়ি দিয়েছে। মৃত মা কিভাবে নিজের মেয়ের ছায়া সঙ্গী হয়ে তার জীবনের সমস্ত দুর্যোগ থেকে বাঁচাবে।  সেই কাহিনীই বলবে এই ধারাবহিকটি যা শুরু হবে ২৭ নভেম্বর থেকে ।




Leave a Reply

Back to top button