Anushka Alia – ছবির পর্দায় ধর্ষণ! রইল অনুষ্কা শর্মা থেকে আলিয়া ভাটেরর মুখে শুটিংয়ের অভিজ্ঞতা

বলিউড (Bollywood) থেকে টলিউড (Tollywood) অনেক সিনেমাতেই ধর্ষণের দৃশ্য (Rape Scene) দেখানো হয়ে থাকে, যেই দৃশ্য অস্বস্তিতে (Hesitation) ফেলে দর্শকদেরও(Audience)। কিন্তু কেউ কি ভেবে দেখেছেন যে সেই দৃশ্যে অভিনয় করাটা কতটা অস্বস্তিকর হয় অভিনেতা-অভিনেত্রীদের জন্য। বলিউডের এমনই দুই প্রথম সারির অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) ও আলিয়া ভাট (Alia Bhatt) তাদের সাক্ষাৎকারে (Interviews) জানিয়েছেন সিনেমায় ধর্ষণের দৃশ্যে অভিনয় (Shooting) করার সময় তাদের অভিজ্ঞতার (Experience) কাহিনী।
১) অনুষ্কা শর্মা (Anushka Sharma) – এনএইচ টেন (NH 10)
এনএইচ টেন (২০১৫) সিনেমায় শ্যুটিং করার সময় এমন একটি ধর্ষণের দৃশ্যে অভিনয় করতে হয়েছিল অনুষ্কা শর্মাকে। তিনি বলেছিলেন, এই দৃশ্যে অভিনয় করতে বিষন্নতার মুখোমুখি হতে হয়েছিল তাকে। একটি সাক্ষাৎকারে এই দৃশ্যের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ” যখন আমি দৃশ্যে অভিনয় করছিলাম, তখন আমি খুব বিষন্ন ছিলাম। কিন্তু এনএইচ টেন (NH 10)-এর মতন সিনেমায় অভিনয় করার সময় আপনাকে নিজেকে অনেক বাস্তবসম্মত (Practical) রাখা উচিত, যেখানে আপনি জানেনই না ক্যামেরা (Camera) কোথায় লাগানো আছে। দৃশ্যটি করার সময় আমি সাবলীল (Easy) থাকলেও পরের দুদিন আমি প্রচন্ড আবেগপ্রবণ (Emotional) হয়ে পড়েছিলাম। ঘুসি,লাথি,মারপিট… এই সমস্ত কিছু আমি এর আগে শুধুমাত্র সংবাদপত্রেই (Newspaper)পড়েছি। সামনাসামনি এতকিছুর সংস্পর্শে আমি কখনোই আসিনি। এই ধরনের দৃশ্যে অভিনয় করাটাও যথেষ্ট বেদনাদায়ক (Painful)।”
২) আলিয়া ভাট (Alia Bhatt) – উড়তা পাঞ্জাব (Udta Punjab)
পরিচালক অভিষেক চৌবের (Abhishek Chaubey) পরিচালিত ‘উড়তা পাঞ্জাব’ (২০১৬) -এ একটি গণধর্ষণের (Gang Raped) দৃশ্যে অভিনয় করতে হয়েছিল অভিনেত্রী আলিয়া ভাটকে (Alia Bhatt)। এই দৃশ্যে অভিনয় করার অভিজ্ঞতা (Experience) সম্পর্কে আলিয়া সংবাদমাধ্যমে বলেছিলেন, ” মূলত প্রযুক্তিগতভাবে (technically) বলতে গেলে এই দৃশ্যটি কখনোই গ্রাফিক্স (Graphics) ছিল না। আমার এখনও স্পষ্ট মনে আছে এই ধর্ষণের দৃশ্যটিতে অভিনয় করার সময় পেশাদার (Professional) থাকতে হয়েছিল। ‘হ্যাঁ তুমি এখানে যাবে, তারপর এটা হবে, তারপর আমরা এটা করবো, তারপর তুমি চিৎকার করবে এবং …’ সেই মুহূর্তের অভিব্যক্তি (Expression) ‘হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি। কারণ এটা তো অভিনয় করছি।’ কিন্ত ভিতর ভিতর মনে হয় যে আমি এক্ষুনি এই দৃশ্যটি শেষ করতে চাইছি। আমি চাই এক্ষুনি সব শেষ হয়ে যাক।”