সলমনের উদ্যোগেই কি পরকীয়ায় নামেন মালাইকা? আরবাজের বিয়ের আগে শোরগোল বি-টাউনে

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি খবরের শিরোনামে রয়েছে বলিউড। সেটা হতে পারে জনপ্রিয় সিনেমার জন্য আবার কখনও তারকাদের ব্যক্তিগত জীবন নিয়েও। তবে ইদানিং কালে বি-টাউনের দেওয়ালে কান রাখলে শোনা যাচ্ছে ভাইজান সম্পর্কিত নানা রকমের বিতর্ক। সেটা কখনও নতুন বান্ধবীর সঙ্গে আবার কখনও বিয়ের পিড়িতে বসা নিয়ে। কিন্তু এইবার সোশ্যাল মিডিয়াতে যে তথ্য প্রকাশ্যে এল তাতে চোখ কপালে উঠবে আপনারও। জানা গিয়েছে, বলিউড অভিনেতা আরবাজ খান ও অভিনেত্রী মালাইকা অরোরার বিবাহ বিচ্ছেদের একমাত্র কারণ বলিউডের ভাইজান ওরফে অভিনেতা সালমান খান।
জানা গিয়েছে, একটা সময় বলিউডের জনপ্রিয় পরিচালক তথা প্রযোজক বনি কাপুর তার ছেলে অর্জুন কাপুর কে অভিনেতা বানানোর লক্ষ্যে সালমান খান এর কাছে পাঠিয়েছিলেন। তারপর থেকে প্রতিনিয়ত আশা যাওয়া শুরু হয়েছিল গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট অর্থাৎ সালমানের বাসভবনে। এমনকি সেখানে রাত্রি বাসও করছিলেন তিনি। পরিচালক তথা প্রযোজক এর মূল লক্ষ্য ছিল, যে তার ছেলে অর্থাৎ অর্জুন ঠিকঠাক মতো বলিউড ডেবিউ এর জন্য তৈরী হয়ে ওঠে তার জন্যই সালমানের কাছে পাঠানো।
আরও পড়ুন ….“বলিউডকেও পেরিয়ে গেছে দক্ষিণী সিনেমা”, মহেশ বাবু’র বিস্ফোরক মন্তব্যে শোরগোল বি-টাউনে
আরও পড়ুন ….পথ আটকে রিল, প্রকাশ্যে ধূমপান! গ্রেফতার উত্তরপ্রদেশের সলমন খান
কিন্তু বলিউডের নামজাদা প্রযোজকের এই সিদ্ধান্ত যে সম্পূর্ণ রূপে ভূল ছিল তা কিছু দিনের মধ্যেই পরিস্কার করে দিয়েছিলেন অর্জুন। সালমানের বাসভবনে আসা যাওয়ার কিছু দিনের মধ্যেই এক গভীর প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন সালমানের বোন অর্পিতা এবং অর্জুন। বেশ কিছু দিন চলতে থাকে তাদের মধ্যে এই সম্পর্ক। এরই মধ্যে বলিউড ডেবিউ করে ফেলেন অর্জুন। বলিউডের এই অভিনেতা ইসকজাদে থেকে অভিনয় জগতে প্রবেশ করেছেন। যদিও অর্জুন ও অর্পিতার এই সম্পর্ক বেশীদিনের জন্য স্থায়ী করলনা।
আরও পড়ুন ….শাহরুখ থেকে রণবীর! কাজের বিনিময়ে যৌনলালসার শিকার হতে হয়েছিল এই বলি হিরোদের
সালমানের ভয়ে তাদের দুজনের সম্পর্কে ইতি ঘটে। কিন্তু তার মধ্যে থেকে এক নতুন লাভ রিলেশনসিপ এর সূচনা ঘটে। শুরু হয় অর্জুন ও মালাইকার বহুল আলোচিত ভালোবাসার সম্পর্ক। শোনা যায়, অর্জুন এর থেকে অভিনেত্রী মালাইকা বয়সে অনেক বড়। সালমানের অগোচরে দুজনের এই সম্পর্ক গভীরতা ধারন করতে থাকে। তবে একটা সময় অর্জুন এর বাবা বনি কাপুর ও সালমান দুজনেই এই সম্পর্কে আপত্তি জানালেও পিছু হটতে পারেননি দুজনে। শেষমেষ আরবাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে অর্জুনের সঙ্গে সম্পর্কে লিপ্ত হন মালাইকা। যদিও এই তথ্য বহিঃপ্রকাশ হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল এই দুই তারকাকে। কিন্তু তারা তাতে কর্ণপাত না করে তাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যান।