অভিনয়ের আড়ালে দেহব্যবসাই ছিল পেশা, জেনে নিন অন্ধকার জগতের অভিনেত্রীদের নাম

তারকা জীবন মানেই আলো ঝলময় এই জগৎ। এখানে আছে উত্তেজিত শরীরী আন্দোলন,চোখ ধাঁধানো পোশাক,ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি,তারকাখ্যতি ইত্যাদি। এই জগতে এসে কেউ নিজেদের নানা রকম প্রলোভন থেকে বাঁচিয়ে চলে কেউ বা সেই প্রলোভনের (sex racket) ফাঁদে পা দিয়ে তলিয়ে যায় অন্ধকার জগতে। সম্প্রতি ভারতীয় অভিনেত্রীদের মধ্যেও অনেকই নাম জড়িয়েছেন এই অন্ধকার জগতের সাথে। ভারতীয় ইন্ডাস্ট্রির অনেকেরই দেহব্যবসায় জড়ানোর হদিশ পাওয়া গেছে। বহুবার তাদেরকে উপযুক্ত প্রমাণ সমেত আটকও করা হয়। জেনে নিন মধুচক্রে (sex racket) জড়িত সেই সমস্ত অভিনেত্রীদের নাম।
শ্বেতা প্রসাদ বসু
মধুচক্রে জড়িত তালিকায় সবার প্রথমেই যে নামটি উঠে আসে তিনি হলেন শ্বেতা প্রসাদ বসু। তিনি বেশ ভালো অভিনয় করেন। ভালো অভিনেত্রী হিসেবে তার বেশ নাম ডাক রয়েছে। ১১ বছর বয়সে বিশাল ভরদাজের ‘মাকড়ি’ সিনেমায় অভিনয় করে তিনি সেরা শিশুশিল্পীর খেতাব জিতে নিয়েছিলেন। এই অভিনেত্রীই পরবর্তীতে পুলিশের হাতে গ্রেপ্তার হয় মধুচক্রে (sex racket) জড়িত থাকার কারণে। ২০১৪ সালে শ্বেতাকে হায়দ্রাবাদের বাঞ্জারা হিলসের একটি হোটেল থেকে প্রমাণ সমেত গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে শ্বেতা এই অভিযোগটিকে সত্য বলে স্বীকার করে নেন।
আরও পড়ুন………UP Assembly Election : লখনউয়ের তখতে যোগী! ‘হাত’ ছাড়া প্রদেশে জোর টক্কর সপার
শার্লিন চোপড়া
সিনে জগতে এক বিতর্কিত নাম হল শার্লিন চোপড়া। ইনি বহুবার শিরোনামের শীর্ষে উঠে এসছেন। ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বিস’এ তিনি প্রতিযোগিতা করেছিলেন। এছাড়াও অনেক অনুষ্ঠানে তাকে সঞ্চালনা করতে দেখা যায়। পাশাপাশি তামিল,তেলেগু,বলিউড সিনেমাতেও তাকে কাজ করতে দেখা গেছে। তিনি জানিয়েছিলেন যে এক সময় পেটের দায়ে পতিতাবৃত্তি করতেন এই অভিনেত্রী।
ভুবনেশ্বরী
ভারতের দক্ষিনী সিনেমার এই অভিনেত্রীকে নিয়ে বিতর্কের শেষ নেই। তিনি তার ব্যক্তিগত জীবনের কারণে বহুবার সংবাদশীর্ষে উঠে এসেছেন। সিনেমার পাশাপাশি তাকে আমরা ধারাবাহিকেও দেখতে পেয়েছি। ২০০৯সালে সেক্স রেকেটে যুক্ত থাকার কারণে তাকে পুলিশ গ্রেপ্তার করেন। এই অভিনেত্রীকে এর আগেও বহুবার মধুচক্রে জড়িত থাকার কারণে আটক করা হয়। কানাঘুষোয় শোনা যায় যে রাজনীতিবিদদের সাথে হাত থাকায় তিনি বার বার ছাড়া পেয়ে যান।
আরও পড়ুন……বিশ্বকাপে বিশ্বরেকর্ডের সামনে ঝুলন, ৩৯ এ গোস্বামীর পাশাপাশি উজ্জ্বল পূজা ভাস্ত্রকার
সাইরা বানু
সাইরা বানুকে কে না চেনে। বহুবছর আগেও তার সেক্স রেকেটে যুক্ত থাকা নিয়ে মিডিয়ায় তোলপাড় শুরু হয়। ভারতের তেলেগু সিনেমার অভিনেত্রী সাইরা বানু। ২০১০সালের আগস্টে কুন্দনবাগ এলাকায় অভিযান চালিয়ে এই অভিনেত্রীকে গ্রেপ্তার করে হায়দ্রাবাদ পুলিশ। অভিযানে জ্যোতি নামের আরও একজন অভিনেত্রীও গ্রেপ্তার হন।
দিব্য শ্রী
তামিল ও তেলেগু সিনেমার জনপ্রিয় মুখ দিব্য শ্রী। ইনিও পতিতাবৃত্তির জন্য সংবাদের শীর্ষে আসেন। ২০১৪ সালে হওয়া সেক্স রেকেট অভিযানে ধরা পড়ে দিব্য শ্রী। এসময় অন্যদের সঙ্গে গ্রেপ্তার করা হয় অভিনেত্রীকে।