Teachers Day 2021 : যে ৪ বলিউড সিনেমা শিক্ষক-ছাত্র সম্পর্কে এনেছে নতুন মাত্রা

আসছে শিক্ষক দিবস। জীবনে চলার পথে, বেড়ে ওঠার পথে যে সমস্ত মানুষগুলোর অবদান সব থেকে বেশি সেই গুরুজনদের বরণ করে নিতে তোড়জোড় চলছে গোটা দেশজুড়েই। একজন ছাত্রের জীবনে শিক্ষকের অবদান অনস্বীকার্য। ছাত্র-শিক্ষকের সম্পর্ক নিয়ে বরাবর সিনেমা হয়েছে বলিউডে। আসন্ন শিক্ষক দিবস উপলক্ষে , আসুন দেখে নেয়া যাক বলিউডের সেই কয়েকটা সিনেমা, যা এই শিক্ষক-ছাত্র সম্পর্কে একটা নতুন মাত্রা এনে দিয়েছে।

সুপার থার্টি

সিনেমা,শিক্ষক দিবস,বলিউড,অমিতাভ বচ্চন,Cinema,Bollywood,Amitabh Bacchan,Teachers Day,২০২১ শিক্ষক দিবস,বলিউড সিনেমা,সিনেমার খবর,বাংলা সিনেমা,শিক্ষক,শিক্ষক দিবস Hindi Cinema,Teachers in Hindi films

এই ছবিতে বিহারের গণিতবিদ আনন্দ কুমারের ভূমিকা মুখ্যচরিত্রে অভিনয় করেন হৃত্বিক রোশান। সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে বানানো এই সিনেমাটিতে হৃত্বিক রোশান সমাজের পিছিয়ে পরা সম্প্রদায়ের বাচ্চাদের আইআইটির জন্যে তৈরী করান। গোটা ছবি জুড়েই শিক্ষক আর ছাত্রের সম্পর্কের মাধুর্যটা কে ফুটিয়ে তোলেন পরিচালক। শিক্ষক দিবসের প্রাক্কালে এই ছবি অবশ্যই দেখতে পারেন।

হিচকি

সিনেমা,শিক্ষক দিবস,বলিউড,অমিতাভ বচ্চন,Cinema,Bollywood,Amitabh Bacchan,Teachers Day,২০২১ শিক্ষক দিবস,বলিউড সিনেমা,সিনেমার খবর,বাংলা সিনেমা,শিক্ষক,শিক্ষক দিবস Hindi Cinema,Teachers in Hindi films

মার্কিন মোটিভেশনাল স্পিকার ব্র্যাড কোহেনের জীবনী “ফ্রন্ট অফ দা ক্লাস” থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয় এই সিনেমাটি। রানী মুখার্জী অভিনীত ২০১৮ সালের সিনেমাটাটিতে দেখা যায় যে কিভাবে “টুরেটস সিনড্রোমে” আক্রান্ত এক শিক্ষিকার জীবনযুদ্ধের কথা বলা হয়েছে। তার এই দুর্বলতাকেই হাতিয়ার বানিয়ে কীভাবে এগোচ্ছে গোটা গল্প তাই সিনেমার মূল প্রতিপাদ্য।

ব্ল্যাক

সিনেমা,শিক্ষক দিবস,বলিউড,অমিতাভ বচ্চন,Cinema,Bollywood,Amitabh Bacchan,Teachers Day,২০২১ শিক্ষক দিবস,বলিউড সিনেমা,সিনেমার খবর,বাংলা সিনেমা,শিক্ষক,শিক্ষক দিবস Hindi Cinema,Teachers in Hindi films

সঞ্জয় লীলা বানসালি নির্দেশিত এবং রানী মুখার্জী আর অমিতাভ বচ্চন অভিনীত এই ২০০৫ এর সিনেমায় এক অভাবনীয় সম্পর্কের গল্প বলা হয়েছে। হেলেন কেলারের জীবন থেকে অনুপ্রাণিত রানী মুখার্জীর চরিত্রটি আদপে একজন মূক, বধির অন্ধ মেয়ের। এই সিনেমায় তাঁর শিক্ষকের ভূমিকায় অমিতাভ বচ্চনকে দেখা যায়। এই শিক্ষক-ছাত্রীর সম্পর্কের রসায়নই সিনেমার মূল প্রতিপাদ্য বিষয়।

তারে জামিন পার

সিনেমা,শিক্ষক দিবস,বলিউড,অমিতাভ বচ্চন,Cinema,Bollywood,Amitabh Bacchan,Teachers Day,২০২১ শিক্ষক দিবস,বলিউড সিনেমা,সিনেমার খবর,বাংলা সিনেমা,শিক্ষক,শিক্ষক দিবস Hindi Cinema,Teachers in Hindi films

এই সিনেমা দেখেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আমির খান অভিনীত এই সিনেমাটি ভারতীয় চলচ্চিত্র মহলে একসময় ব্যাপক সাড়া ফেলে। ডিস্লেক্সিয়াতে ভোগা এক ৮ বছরের বাচ্চা ছেলে, ঈশানের গল্প নিয়েই তৈরি ‘তারে জামিন পার’। রামচন্দ্র নিকুম্ভের চরিত্রে আমির খান ফুটিয়ে তুলেছেন একজন আদর্শ শিক্ষকের জীবন। এই শিক্ষকই দিনের শেষে সবরকমের প্রতিকূলতা কাটিয়ে নিজের ছাত্রকে জীবনের সঠিক মার্গ প্রদর্শন করেন। গল্পের বুনোট, শৈলী মুগ্ধ করে দর্শকদের।




Back to top button