‘একাকীত্ব আমায় খুঁড়ে খেয়েছিল’, যৌন হেনস্থার বিরুদ্ধে গর্জে উঠলেন ভাবনা মেনন

নারীদের জন্য যৌন হেনস্থার ( sexual harassment ) অভিজ্ঞতা এখন একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি কারোর রেহাই নেই অপদস্ততার হাত থেকে। এবার যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ভাবনা মেনন ( Bhavana Menon )। সমস্থ ধৈর্যের বাঁধ ভেঙ্গে অবশেষে তিনি প্রকাশ্যে আনলেন পাঁচ বছর আগে তার সাথে ঘটে যাওয়া হেনস্থার ঘটনা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি তার সাথে ঘটে যাওয়া পাঁচ বছর আগের যৌন হেনস্থার ঘটনাটি ব্যক্ত করেন। দীর্ঘদিন তিনি ( Bhavana Menon )এই ঘটনাটিকে লোকচক্ষুর আড়ালে রেখেছিলেন। তবে সম্প্রতি তিনি উপলব্ধি করেছেন জে,তার এই ঘটনাটি প্রকাশ্যে নিয়ে আসা উচিত। যদি তিনি তা না করেন তবে তিনি দুর্বল বলে প্রতিপন্ন হতে পারেন।
আরও পড়ুন………ছুটি কাটাচ্ছেন নতুন ঠিকানায়,পাঠানের সেট থেকে ছবি শেয়ার করলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন
২০১৭ সালেই তিনি ( Bhavana Menon ) হেনস্থার শিকার হন। ভাবনা আরও জানান এই হেনস্থা করার বিষয়টি ছিল পূর্বপরিকল্পিত। মালায়লম অভিনেতা দীলিপকে তিনি এই ঘটনার জন্য দায়ী করেছিলেন। শুটিং থেকে ফেরার পথেই ভাবনাকে অপহরণ করা হয় ও একদল পুরুষ তার উপর চড়াও হয়ে তাকে শারীরিকভাবে নির্যাতন ও যৌন হেনস্থা করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দীলিপকে গ্রেপ্তার করা হলেও অল্প সময়ের মধ্যেই অভিযুক্ত ছাড় পেয়ে যায়। এই ঘটনার পর থেকেই বেশ ভেঙ্গে পড়েন অভিনেত্রী। দীর্ঘ সময় ধরে তিনি মানসিক অবসাদে ভুগেছিলেন একথা তিনি সদ্য প্রকাশ্যে আনেন। তিনি সেই মুহূর্তে অনেক কিছু উপলব্ধি করেছিলেন। কাছের অনেক মানুষকেই তিনি পাশে পাননি। তবে যাদের তিনি পাশে পেয়েছিলেন তিনি তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করেছেন। সামজিক মাধ্যমে তাকে নিয়ে নানান রকম মন্তব্য ছড়াতে থাকে যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে দেয়।
View this post on Instagram
আরও পড়ুন…………কানে বাজে মানুষের আর্তনাদ, নির্বাচনী আবহে ফিরে দেখা ১৬ বছর আগের বারাণসী সন্ত্রাসবাদী হামলা
তবে এত কিছুর পরেই ভাবনা পরিস্থিতির কাছে মাথা নত করেননি। তিনি উঠে দাঁড়িয়ে নিজের জন্য লড়েছেন। নিজের আত্মসম্মান রক্ষার জন্য তিনি আবারও আওয়াজ তুলেছেন। তিনি বহুদিন ধরেই আইনি লড়াই লড়েছেন ন্যায়ের জন্য। তিনি এখনও লড়ে যাবেন বলে জানিয়েছেন।