একধাক্কায় পারিশ্রমিক বাড়ালেন ২৫ শতাংশ!আলী আব্বাস জাফরের নতুন ছবিতে শহীদের দাবি ৩৮কোটি

অবশেষে বহু প্রতীক্ষার অবসানের পর আগামী ১৪ই এপ্রিল বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘জার্সি’ । এটি একটি স্পোর্টস ড্রামা । দীর্ঘদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে এই সিনেমাটির জন্য শাহিদ কাপুরকে ( Shahid Kapoor ) বেশ পরিশ্রম করতে হয়েছে । ছবিতে বেশ রাফটাফ চরিত্রে দেখা যাবে শাহিদ কাপুরকে । তবে এখন জোর গুঞ্জন উঠেছে শাহিদ কাপুরর এই সিনেমাকে কেন্দ্র করেছে । শোনা যাচ্ছে এই ছবির জন্য তিনি পারিশ্রমিক নেবেন ৩১কোটি । বেশ বড় রকমের দর হাঁকছেন বলিউডের ( Bollywood )এই তাবড় অভিনেতা । অভিনয়ের ক্ষেত্রে শাহিদ কাপুর ( Shahid Kapoor ) বরাবরই তার পারদর্শিতা দেখিয়ে এসছেন । ইন্ডাস্ট্রির অন্দরমহল খবর অনুযায়ী ‘ কবীর সিং’ এর পর থেকেই শাহিদ কাপুরদর অনেকটাই বাড়িয়ে দিয়েছেন ।
আরও পড়ুন………………রুশ রাক্ষসে পরিণত হওয়া সত্ত্বেও কেন তাঁর বিপক্ষে যাচ্ছে না ভারত, রইল কারণ
‘জার্সি’ ( jersey ) তে তিনি যে পরিমাণ দর বাড়িয়েছেন সেটা নিয়ে গসিপ হলেও সিনেমা বিশারদেরা বলছেন তার অভিনয় দক্ষতা ও পারদর্শিতার কাছে এই পারিশ্রমিক তেমন কিছুই না । এখনও পর্যন্ত শেষের দিকে তিনি যে কটা ছবি করেছেন সবকটাই প্রায়ই ব্লকবাস্টার ও বক্স অফিসে নজরকাড়া সফলতা এনে দিয়েছে । পরিচালক ও দর্শকদেরও প্রত্যাশা অনেক বেশি এই অভিনেতার কাছ থেকে ।
আরও পড়ুন…………….Amitabh Bachchan : তবে কি সত্যিই অসুস্থ বিগ বি, চিন্তিত ভক্ত মহল
তবে সবথেকে বড় ব্যাপার হল , তিনি এখানেই থেমে থাকেননি । এক ধাক্কায় পারিশ্রমিকের অঙ্ক বাড়িয়েছেন ২৫শতাংশ । পরিচালক আলী আব্বাস জাফরের নতুন থ্রিলার ছবি যেখানে মুখ্য ভূমিকায় থাকবেন শাহিদ কাপুর ( Shahid Kapoor ) । তিনি এই ছবির জন্য পারিশ্রমিক নেবেন ৩৮কোটি টাকা । বিশাল এই পারিশ্রমিকের কথা বলিউডের অন্দরে সবার মুখে মুখে ঘুরছে । নেতিজেনরা বেশ উত্তেজিত নতুন এই ছবিকে নিয়ে । সবাই মুখিয়ে আছে শাহিদের দুর্দান্ত অভিনয় দেখা জন্য ।