‘ইয়ারো দোস্তি’, চোখে জল নিয়ে KK-কে শ্রদ্ধা জানিয়ে লাইভ অনুষ্ঠানের মঞ্চে গান ধরলেন অরিজিৎ

অনীশ দে, কলকাতা: জনপ্রিয় গায়ক কেকের (KK) মৃত্যুর পর স্তব্ধ গোটা বলিউড। কেউ তার স্বাস্থ্যকে দুষছে, কেউ বা দোষ দিচ্ছে ব্যবস্থাপনার। অনেকে আবার এইসব থেকে দূরে নিজের মত করে কেকের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। তেমনই পথ বেছে নিয়েছেন গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। অরিজিৎ এবং কেকের (KK) সুগভীর সম্পর্কের কথা কে না জানে। সেই সম্পর্কের স্মৃতি উস্কে কেকের উদ্দেশ্যে একটি গান করলেন অরিজিৎ। সম্প্রতি কানাডায় তার একটি কনসার্টে অরিজিৎ এই গান গেয়েছেন।

arijit kk 2

কেকের বিখ্যাত ‘ইয়ারো দোস্তি’ গানটি গেয়েছেন অরিজিৎ সিং (Arijit Singh)। এই গানটি গাওয়ার সময় তিনি বলেন, ‘কেকে আমার জীবনের অংশ ছিলেন। আমি যখন গুরুকুলে একজন প্রতিযোগী ছিলাম তখন বিচারক ছিলেন কেকে। আজ এই গানটা গাইতে খুবই কষ্ট হচ্ছে।’ পিয়ানোতে সুরের ঝড় তুলে যখন গানটি ধরলেন অরিজিৎ (Arijit Singh), দর্শকদের উন্মাদনা চোখে পড়ার মত ছিল। কেকে এবং অরিজিৎ (Arijit Singh) একে অপরকে আগে থেকেই চিনতেন।

arijit kk

এমনকি সুরকার প্রীতমের হয়ে এই দুই গায়কই সবচেয়ে বেশি গান করেছেন। রিয়ালিটি শো ফেম গুরুকুলে যখন ছোট্ট অরিজিৎ (Arijit Singh) প্রতিযোগী ছিলেন সেই সময় বিচারকের আসনে ছিলেন কৃষ্ণ কুমার কুন্নত ওরফে কেকে (KK)। ফেম গুরুকুলের প্রতিযোগিতা থেকে যখন অরিজিৎ (Arijit Singh) বাদ যান তখন কেকে বলেছিলেন, বাইরে একটা বড় মঞ্চ অপেক্ষায় রয়েছে।

এরপরে কেটে গিয়েছে বহু বছর। এখন অরিজিৎ সিং (Arijit Singh) ভারতবর্ষের প্রথম সারির গায়ক। তার গান মুগ্ধ করেছে আট থেকে আশি সকলকে। রবীন্দ্রসঙ্গীত হোক কিংবা আধুনিক প্লেব্যাক সবেতেই তিনি ফার্স্ট বয়। কয়েকদিন আগেই নিজের এলাকার স্কুলের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছেন তিনি। নিজের ছেলেকে ভর্তি করেছেন মুর্শিদাবাদের সরকারি স্কুলে। অন্যদিকে গায়ক কেকে কয়েকদিন আগেই আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তবে রয়ে গিয়েছে তার যুগান্তকারী সমস্ত গান। কেকের মৃত্যুর পর নানা বিতর্ক উঠলেও অরিজিৎ সেই বিষয়ে কোনও মন্তব্য করেননি।




Leave a Reply

Back to top button