নিজের স্ত্রীকেই তিনবার বিয়ে করেছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান, রইল এমনই ৫টি অজানা তথ্য

“শাহরুখ খান (Shahrukh Khan) ” নামটা জানেন না বা শোনেননি, বিশ্বব্যাপী এরকম মানুষের সংখ্যা হাতে গোনা। মাত্র ৫০ টাকা সাথে নিয়ে অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাই শহরে আসা থেকে বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী অভিনেতা হওয়ার সংগ্রামের গল্পটা সিনেমার থেকে কোনও অংশে কম ছিল না। তাঁর এই  বিশ্বব্যাপী খ্যাতি, ভক্ত, সুনাম, সাফল্যের পিছনে আছে অজস্র সংগ্রাম, কঠিন পরিশ্রম, এমনকি একটা সময় মুম্বাইয়ে একটি ছোটো রেস্তোঁরাতেও কাজ করতেন আজকের “কিং খান”।

টেলিভিশন থেকে কাজ করা শুরু, তারপর একের পর এক ফ্লপ সিনেমা, অবশেষে প্রচুর নিষ্ঠা,অধ্যাবসায় আর পরিশ্রমের পর তিনি আজকের বলিউডের বাদশা। শাহরুখকে চেনেন না,এমন ব্যক্তি কম। তবে শাহরুখ সম্পর্কে সমস্ত তথ্য জানেন না এরকম অনেকেই আছেন। আসুন দেখা নেওয়া যাক, শাহরুখ সম্পর্কে পাঁচটি অজানা ও অবাক করা তথ্য (Unknown Facts)।

১. শাহরুখ খানের আসল নাম 

শাহরুখ খান,Shahrukh Khan,বলিউড  গসিপ,অজানা তথ্য,Unknown Facts,Shahrukh Khan Unknown Facts,Bollywood Gossip,Shahrukh Khan married Gouri Khan three times

শাহরুখ খানের আসল নাম “শাহরুখ খান” নয়, তাঁর আসল নাম ছিল আবদুল রাশিদ খান। ছোটোবেলায় শাহরুখ তাঁর নানীর সঙ্গেই থাকতেন এবং রাশিদ নামটিও ছিল তাঁর নানীর দেওয়া। পরবর্তী জীবনে তিনি তাঁর মা-বাবর কাছে ফিরে আসার পর তাঁর মা-বাবা তাঁর নাম পরিবর্তন করে রাখেন “শাহরুখ খান”

২. ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রবেশাধিকার ছিল না শাহরুখের 

২০১২ সালের ১৬ই মে-র ঘটনা, ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল ম্যাচ চলছিল কেকেআর আর মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যে। সেই সময় শাহরুখের সঙ্গে স্টেডিয়ামের সিক্যুউরিটির একটি বড় ঝামেলা হয়,যা হাতাহাতি পর্যন্ত পৌঁছে গেছিলো। এই ঘটনা স্টেডিয়াম কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর তারা পাঁচ বছরের জন্য শাহরুখের ওয়াংখেড়ের স্টেডিয়াম প্রবেশাধিকার কেড়ে নিয়েছিল।

৩. শাহরুখের জীবনের ফ্লপ সিনেমা 

শাহরুখ খান,Shahrukh Khan,বলিউড  গসিপ,অজানা তথ্য,Unknown Facts,Shahrukh Khan Unknown Facts,Bollywood Gossip,Shahrukh Khan married Gouri Khan three times

শাহরুখের কেরিয়ারে ব্লকবাস্টার হিট সিনেমার পাশাপাশি বেশ কিছু ফ্লপ সিনেমাও আছে, যা তুলনামূলক কম চর্চায় আসে। তাঁর জীবনের প্রথম ফ্লপ ছবি ছিল তাঁর অভিনীত দ্বিতীয় চলচ্চিত্রটি – “চমৎকার”(৪ঠা জুলাই,১৯৫২; আয় করেছিল-২.৭৫কোটি টাকা), এরপর একই বছরে মুক্তিপ্রাপ্ত “দিল আশনা হ্যায়” চলচ্চিত্রটিও ফ্লপ করেছিল,যার আয় হয়েছিল মাত্র ১.২০কোটি টাকা। রাজা চাচা, ওহ ডার্লিং, ইয়ে হ্যায় ইন্ডিয়া, ইংলিশ বাবু দেশি মেম, জামানা দিওয়ানা ইত্যাদিও তাঁর জীবনের ফ্লপ কিছু সিনেমা।

৪.শাহরুখ খান গৌরীকে তিনবার বিবাহ করেছেন 

শাহরুখ খান,Shahrukh Khan,বলিউড  গসিপ,অজানা তথ্য,Unknown Facts,Shahrukh Khan Unknown Facts,Bollywood Gossip,Shahrukh Khan married Gouri Khan three times

শুধু সিনেমার পর্দায় নয়, বাস্তব জীবনেও শাহরুখ খান অসাধারণ “প্রেমিক”। তিনি দিল্লীতে থাকাকালীন গৌরী খানের প্রেমে পড়েছিলেন এবং তাঁর সঙ্গে প্রথমবার কোর্ট ম্যারেজ করে বিবাহ করেন শাহরুখ। এরপর শাহরুখ খান মুসলিম এবং গৌরী পাঞ্জাবী হওয়ায় উভয় ধর্মকেই স্বীকৃতি দিয়ে দুই পদ্ধতিতেই বিবাহ সম্পন্ন করেছিলেন তাঁরা।

৫.গত ২৫ ধরে আজও “ডিডিএলজে” দেখানো হয় সিনেমা হলে 

শাহরুখ খানের জীবনের একটি অন্যতম সিনেমা হল “দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে”,এই সিনেমাটি একটি ঐতিহাসিক রেকর্ড তৈরী করেছে। এই চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল ১৯৯৫ সালে। মুম্বাইয়ের “মারাঠা মন্দির” নামে একটি প্রেক্ষাগৃহে এই সিনেমাটি এখনও প্রত্যেক দিন সকাল ১১:৩০ টায় প্রদর্শিত হচ্ছে গত ২৫ বছর ধরে।




Back to top button