১) অভিনেতা জিতু কমল ও অভিনেত্রী নবনীতা দাসের সম্পর্কের রসায়ন এখন তলানিতে। জোর গুঞ্জন চলছে দুজনের ডিভোর্স নিয়ে।
1/6
২) জিতু-নবনীতার সম্পর্কে ‘তৃতীয় ব্যক্তি’ এসেছে বলে উঠছে দাবি। অভিনেত্রী শ্রাবন্তীর পর আঙুল উঠছে কলকাতার নামকরা পোশাক ব্যবসায়ী স্নেহাল অধিকারীর দিকে।
2/6
৩) নবনীতার সাথে স্নেহালের ঘনিষ্ঠতা বাড়ছে বলে গুঞ্জন ছড়াচ্ছে। যদিও এসবে কান দিতে নারাজ অভিনেত্রী নবনীতা। কাজের পাশাপাশি নিত্য নতুন ছবি পোস্ট করে চমকে দিচ্ছেন তিনি।
3/6
৪) তেমনই সম্প্রতি নিজ সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে ফুল দিয়ে সাজানো খাটে বধু বেশে বসে রয়েছেন তিনি।
4/6
৫) দেখে বোঝা যায় এটি ‘ফুলসজ্জার’ দৃশ্যে তোলা ছবি। খুব সম্ভবত ‘বিয়ের ফুল’ ছবির সেট থেকে তোলা হয়েছে ছবিগুলি। ছবির ক্যাপশনে নবনীতা লিখেছেন, “জীবন নিখুঁত নয় তবে আমার শাড়ির কুঁচি সবসময় নিখুঁত।”
5/6
৬) আর এই পোস্ট দেখার পরই ধেয়ে এসেছে কমেন্টস ঝড়। অভিনেত্রীর হাসিমুখের ছবি দেখে প্রশংসাও করেছেন অনুরাগীরা।