Katrina Vicky Wedding – বিয়ের পর গড়গড়িয়ে বলছেন পাঞ্জাবি, শাশুড়ির মন জিতে নিলেন ক্যাটরিনা

 রাখী পোদ্দার, কলকাতা : বিয়ে (wedding) যে শুধু দুটি মনের মিলন নয় পুরো পরিবারের মিলন এই কথাটার সাথে কম বেশি আমরা সকলেই পরিচিত। আর এই কথাটিই আরও একবার প্রমাণ হল ভিকি (Vicky) – ক্যাটের (kat) বিয়ের অনুষ্ঠানে। মা ব্রিটিশ, বাবা জন্মসূত্রে কাশ্মীরি হলেও জীবনের অনেকটা সময় কাটিয়েছেন বিদেশেই। ক্যাটের জন্ম হয় হংকংয়ে (Hong Kong) । এরপর বাবা মায়ের বিচ্ছেদের পর তিনি চলে আসেন ভারতে (India)। শুরু হয় বলিউডে (Bollywood) পথ চলা। বিদেশেই জন্ম এবং কর্ম হওয়ার দরুন তাঁর হিন্দি (Hindi) উচ্চারণ নিয়ে রীতিমতো নাজেহাল হতে হয় ফ্লিম মেকারদের (film maker)। এখনও পর্যন্ত ক্যাটরিনার হিন্দি উচ্চারণ স্পষ্ট নয়। লন্ডন বাসী (London) এই অভিনেত্রী এখনও ভাঙা ভাঙা হিন্দি বলেন। বেশকিছু ভক্তের কাছে এটা যেমন স্টাইল (style) তেমনি বেশকিছু ভক্ত আবার তা নিয়ে রীতিমতো অভিযোগ করেন। আর কবে স্পষ্ট ভাষায় হিন্দি বলতে পারবেন, সেই অপেক্ষাতেই রয়েছেন সকলে।

সম্প্রতি ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) এবং ভিকি কৌশল (vicky kaushal) তাঁদের ভালোবাসাকে স্বীকৃতি দিয়েছেন। রাজস্থানের সিক্স সেন্স ফোর্টে (Rajasthan six sense fort) গাঁটছড়া বাধেন তাঁরা। বিয়ের অনুষ্ঠানের একের পর এক ছবি (picture) শেয়ার (share) করছেন এই সেলেবরা। হলদি থেকে শুরু করে মেহেন্দি, কোনও কিছুতেই যেন কোনো ফাঁক নেই। রাজস্থানে বিয়ের আসর বলে কথা, ঠিক যেন গল্পের মতোন। আর এই বিয়ের আসরেই সবাইকে এক্কেবারে তাক লাগিয়ে দিলেন ক্যাটরিনা কাইফ। আপনি এখন নিশ্চয় ভাবছেন লন্ডনবাসী এই সুন্দরী অভিনেত্রী নিশ্চয়ই তাঁর বোল্ড লুক (bold look) দিয়ে সকলকে তাক লাগিয়েছে? তবে এক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা।

ক্যাটরিনা কাইফের পাঞ্জাবি ভাষা,বিয়ের অনুষ্ঠানে কোন ভাষায় কথা বললেন ক্যাটরিনা,কি বললেন ভিকি কৌশলের বোন উপাসনা বোরহা,সত্যিই কি ক্যাটরিনা কাইফ নিজের বিয়েতে পাঞ্জাবি ভাষায় কথা বলেছেন,Katrina Kaif's Punjabi language,What language did Katrina speak at the wedding,What did Vicky Kaushal's sister Upasana Borha say,Did Katrina Kaif really speak Punjabi at her wedding,Katrina Kaif speaking Punjabi after marriage

ক্যাটরিনা কাইফের বোল্ড লুক তো আছেই তার সাথে সাথে সকলের নজর কেড়েছে লন্ডন বাসী এই অভিনেত্রীর মুখে পাঞ্জাবি ভাষা (punjabi language)। কি! শুনে অবাক লাগছে তো? সম্প্রতি ভিকি কৌশলের বোন (sister) উপাসনা বোহরা (Upasana Bohra) বলেন, বিয়ের অনুষ্ঠানের তিন দিনে তাঁদের পরিবারের সঙ্গে পুরোপুরি মিশে গিয়েছেন ক্যাটরিনা। টানা পুরোপুরি পঞ্জাবিতে (punjabi) কথা বলার পাশাপাশি প্রত্যেকের নাম আলাদা করে মনে রেখে হইচই করেছেন সকলের সঙ্গে।

এই খবর সামনে আসা মাত্রই ক্যাট ভক্তদের একটা সিনেমার (cinema) কথা মনে পড়ে যায় আর সেটাই স্বাভাবিক। আর সেটা হলো যব তাক হ্যায় জান (jab tak hai jaan)। এই ছবিতেও দেখা গিয়েছিল ক্যাটরিনাকে শাহরুখ খানের (shahrukh khan) থেকে পাঞ্জাবি গান শিখতে। কারণ সামনে ছিল তাঁর বাবার জন্মদিন (birthday)। আর তিনি চেয়েছিলেন সেই দিনকে তাকে পাঞ্জাবি ভাষায় গান গেয়ে মনের মত একটা উপহার (gift) দিতে। আর ঠিক সেই পন্থাতেই এবার ভিকি কৌশল ও তার পরিবারকে মুগ্ধ করলেন ক্যাটরিনা কাইফ।




Back to top button