“আমি ওগুলো পড়েও দেখি না…!” সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সামনে সপাট জবাব অপরাজিতার

অপরাজিতার নাচের রিলে কটাক্ষ! মুখের উপর জবাব দিলেন অভিনেত্রী

পূর্বাশা, হুগলি: নতুন ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনে ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘জল থই থই ভালোবাসাতে’ দেখা যাবে তাঁকে। ধারাবাহিকে এক ছটফটে প্রাণজ্জ্বল চরিত্রে নজর কাড়বেন অপরাজিতা। কেবল অনস্ক্রিন নয়, বাস্তব জীবনেও এতটাই প্রাণচ্ছল অভিনেত্রী। মাঝে মধ্যেই পোস্ট করেন রিলস ও ছবিগুচ্ছ।

Tollywood,Bengali Movie,Bengali Serial,Actress,Lifestyle,Aparajita Adhya,Social media

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এই সব রিলসের কমেন্টস সেকশনে একাধিক বিরূপ মন্তব্য শুনতে হয়েছে অভিনেত্রীকে। চেহারা নিয়েও শুনতে হয়েছে কটাক্ষ। কিন্তু এসবের ক্ষেত্রে অভিনেত্রীর সপাট জবাব তিনি এই ধরনের কমেন্টস পড়েও দ্যাখেন না। বরং ভাল টুকু নিয়েই থাকতে ভালোবাসেন তিনি। সোশ্যাল মিডিয়া ট্রোলিংকে বুড়ো আঙুল দেখিয়ে জীবন উপভোগ করতে চান অপরাজিতা আঢ্য।

Tollywood,Bengali Movie,Bengali Serial,Actress,Lifestyle,Aparajita Adhya,Social media

‘জল থৈ থৈ ভালোবাসা’ ধারাবাহিকের আগে ‘চিনি ২’ নিয়ে ব্যস্ত ছিলেন অপরাজিতা। মৈনাক ভৌমিক পরিচালিত এই সিনেমাতেও বয়স ছাপিয়ে জীবন উপভোগ করাতেই গুরুত্ব পেয়েছে তাঁর চরিত্রটি।
তাই ট্রোলারদের নিয়ে একটুও চিন্তিত না হয়ে কাজ
নিয়ে ভাবতে চান অভিনেত্রী অপরাজিতা।




Leave a Reply

Back to top button