বলিউডের গডফাদার করণ জোহর, এক সময় আলিয়ার ভবিষ্যৎ দেখেছিলেন বনলিউডের নামী পরিচালক

প্রিয়া ধর, কলকাতাঃ বলিউডে অল্প বয়সে সাফল্য অর্জন করেছে এমন তরুণ অভিনেত্রীদের মধ্যে একজন হলেন অভিনেত্রী আলিয়া ভাট ( Alia Bhatt )। অনেক অল্প বয়সে বলিউডে আসেন এই অষ্টাদশী সুন্দরী। পরিচালককে করণ জোহরকে ( Karan Johar ) আলিয়ার গড ফাদার বলে বিবেচনা করা হয়। করণের হাত ধরেই বলিউডে যাত্রা করেন অভিনেত্রী আলিয়া। অভিনেত্রী হিসেবে বরাবরের মতই নিজের জাত চিনিয়ে এসছে তরুণ অভিনেত্রী। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এর হাত ধরেই বলিউডে অভিষেক। এরপর আর পেছনে তাকাতে হয়নি।
আলিয়া যে একজন গুণী ও রূপসী অভিনেত্রী সেটা কথায় নয় কাজেই বার বার প্রমাণ করেছেন তিনি। পরিচালক করণ জোহর একবার এক সাক্ষাৎকারে আলিয়ার প্রসঙ্গে বলতে গিয়ে জানান, আলিয়ার মধ্যে অভিনয় গুণ সহজাতভাবে রয়েছে। আলিয়াকে প্রথম দর্শনেই করণ নাকি করণ তাকে অভিনয়ের প্রস্তাব দেন। শুধু তাই নয়, আলিয়ার প্রথম ছবিতে অভিনেত্রীর অভিনয় দেখে করণ ভবিষ্যৎবানী করেন আলিয়া নাকি বলিউডে রাজত্ব করবে। করণের কথা অবশ্য মিথ্যে হয়নি।

আরও পড়ুন………ভিনেক সিকোয়েন্স জাম্পশ্যুটে স্পষ্ট সুগভীর ক্লিভেজ! কিয়ারা আডভানির হট লুকে বেসামাল নেটবাসী
সম্প্রতি আলিয়া অভিনীত ‘গাঙ্গুবাঈ’ বলিউড বক্সঅফিসে চূড়ান্ত সাফল্য এনেছে। বিরাট অঙ্কের ব্যবসায়িক সাফল্য অর্জন করেছে সঞ্জয় লীলা বনসালীর ‘গাঙ্গুবাঈ’ ( Gangubai Kathiawadi )। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছে আলিয়া। আলিয়ার সংলাপ থেকে পোশাক সবই দীর্ঘদিন ভাইরালের শীর্ষে ছিল।
পরিচালক করণ জোহর আলিয়ার এই সাফল্যে খুবই উচ্ছ্বাসিত হয়ে ছিলেন। আলিয়াকে সামাজিক মাধ্যমে শুভেচ্ছাও জানান। আলিয়ার আগামী কাজের সফলতাও কামনা করেন পরিচালক করণ জোহর। করণ অনেকবার ইঙ্গিত দিয়েছে চলতি বছরে আলিয়ার সঙ্গে কাজের পরিকল্পনা রয়েছে। সময় ও সুযোগ হলে অফিসিয়াল কাজ সেরে ফেলা হবে।
আরও পড়ুন…………রুপোলী পর্দার ‘রুদ্রদা’ নয় মন মজেছে অন্যখানে, প্রেম নিয়ে অকপট স্বীকারোক্তি অভিনেত্রী অর্কজার
প্রসঙ্গত সামনেই আসতে চলেছে বলিউডের ব্যস্ততম অভিনেত্রীর নতুন ছবি ‘ব্রক্ষ্মাস্ত্র’ ( Ayan Mukerji-brahmastra )। ইতিমধ্যেই জোর কদমে ছবির প্রচার সেরে ফেলছেন অভিনেত্রী। অনুরাগীদের মধ্যে উত্তেজনার কমতি নেই কারণ এই ছবির হাত ধরেই প্রথমবার পর্দায় আসতে চলেছেন রণবীর ( Ranbir Kapoor ) ও আলিয়া। পর্দায় কেমন জমবে তাদের দর্শক এখন সেই অপেক্ষায়।