লোকে কূটকাচালি, সাংসারিক অশান্তি ভালোবাসে! ফের পারিবারিক টানাপোড়েন নিয়েই পর্দায় ফিরছেন ঋষি কৌশিক

অহেলিকা দও, কলকাতা : বহুবছর পর আবারও টিভির পর্দায় দেখা যাবে নায়ক ঋষি কৌশিককে ( Rishi Kaushik )। একটা সময় বাংলা সিরিয়ালের সবথেকে জনপ্রিয় নায়কদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। বহু সিরিয়াল ( Bengali Serial ) তিনি দর্শকদের উপহার দিয়েছিলেন। যেগুলো আজও সমান ভাবে চর্চিত। তবে তাঁর জনপ্রিয়তা এখনও কমে যায়নি। তবে এবার কামব্যাক জি বাংলা বা স্টার জলসা থেকে নয় কালার্স বাংলার ‘সোনা রোদের গান’ সিরিয়াল ( Bengali Serial ) দিয়ে পায়েল দে এর সঙ্গে টিভির পর্দায় আসতে চলেছেন তিনি।

bengali serial
Bengali Serial

স্টার জলসার একখানে আকাশ নীলের উজান চ্যাটার্জী, ইষ্টি কুটুমে অর্চিস্মান মুখোপাধ্যায় চরিত্রে অভিনয় করার জন্য ঋষি কৌশিক সুপরিচিত। বারংবার তিনি সাংসারিক সিরিয়ালই ( Bengali Serial ) করতেন। শহরের ছেলের সঙ্গে গ্রামের মেয়ের বিয়ে, নায়কের দুই স্ত্রী এমন ধরনের গল্পের জন‍্য ট্রোলও হয়েছেন তিনি। কিন্তু নিন্দাটা তাঁর জনপ্রিয়তার কাছে হার মানে। ওয়েব সিরিজের যুগে টিভি সিরিয়ালের ভবিষ‍্যৎ নিয়ে সম্প্রতি নিজের মতামত প্রকাশ করেছেন ঋষি।

bengali serial

এক ডিজিটাল মাধ্যমের সাক্ষাতকারে তিনি বলেন, “যে প্রজন্ম সিরিয়ালের ( Bengali Serial ) মুল দর্শক তারা কিন্তু ওটিটি প্ল‍্যাটফর্ম বা ওয়েব সিরিজ নিয়ে অতটা স্বচ্ছন্দ নয়। ওয়েব সিরিজের যতই রমরমা বাড়ুক না কেন, এই প্রজন্মটা টিভিতেই আটকে থাকবেন। ওয়েব সিরিজগুলি একটা নির্দিষ্ট সময় বা পর্বের পর শেষ হয়ে যায়। কিন্তু সিরিয়ালগুলির সেরকম কোনো বাধ‍্যবাধকতা নেই। তবে হ‍্যাঁ, পরবর্তী প্রজন্মের উপরে যখন ফোকাসটা পড়বে তখন হয়তো টিভিতেও বদল আনা হবে।”

আরও পড়ুন…সুরমণ্ডলেই খুঁজে পেল ‘পিলু’ তার পিতৃপরিচয়! চাঞ্চল‍্যকর প্রোমো দেখে অস্থির দর্শককুল

সংসারের বিবাদ কূটকাচালি সিরিয়াল নিয়ে বিতর্ক হয়েছে অনেকবার। এই কথায় ঋষি কৌশিকের বক্তব্য, “দর্শক সাংসারিক জটিলতার গল্প দেখতে ভালবাসেন বলেই এই ধরনের কনটেন্ট বেশি রাখা হয়। টিআরপি উঠছে বলেই এই একই ধরনের গল্প নিয়ে একের পর এক সিরিয়াল আসছে। কিন্তু একটু ভিন্ন ধরনের গল্প দিলে অনেক দর্শকই আর দেখবেন না। এমন উদাহরণ অনেক রয়েছে।”

আরও পড়ুন…প্রথম ম্যাচ হারেই শাস্তির মুখে সিএসকে, রাজমিস্ত্রির কাজ করতে হল ধোনি-‌জাড্ডুদের

লীনা গঙ্গোপাধ‍্যায়েরই লেখা হিন্দি সিরিয়াল ‘থোড়া সা বাদল থোড়া সা পানি’র বাংলা রিমেক সোনা রোদের গান। তবে জানা যায় প্রথমে হিন্দি সংষ্করণটির জন‍্যই প্রস্তাব দেওয়া হয়েছিল ঋষি কৌশিককে। কিন্তু এত দ্রুত মুম্বই পাড়ি দেওয়া সম্ভব ছিল না। তাই বাংলা সিরিয়ালেরই ( Bengali Serial ) নায়ক হলেন তিনি। বহু বছর পর ছোটপর্দায় মুখ‍্য চরিত্রে ফিরেছেন পায়েল দে ও ঋষি কৌশিক।




Leave a Reply

Back to top button