Gantchora : আল-হাবিবি! ঝুনঝুনুওয়ালাকে জব্দ করতে এ কোন সাজে খড়ি-ঋদ্ধি!

রাগ, খুনসুটি আর প্রেম মিলিয়ে জমে উঠেছে গাঁটছড়া ধারাবাহিকের খড়ি আর ঋদ্ধির সম্পর্ক। তবে প্রেমে কাঁটা থাকবে না তা কি হয়! বারবার ষড়যন্ত্রের মুখোমুখি হতে হচ্ছে খড়ি ঋদ্ধিকে।
সম্প্রতি পথে বসেছে রাহুল। প্রতিশোধ নিতেই আগেই জাল সই করিয়ে খড়ির বাড়ি বেহাত করিয়েছে সে। কিন্তু খড়ি তো দমবার পাত্রী নয়, আর সাথে যখন ঋদ্ধিমান বাবু রয়েছে তখন চিন্তা কীসের! তবে ঝুনঝুনুওয়ালার মতো পোড়খাওয়া লোকের থেকে বাড়ি ছিনিয়ে নিতে বেশ বেগ পেতে হচ্ছে খড়ি- ঋদ্ধির জুটিকে। ঝুনঝুনুনওয়ালাকে জব্দ করতে নতুন কোন ফন্দী আঁটলেন তারা।
হঠাৎই দেখা যাচ্ছে আরব ব্যবসায়ী ও তার বেগমের আবির্ভাব ঘটেছে সিরিয়ালে।ঝুনঝুনুনওয়ালাকে দিচ্ছে বাড়ি কেনার প্রস্তাব। চমৎকার শোনালেও আসলে খড়ি ঋদ্ধির এটাই নতুন ছদ্মবেশ। আরবী পোশাকের নিঁখুত সাজে চেনাই যাচ্ছে না ঋদ্ধি ওরফে গৌরবকে।
এদিকে খড়ির হিন্দি শুনে হেসে কুটোপুটি খাচ্ছে দর্শক। মজার দৃশ্য, গল্পের নতুন মোড় কি আবার ফিরিয়ে আনতে পারবে TRPর প্রথম স্থান। ষড়যন্ত্রের জাঁতাকলের থেকে এরম চটুল দৃশ্যে বেশ মজা নিচ্ছে দর্শক তা বলাই যায়।
টেলি অভিনেতা গৌরব মহানায়ক উত্তম কুমারের নাতি। ইতিমধ্যেই ধারাবাহিকে অভিনয় দিয়ে দর্শকদের মন জিতেছে গৌরব। তবে তার অভিনয় আর নিঁখুত ছদ্মবেশ দেখে অনেকেই মহানায়ক উত্তম কুমারের ছদ্মবেশী সিনেমার নামের সাথে মিল খুঁজেছেন। দাদুর পথে কতদূর এগোলেন গৌরব এই নিয়েই হচ্ছে নানান চর্চা।
তবে ধারাবাহিকে এত কিছু করে ঝুনঝুনুনওয়ালাকে লোভ দেখিয়ে জব্দ করতে পারবে কি ঋদ্ধি? খড়িও কি পারবে ষড়যন্ত্রের আসল অপরাধীকে খুঁজে বের করতে?এর জন্য আগামী পর্বের দিকে তাকিয়ে আছে উৎসুক দর্শক।