ভয়ঙ্কর সংকটে আমির কন্যা! নেটপাড়ায় অঘটনের ইঙ্গিত দিলেন ইরা খান নিজেই

মন্টি শীল, কলকাতা : বলিউডের জনপ্রিয় অভিনেতা মিস্টার পারফেকশনইস্ট ওরফে আমির খান সবসময়েই নিজের কার্যকলাপের জন্য লাইমলাইটের নীচে থাকেন। বলিউডের এই প্রফেক্সনইস্ যেকোনও কাজ খুব নিখুঁতভাবে করতে ভালোবাসে। সম্প্রতি কিছু দিন আগে অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে বিয়ে করাকে কেন্দ্র করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন অভিনেতা। সেই সব কেটে যাওয়ার পর ফের একবার আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছেন আমির। কিন্তু এইবার বিয়ে নয়, এবার বিষয় হল আমির কন্যা ইরা খান। জানা গিয়েছে, আমির কন্যা ইরা খান এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন।
আমির কন্যা এখনও পর্যন্ত বলিউডের স্পট লাইটের নীচে না এলেও, সোশ্যাল মিডিয়ার একাধিক ভাইরাল পোস্ট এবং বৈচিত্র্যময় জীবনযাত্রার জন্য বেশ জনপ্রিয়। যদিও সেটা হতে পারে মা-বাবার বিবাহ বিচ্ছেদ বা অন্য কোনও বিষয়, সবসময় এক সাহসী মেজাজে দেখা গিয়েছে আমির কন্যাকে। কিন্তু সম্প্রতি ইরা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন এবং তার ক্যাপশনে বর্তমান পরিস্থিতি সম্পর্কে বর্ণনা করে বলেছেন, যে তিনি বর্তমানে ‘Anxiety attack’ এ ভুগছেন। এছাড়াও এদিনের পোস্টে একাধিক মতামত নিয়ে প্রকাশ করতে দেখা যায় তাকে।
আরও পড়ুন ….IPL এর গ্যালারিতে বসা এই সুন্দরীদের দেখে প্রেমে পড়বেন আপনিও, জেনে নিন রূপসীদের পরিচয়
আরও পড়ুন ….রেখার প্রেমে মত্ত ছিলেন অমিতাভ, ইরানি ডান্সারের জন্য চড় মেরেছিলেন রেখাকে
তিনি বলেছেন, ‘আমি বর্তমানে Anxiety attack -এ ভুগতে শুরু করেছি। একাধিক সময়ে আমি উদ্বেগজনক পরিস্থিতি উপস্থিত হচ্ছি, আবার কখনো কখনো অবসন্ন হয়ে কান্নায় ভেঙ্গে পড়ছি।‘ ওই পোস্টে আমির কন্যা বলেন, তার সঙ্গে আগে কোনও দিন এই জিনিস ঘটেনি। যার ফলে তিনি জানেন না প্যানিক অ্যাটাক আসলে কি? আমির কন্যা ইরার দাবি, এই অসুস্থ টির মূল লক্ষণ হল শ্বাস ফোলা, অবসন্ন হয়ে পড়া, কান্নায় ভেঙ্গে পড়া। তবে তিনি বলেন, এই সমস্যা গুলি কমে না বরং ধীরে ধীরে বেড়ে চলে।
View this post on Instagram
আরও পড়ুন ….ছবির দৃশ্য ঘুম কাড়বে আপনার! রইল ভারতীয় চলচিত্রের তাক লাগানো ছবির তালিকা
অসুখ সম্পর্কে ইরার বক্তব্য, ‘তিনি খুব মুশকিল সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছেন। যদিও ইতিমধ্যেই তিনি একজন বিশিষ্ট থেরাপিস্ট এর থেকে পরামর্শ নিয়েছেন। থেরাপিস্ট এর বক্তব্য, যদি ভবিষ্যতে তার এই অসুখ প্রতিনিয়ত হতে থাকে তাহলে খুব দ্রুত কোনও মনোচিকিৎসকের থেকে পরামর্শ নিতে হবে। ’ সোশ্যাল মিডিয়ার ওই পোস্টে আমির কন্যা ইরা তার অসুস্থতার সঙ্গে সঙ্গে তাঁর বয়ফ্রেন্ডের কথাও উল্লেখ করেছেন। পোস্টে তিনি বলেছেন, ‘ইরা তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলে কিছুক্ষণের জন্য হলেও ভালো থাকতে পারি। যদিও সেই ভালো থাকাটা দীর্ঘস্থায়ী হচ্ছে না।’