অভিনয়ের পাশাপাশি সঞ্চালনাতেও সেরা, এই ১০ বলিতারকাদের রিয়্যালিটি শো থেকেই কামাই কোটিতে

বলিউডের তারকাদের জীবনযাপন যতটা উচ্চমানের, ঠিক ততটাই অধিক তাঁদের প্রতিপত্তির পরিমাণও। সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যমগুলিতে তাঁদের দৈনন্দিন জীবনের ছবিগুলিই প্রমাণ তাঁদের মাত্রাতিরিক্ত সম্পত্তির। মালদ্বীপের বিলাসবহুল রিসর্টে দশদিনের টানা ভ্যাকেশন (Vacation) হোক, কিংবা ২০ লক্ষ টাকার ঘড়ি বা ৪০ লক্ষ টাকার পার্স, কারোর আবার দশ-বারো লক্ষ টাকার জুতো, কোটি টাকার গাড়ি। কিছু কিছু অভিনেতা-অভিনেত্রী এমনও আছেন, যাঁরা হয়তো বছরে একটাও সিনেমা করেন না। কিন্ত দেশ-বিদেশের সফর, ব্র্যান্ডেড পোশাক-কস্টিউম, নানান ধরনের বিলাসবহুল শখ-আহ্লাদ সবকিছুই স্বাভাবিকভাবে জারি রাখেন। কোথা থেকে পান তাঁরা এই বিপুল অর্থ, তা ভেবে অবাক নেটিজেন থেকে সাধারণ মানুষ সকলেই। তবে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে উত্তর আসবে – চ্যানেলগুলির ‘রিয়্যালিটি শো’ (Reality Show)।
মিস্টার বচ্চন থেকে বলিউডের ‘ধক ধক গার্ল’, সকলেরই বিপুল পরিমাণ প্রতিপত্তির পিছনে আছে চ্যানেলের রিয়্যালিটি শো-গুলি। এক-আধ বছরে এই শোগুলি থেকে প্রায় কয়েক কোটি টাকা অর্জন করেন তারকারা। যার কারণে তাদের সারা বছরে কোনো সিনেমা না করলেও চলে যায়। জানেন কি, মাধুরী দীক্ষিত থেকে সালমান খান কী পরিমাণ পারিশ্রমিক নেন রিয়্যালিটি শোগুলির জন্য।
১) অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)
‘কৌন বনেগা ক্রোড়পতি’-র (Kaun Banega Crorepati) আগের সিজন গুলিতে প্রতি পর্বের জন্য ২৫ লক্ষ টাকা করে পারিশ্রমিক নিতেন মিস্টার বচ্চন। তবে বর্তমানে কৌন বনেগা ক্রোড়পতির সিজিন ১১ এর জন্য প্রতি পর্বে সাড়ে তিন কোটি টাকা নিচ্ছেন বিগ বি।
২) সালমান খান (Salman Khan)
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের তালিকায় যে শো-টির নাম সবার প্রথমে থাকে তা হল ‘বিগবস’ (Bigg Boss)। আর এই ‘বিগবস’- এ সপ্তাহের শেষ দুদিন যেন সালমান খান ছাড়া একদমই অসম্পূর্ণ। এই শো-এর দর্শকরাও ‘বিগবস’ বলতে যেন সালমান খানকেই বোঝেন।এই রিয়্যালিটি শো-টির জন্য সালমান খান চ্যানেল কতৃপক্ষের থেকে আগে নিতেন প্রতি পর্বের জন্য ৬ কোটি টাকা, তারপর তা বেড়ে হয়েছিল সাড়ে আট কোটি টাকা। তবে বর্তমানে সিজিন পিছু মোট ২০০ কোটি টাকা নেন সালমান।
৩) হৃত্বিক রোশন (Hrittik Roshan)
রিয়্যালিটি শো-এর বিচারক হিসাবে খুব কমই দেখা যায় ‘গ্রিক অফ গড’ (Greek Of God) অর্থাৎ হৃত্বিক রোশনকে। একবারই একটি নাচের রিয়্যালিটি শোয়ের বিচারক হয়েছিলেন তিনি এবং একটি সিজনের জন্য ১১২ কোটি টাকা নিয়েছিলেন হৃতিক।
৪) করণ জোহার (Karan Johar)
একাধিক চ্যানেলের বেশ কয়েকটি রিয়্যালিটি শোয়ে বিচারক হিসাবে দেখা গিয়েছিল করণ জোহরকে। ‘ঝলক দিখলা যা’ (Jhalak Dikh Laja)- নামের একটি শোয়ের জন্য করণের পারিশ্রমিক ছিল ১০ কোটি।
৫) শাহিদ কাপুর (Shahid Kapoor)
‘ঝালক দিখলা যা’ (Jhalak Dikh Laja) শোয়ের বিচারকের ভূমিকায় অবতীর্ণ ছিলেন শাহিদ কাপুর এবং এই শো-এর পর্ব প্রতি পৌনে দু কোটি টাকা পারিশ্রমিক নিতেন অভিনেতা।
৬) অনুরাগ বাসু (Anurag Basu)
বলিউডের এই বাঙালী পরিচালক অনুরাগ বাসু একটি রিয়্যালিটি শো-এর বিচারক হিসাবে পারিশ্রমিক নিতেন ৭ কোটি টাকা।
৭) মাধুরী দীক্ষিত নেনে (Madhuri Dixit Nene) –
মূলত নাচের অনুষ্ঠানগুলিতেই বিচারকের ভূমিকায় দেখা যান মাধুরী দীক্ষিত নেনেকে। এই শো গুলিতে সিজন অনুযায়ী পারিশ্রমিক নেন না বলিউডের ‘ধক ধক গার্ল’। মাধুরীকে বিচারকের আসনে বসাতে চ্যানেল কতৃপক্ষকে প্রতি পর্বের জন্য দিতে হয় এক কোটি টাকা।
৮) শিল্পা শেট্টি (Shilpa Shetty)
নব্বই দশকের অভিনেত্রী শিল্পা শেট্টির এই বয়সে এসেও সহজেই হার মানাতে পারেন যে কোনো বলিউডের নবাগত নায়িকাকে। ‘সুপার ডান্সার’ (Super Dancer) নামক ডান্স রিয়্যালিটি শোয়ের প্রতি সিজনের জন্যে ১৪ কোটি টাকা করে নেন শিল্পা শেট্টি।
৯) অর্চনা পূরণ সিং (Archana Puran Singh)
বর্তমানে কমেডি বেসড রিয়্যালিটি শোগুলির অত্যন্ত পরিচিত মুখ অর্চনা। ‘কমেডি সার্কাস’ (Comedy Circus)-এর প্রতি সিজিনের জন্য ২ কোটি টাকা নিতেন অর্চনা। বর্তমানে ‘কপিল শর্মা শো’য়ের (Kapil Sharma Show) জন্যে প্রতি পর্বে ১০ লক্ষ টাকা পারিশ্রমিক নেন অর্চনা।
১০) মালাইকা আরোরা (Malaika Arora)
‘ঝলক দিখলা যা’ (Jhalak Dikh Laja) শোয়ের একটি সিজনের বিচারক হওয়ার জন্য ১ কোটি পারিশ্রমিক চেয়েছিলেন মালাইকা। তবে ‘ইন্ডিয়াজ বেস্ট ডান্সার’ (India’s Best Dancer) -এ তিনি প্রতি পর্বে আট লক্ষ টাকা পারিশ্রমিক নেন।