জোরকদমে চলছে শ্যুটিং, সান্ধ্য ‘গোধূলিতেই’ দর্শক মনে ‘আলাপ’ জমাচ্ছে কৌশিক-সোমু

রিমা শিয়ালী,কলকাতা: গতকাল ( yesterday ) থেকেই পুরোদমে চালু হয়ে গেছে স্টার জলসার আগত নতুন ধারাবাহিক গোধূলি আলাপ এর শুটিং ( Godhuli Alaap Shooting ) ।রাজ চক্রবর্তী (Raj Chakroborty ) প্রযোজিত এই নতুন ধারাবাহিকটি দেখার জন্য কম বেশি প্রায় সকল সিরিয়াল প্রেমীরাই (Serial lover ) অপেক্ষায় দিন গুনছে।ধারাবাহিকের প্রোমো (promo ) আসার পর থেকেই দর্শকদের মধ্যে উচ্ছাস আরও বেড়েছে। গতকালই একটি আউটডোর সিকোয়েন্সের শুটিংয়ের জন্য শহরের মধ্যেই একটি প্রাইম লোকেশন ( prime location ) ঠিক করা হয়েছে।সেই অনুযায়ী সকল তারকা এবং বাকি কলাকুশলীরা ( cast and crew ) ভোর থাকতেই শুটিং স্পটে উপস্থিত হয়েছে আউটডোর সিকোয়েন্সের শুটিংয়ের জন্য।আউটডোর সিকোয়েন্সের জন্য শহরের এমন একটি জায়গা বেছে নেওয়া হয়েছে যেখানে একটু গ্রাম্য ছোঁয়া রয়েছে।যাতে ধারাবাহিকটি দেখার সময় দর্শকরা একটু বাস্তবতার ছোঁয়া পায়।
ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেতা কৌশিক সেন যিনি প্রায় ১২ বছর পর আবার ছোট পর্দায় কামব্যাক করেছেন।ধারাবাহিকে তাকে দেখা গেছে অ্যাডভোকেট অরিন্দম রায়ের ভূমিকায়।তার এর চরিত্রটি ধারাবাহিকে খুবই চ্যালেঞ্জিং করে দেখানো হয়েছে।
কৌশিক সেনের বিপরীতেই অভিনয় করছেন নবাগতা তারকা সমু সরকার।তবে এটাই তার প্রথম ধারাবাহিক নয়, এর আগেও সমুকে দেখা গেছে আকাশ আট এর একটি ধারাবাহিক ইকির মিকির-এ।তবে এবার নতুন রূপে আসতে চলেছে সমু সরকার।গোধূলি আলাপ ধারাবাহিকে একটি গ্রাম্য মেয়ে নোলক এর ভূমিকায় অভিনয় করছে সমু।সিরিয়ালের প্রোমোতে দেখা যায় নোলক আসলে একজন বহুরূপী আর এভাবে বহুরূপী সেজেই তাদের সংসার চলে।কিন্তু ভাগ্যের পরিহাসে নোলকের বিয়ে হয় তার থেকে বয়সে অনেক বড় অ্যাডভোকেট অরিন্দমের সাথে যাকে নোলক একসময় কাকু বলে সম্মধন করে।
আরও পড়ুন:বিরল রোগে আক্রান্ত নাসিরুদ্দিন শাহ, জটিল এই রোগের রহস্য ফাঁস করলেন নিজেই
ইতিমধ্যেই সিরিয়ালের এরূপ নতুন রসায়ন অর্থাৎ অসম প্রেম অনেকেই পছন্দ করেননি। কিন্তু অনেক দর্শকই এই নতুন কেমিস্ট্রি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।কৌশিক সেন এবং সমু সরকার ছাড়াও ধারাবাহিকটিতে বিশেষ ভূমিকায় অভিনয় করছেন ভাস্কর চ্যাটার্জি, অর্পিতা মুখার্জি এবং আরও অনেক তারকারা।
আরও পড়ুন: রশ্মিকা থেকে সামান্থা, কেমন দেখতে মেকআপ ছাড়া সাউথের এই নায়িকাদের