Bollywood wives বলিউডের এই সফল এবং গুণী ঘরণীদের চিনে নিন এখনই

শাহরুখ থেকে আমির, সঞ্জয় দত্ত থেকে অক্ষয় কুমার এই বলিউড সুপারস্টারদের(Bollywood superstar)ক‍্যামেরার পিছনের ব‍্যক্তিগত জীবন সম্পর্কে জানতে জনতা সবসময়ই উন্মুখ। কিন্তু বলিউডের এই সুপারস্টারদের হাঁড়ির খবর জানতে গেলে প্রথমেই উঠে আসে তাদের অর্ধাঙ্গিনীদের(Bollywood star wives) নাম। তবে তারকা স্বামীর পরিচয়ই তাদের একমাত্র পরিচয় নয়, বরং স্ব স্ব ক্ষেত্রে তারা প্রত‍্যেকেই যথেষ্ট সফল(successful bollywood wives)।

গৌরী খান

ভাইরাল খবর,অফবিট নিউজ,বলিউডের তারকা পত্নী,তারকাদের হাঁড়ির খবর,বলিউড ঘরণীদের পেশা,সফল বলিউড ঘরণী,viral news,offbeat news,bollywood superstar wives,Bollywood wives profession,successful bollywood wives
Gauri Khan

বলিউডের স্ত্রীদের কথা বলতে গেলে প্রথমেই উঠে আসবে গৌরী খানের নাম। শাহরুখ খানের স্ত্রী হবার পাশাপাশি তিনি অত‍্যন্ত নামকরা একজন গৃহসজ্জা শিল্পী(interior designer) পাশাপাশি নিজেদের প্রযোজনা সংস্থা রেডচিলিজ এর তিনি একজন কো ফাউন্ডারও বটে। তার নিজস্ব ব‍্যক্তিসত্ত্বা যথেষ্ট প্রভাবশালী যা তাকে শুধুমাত্র শাহরুখ খানের ঘরনী নয় বরং নিজস্ব পরিচিতি গড়ে তুলতে সাহায্য করেছে।

কিরণ রাও

10 bollywood star's famous wives identified by profession
Kiran Rao

 

সম্প্রতি বিচ্ছেদ হয়ে গেলেও আমির খানের জীবনে তার স্ত্রী কিরণ রাওয়ের ভূমিকা কিছু কম নয়। ব‍্যক্তিগত জীবনেও তিনি যথেষ্ট সফল একজন মহিলা। একইসঙ্গে তিনি পরিচালক, চিত্রনাট‍্যকার এবং প্রযোজক। পাশাপাশি ব‍্যক্তিগত বিশ্বাসে তিনি একজন ভেগান(vegan)। এছাড়াও তিনি তার সন্তানকে সারোগেসির(surrogacy) মাধ‍্যমে জন্ম দিয়েছেন একথা বলতে কখনোই কোনরকম কুন্ঠা বোধ করেননি তিনি।

টুইঙ্কল খান্না

10 bollywood star's famous wives identified by profession
Twinkle Khanna

অক্ষয় কুমারের স্ত্রী হিসেবে টুইঙ্কল খান্না কাটিয়ে ফেললেন দুই দশক। তবে বিখ‍্যাত বাবা মা এবং স্বামীর পরিচয় ছাড়াও টুইঙ্কল খান্না নিজে একজন সুপ্রতিষ্ঠিত লেখিকা। পাশাপাশি তিনি একজন চলচ্চিত্র প্রযোজক, কলামিস্ট এবং গৃহসজ্জা শিল্পী।

মেহের রামপাল

bollywood star's famous wives identified by profession
Mehr Rampal

অর্জুন রামপালের প্রাক্তন স্ত্রী হলেও প্রাক্তন মিস ইন্ডিয়া এবং মডেল(model) সহ মেহের রামপালের একাধিক পরিচয় রয়েছে। পাশাপাশি মেহের রামপাল  নিজস্ব একটি প্রোডাকশন হাউস চালান চেসিং গনেশা নামে।

