প্রেমে মাতোয়ারা বলিউডের মোস্ট কিউট জুটি,হাতে হাত রণবীর আলিয়ার

প্রেমের প্রসঙ্গ এলেই রণবীর ও আলিয়ার ( Alia Bhatt and Ranbir Kapoor ) কথা আসবে না এমনটা নয়। প্রেম ও হট গসিপে সর্বদাই প্রথমের সারিতে রয়েছেন এই জুটি। বেশ অনেক দিন ধরেই প্রেম করছেন এই জুটি। বিভিন্ন সময় তাদের ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গিয়েছে। কখনও রেস্তোরাতে আবার কখনও দূরে কোথাও ভেকেশনে। বলিউডের ( Bollywood ) সবথেকে পাওয়ারফুল কাপল হিসেবেও এদের নাম উঠে আসছে। সম্প্রতি বহুদিন পর আলিয়া ও রণবীরকে ( Alia Bhatt and Ranbir Kapoor )দেখা গেছে একটি ক্যাফে থেকে বেরোতে। তাদের এই গোপন ডেটের ছবি ধরা পড়েছে পাপ্পারাৎজিদের ক্যামেরায়। দেখা যাচ্ছে কেয়ারিং রণবীর কাপুর আলিয়াকে নিয়ে ক্যাফে থেকে বেরিয়ে গাড়িতে উঠছেন। আর এই মুহূর্ত ঠিক ছবি শিকারিদের হাতে চলে আসে।

আরও পড়ুন…..UP ASSEMBLY ELECTIONS 2022: গেরুয়া ঝড়ে বিদ্ধস্ত অখিলেশের সাইকেল! বিজেপি এগিয়ে ২৫৯ টি আসনে

ইন্ডাস্ট্রিতে বহুদিন ধরেই প্রেম করছেন রণবীর আলিয়া ( Alia Bhatt and Ranbir Kapoor )। অনেকদিন তাদের প্রেম গোপনে থাকার পর প্রকাশ্যে আসে অনেক পরে। একসময় বহু প্রেমিকার মনভেঙ্গেছেন রণবীর কাপুর। বলিউডের প্লে বয় নামে পরিচিত রণবীরকেই এখন ডেট করছেন মোস্ট কিউট গার্ল আলিয়া। তবে এবারের সম্পর্কের প্রতি রণবীর বেশ কমিটেড মনে হচ্ছে বলে জানাচ্ছেন নেটিজেনরা। রণবীর ও আলিয়া নিজেরাই বহুবার বিয়ে করার কথা প্রকাশ্যে বলেছনে। এছাড়াও আলিয়া নিজেও বহুবার মন্তব্য করেন তার ছোটবেলার ক্রাশ রণবীরকে পেয়ে তিনি খুবই খুশি এবং খুব শীঘ্রই তারা বিয়ে করতে চলেছেন। রণবীর নিজেও গাঁটছড়া বাঁধার কথা প্রকাশ্যে বলেন।

Alia Bhatt and Ranbir Kapoor

আরও পড়ুন………সাফল্যের শীর্ষ স্থান থেকে এক ধাক্কায় নিচে পড়ে যান সুস্মিতা সেন, রইল কারণ

প্রসঙ্গত এই দুই তারকাই এখন চরম ব্যস্ততার মধ্যে দিয়েই যাচ্ছেন। তাদের হাতে অনেকগুলো নতুন প্রজেক্টের কাজ ইতিমধ্যেই রয়েছে। এছাড়াও সম্প্রতি আলিয়ার মুক্তিপ্রাপ্ত ছবি ‘গাঙ্গুবাঈ’ মুক্তির পর থেকেই আলিয়ার জনপ্রিয়তা শীর্ষে পৌঁছে গেছে। কারণ ‘গাঙ্গুবাই’এ আলিয়ার অভিনয় দর্শকদের নজর ও মন উভয়ই কেড়েছে। নিজের অভিনয় দক্ষতার জেরে আলিয়া এখন বলিউডের সবথেকে ওয়ান্টেড অভিনেত্রীর জায়গায় পৌঁছে যাচ্ছেন। ‘গাঙ্গুবাঈ’ শেষ হতে না হতেই তিনি ইতিমধ্যেই ‘আরআরআর’ এর প্রচারের কাজে নেমে পড়েছেন। অন্যদিকে হার্টথ্রব রণবীরের হাতেও রয়েছে বেশ কিছু কাজ।অবশ্য তিনি এখন ব্যস্ত আছেন ‘ব্রক্ষ্মাস্ত্র’র প্রচার নিয়ে। বছর শেষে তাদের সানাই বাজার কথা শোনা গেলেও এখন অপেক্ষা আদৌ কবে এই জুটি গাঁটছড়া বাঁধছেন।




Leave a Reply

Back to top button