হতে পারতেন আরও জনপ্রিয়! অজান্তেই বলিউডের এই ৫ সুপারহিট সিনেমা হাত ছাড়া করেছেন অক্ষয় কুমার
বর্তমানে বলিউডের (Bollywood) প্রথম সারির অভিনেতাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল অক্ষয় কুমার (Akshay Kumar)। ইন্ডাস্ট্রিতে তাঁর ফিট, পাংচুয়াল ও ডাউন-টু-আর্থ অভিনেতা নেই বললেই চলে। ৫৪ বছর বয়সী অক্ষয় নিজের কাজের প্রতি এতটাই একনিষ্ঠ যে এই বয়সে এসেও তিনি নিজের অ্যাকশন মুভির স্টান্টগুলোও একাই করেন।
সুদর্শন চেহারা, অসাধারণ ব্যক্তিত্ব থাকার পরেও সে নিজের কঠিন পরিশ্রম ও প্রতিভার জন্য বলিউড ইন্ডাস্ট্রিতে প্রশংসনীয়। ২৫ বছরের কর্মজীবনে অক্ষয় অসংখ্য ছবি ও অগুন্তি কাজ করেছেন। কিন্ত ব্যস্ততম কর্মসূচী, সময়ের অভাব, চিত্রনাট্য অপছন্দ ও নানান ব্যক্তিগত কারণে বলি-হলির বেশ অনেক ছবিই প্রত্যাখ্যান করেছেন ‘খিলাড়ি’। তবে তার মধ্যে সর্বাধিক চর্চিত ছবিগুলি হল :
১) বাজিগর (1993):
বলিউড সিনেমায় এক নতুন ধারার সিনেমার সূচনা করেছিল ১৯৯৩ সালের ‘বাজিগর’ সিনেমাটি। এই থ্রিলার ঘরানার সিনেমাটিতে নেতিবাচক চরিত্রে শাহরুখ খানের অভিনয় ভূয়সী প্রশংসিত হয়েছিল সমালোচকদের দ্বারা। এই ছবিটির জন্য পরিচালক আব্বাস মাস্তানি প্রথমে সালমান খান ও তিনি না করে দেওয়ার পর অক্ষয় কুমারকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্ত এই নেতিবাচক চরিত্রটি তার সদ্য প্রতিষ্ঠা পাওয়া কেরিয়ারে আঘাত আনতে পারে ভেবে এই সিনেমাটি ফিরিয়ে দিয়েছিলেন অক্ষয় কুমার। পরে অবশ্য তিনি আব্বাস মাস্তানির “আজনবী” সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন।
২) রেস (2008) :
আব্বাস মাস্তানি পরিচালিত, সইফ আলি খান অভিনীত ‘রেস’ একটি থ্রিলার ও কমার্শিয়াল ছবি হিসাবেই পরিচিত। সইফ এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করলেও আব্বাস মাস্তানি এই চরিত্রটির জন্য অক্ষয় কুমারকে চেয়েছিলেন। কিন্ত ব্যক্তিগত কারণে এই কাজটি তিনি করতে পারেননি। এই সিনেমাটি মোটামুটি হিট করলেও, অক্ষয় কুমার রাজি থাকলে যে এই সিনেমাটি অন্য মাত্রায় বক্স-অফিসে রেকর্ড করতো, সে ব্যাপারে অনেকেই নিশ্চিত ছিলেন।
৩) ক্যারেক্টার ঢিলা হ্যায়-রেড্ডি মুভি (2011) :
সালমান খান অভিনীত ‘রেড্ডি’ সিনেমায় সালমান ও জারিন খান অভিনীত একটি আইটেম নম্বর ছিল – ‘ক্যারেক্টার ঢিলা হ্যায়’। তবে এই গানটি মূলত চিত্রায়ন করা হয়েছিল অক্ষয় কুমারের ওপর, তার ছবি ‘খাট্টা মিঠা'(2010) -এর জন্য। কিন্ত কোনো অজানা কারণে এই গানটি ঐ সিনেমাতে ব্যবহার করতে দেননি অক্ষয় কুমার। তবে এই গানটি সেই সময়ে ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল।
৪) ভাগ মিলখা ভাগ (2013) :
মিলখা সিংয়ের জীবনীর ওপর তৈরী ‘ভাগ মিলখা ভাগ’ সিনেমাটিতে মুখ্য ভূমিকায় দেখা যায় ফারহান আখতারকে। কিন্ত পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরার প্রথম পছন্দ ফারহান ছিল না। এমনকি স্বয়ং মিলখা সিং-ও নিজের বায়োপিকে অক্ষয়কেই প্রধান চরিত্রটির জন্য আশা করেছিলেন। কিন্ত সেক্ষেত্রে চিত্রনাট্য খুব একটা মনপসন্দ না হওয়ায় অক্ষয় এই চরিত্রটি ফিরিয়ে দেন। কিন্ত পরবর্তীতে ফারহানের অভিনয়ে ইন্ডাস্ট্রি থেকে দর্শকমহল সবাই মুগ্ধ হয় এবং ছবিটি ব্লকবাস্টার হিট হয়।
৫) একটি হলিউড মুভি :
অনেকেই হয়তো জানেন না একবার অক্ষয় কুমারকে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (WWE) স্টুডিওগুলি ‘দ্য রক- ডোয়াইন জনসন’ সমন্বিত একটি সিনেমার জন্য যোগাযোগ করা হয়েছিল। কিন্ত অক্ষয় কুমার ব্যক্তিগতভাবে নিজের চরিত্রটি নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন না। তাই তিনি সেই সুযোগটিও প্রত্যাখ্যান করেন।
লিউডের দীর্ঘ ২৫ বছরের কর্মজীবনের অভিজ্ঞতাই নিশ্চয় ‘খিলাড়ি’ কে নিজের জন্য সঠিকটি বেছে নেয়ার শিক্ষা দিয়েছে। তবে তাঁর প্রত্যাখ্যাত সিনেমাগুলির মধ্যে অনেকগুলিই এমন আছে যেগুলিতে তিনি “হ্যাঁ” বললে সেটি বক্স অফিসের পাশাপাশি তাঁর কর্মজীবনেও নতুন রেকর্ড করত।