মান‍্যতা দত্ত

10 bollywood star's famous wives identified by profession
Manyata Dutt

সঞ্জয় দত্তের জীবনে মান‍্যতা দত্তের ভূমিকা বলিউডের কারুরই অজানা নয়। সঞ্জয় দত্তের হাজতবাসের সময় সংসার থেকে শুরু করে বাইরের কাজ সমস্তটা একাই সামলেছিলেন তিনি। পাশাপাশি সঞ্জয় দত্ত প্রোডাকশন হাউজের(production house) বেশিরভাগ দায়িত্ব তারই কাঁধে। এছাড়াও একজন সমাজকর্মী হিসেবেও বিভিন্ন অনুষ্ঠানে মান‍্যতা দত্ত একজন পরিচিত মুখ।

মানা শেট্টি

10 bollywood star's famous wives identified by profession
Mana Shetty

সুনীল শেট্টির অর্ধাঙ্গিনী হিসেবে মানা শেট্টি বলিউডে তো পরিচিত বটেই, তবে তাছাড়াও তার একাধিক পরিচয় রয়েছে। মুম্বাইতে সুদৃশ‍্য ঘর সাজানোর জিনিস এবং উপহার সামগ্রীর একটি স্টোর রয়েছে তার নিজের। পাশাপাশি S2 নামে একটি রিয়েল এস্টেট প্রজেক্টেরও(real estate business) মালিকানা আছে তার স্বামীর সঙ্গে যৌথভাবে। এছাড়াও সমাজকর্মী হিসেবে পিছিয়ে পড়া মহিলাদের জন‍্য তিনি একাধিক এনজিওর সঙ্গে যুক্ত। এখানেই শেষ নয়, তার নিজের বোন ইশার সঙ্গে জুটি বেঁধে একটি বস্ত্রবিপণীর ব্র‍্যান্ডেরও মালিক তিনি। সব মিলিয়ে স্বামীর চেয়ে তার বার্ষিক আয় বেশি।

সীমা খান

ভাইরাল খবর,অফবিট নিউজ,বলিউডের তারকা পত্নী,তারকাদের হাঁড়ির খবর,বলিউড ঘরণীদের পেশা,সফল বলিউড ঘরণী,viral news,offbeat news,bollywood superstar wives,Bollywood wives profession,successful bollywood wives

খান পরিবারের পরিচালক পুত্র সোহেল খানের স্ত্রী হওয়া সত্ত্বেও ফ‍্যাশন ডিজাইনার(fashion designer) হিসেবে যথেষ্ট সফল নাম সীমা খান। তিনি নিজেই লুক সেট করেছিলেন জসসি জ‍্যায়সি কোই নেহি সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্র জসসির যা যথেষ্ট জনপ্রিয় হয়েছিল।

শোভা কাপুর

10 bollywood star's famous wives identified by profession
Shobha Kapoor

বলিউডের অন‍্যতম জনপ্রিয় তারকা জিতেন্দ্র এবং পরিচালক একতা কাপুরের মা হবার পাশাপাশি শোভা কাপুর নিজে বালাজি টেলিফিল্মস এর ম‍্যানেজিং ডিরেক্টর(managing director)। এছাড়াও একাধিক ধারাবাহিকের ক্রেডিটে প্রযোজক হিসেবে নাম দেখা যায় শোভা কাপুরের।

অধুনা ভবানী

ভাইরাল খবর,অফবিট নিউজ,বলিউডের তারকা পত্নী,তারকাদের হাঁড়ির খবর,বলিউড ঘরণীদের পেশা,সফল বলিউড ঘরণী,viral news,offbeat news,bollywood superstar wives,Bollywood wives profession,successful bollywood wives
Adhuna Bhabani

ফারহান আখতারের প্রাক্তন স্ত্রী হবার পাশাপাশি তিনি একজন বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট। এছাড়াও BBLUNT নামে একটি স‍্যালো চেনের(salon chain) মালিকানাও রয়েছে তার নামে।

মালাইকা অরোরা

10 bollywood star's famous wives identified by profession
Malaika Arora

আরবাজ খানের প্রাক্তন স্ত্রী হলেও বলিউডে মালাইকা অরোরার পরিচিতির ব‍্যাপ্তি অনেকটাই বেশি। মডেল, অভিনেত্রী এবং বলিউডের একাধিক আইটেম গানের(item song) মুখ হিসেবে তার জনপ্রিয়তা অনেক বেশি। এমনকি চল্লিশ বছরের ওপরে বয়স হলেও মালাইকার সৌন্দর্য্য এখনও প্রতিযোগিতায় ফেলতে পারে যেকোন কমবয়সী অভিনে




Back to top button