প্রতারণা করছিলেন গোবিন্দা! বউই ছুটিয়েছে পরকীয়ার ভূত

মন্টি শীল, কলকাতা : বিনোদন, যার এক অন্যতম দুনিয়া হিসেবে পরিচিত বলিউড। সচরাচর বিনোদনের এই জগতে কান পাতলেই শোনা যায় বলিউড তারকাদের গোপন কেচ্ছা অথবা তারকাদের মধ্যে তৈরি হওয়া সম্পর্কের কাহিনী। যার দরুন এই বলি তারকারা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। আর এই বলি তারকাদের মধ্যে একজন অন্যতম নাম হল জনপ্রিয় অভিনেতা গোবিন্দা ( Govinda )। সাধারণত এই অভিনেতা বলিউডে হিরো নং 1 নামে পরিচিত। তবে সম্প্রতি এই অভিনেতার কিছু গোপন সম্পর্কের কাহিনী প্রকাশ্যে এল। যার জেরে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

জানা গিয়েছে, বলিউড অভিনেতা গোবিন্দা ( Govinda ) এর সঙ্গে অভিনেত্রী নীলম কোঠারির ( Neelam Kothari ) মধ্যে এক ভালোবাসার সম্পর্ক তৈরী হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে অভিনেতা গোবিন্দা তাকে প্রতারিত করেন। যদিও এই বিষয় নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছিলেন অভিনেতা নিজেই। গোবিন্দা-এর মতে, ‘তার কেরিয়ারের শুরুর দিকে অভিনেত্রী নীলম কোঠারি-এর সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠেছিল, যদিও সেই সময় তিনি বিবাহিত ছিলেন। কিন্তু এই বিষয়টি অভিনেত্রীর থেকে গোপন রাখা হয়।’ অভিনেতা বলেছেন, ‘তিনি কেবলই পেশাগত দিক থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করার জন্য এই কাজ করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে অভিনেতা বুঝতে পারেন যে তিনি অভিনেত্রীর সঙ্গে প্রতারণা করেছেন।’

18c22

জানা গিয়েছে, বলিউডের এই জনপ্রিয় অভিনেতা তার অভিনয় জগতে প্রবেশ করেন ‘লাভ 86’ সিনেমার মধ্যে দিয়ে। আর তার পরের বছর অর্থাৎ ১৯৮৬ সালে দীর্ঘ দিনের বান্ধবী সুনিতার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন গোবিন্দা ( Govinda )। তবে বিবাহের পর পরই অভিনেতা গোবিন্দা-এর সঙ্গে অভিনেত্রী নীলম-এর সম্পর্ক গভীর হতে থাকে। এমনকি তাদের এই সম্পর্কের দরুন স্ত্রী সুনিতার সঙ্গেও বিবাহ বিচ্ছেদ করেছিলেন বলিউডের হিরো নং 1। কিন্তু পরবর্তী সময়ে তাদের সম্পর্কে পরিনতি হয়নি। কারণ অভিনেত্রী নিলম কোঠারি তাকে বিয়ে করার জন্য বিশেষ আগ্রহী ছিলেন না। তিনি একজন বিচক্ষণ, ধনী এবং সুদর্শন ব্যক্তিকে নিজের জীবন সঙ্গী হিসেবে বেছে নিতে চেয়েছিলেন।

18c23

তবে অভিনেতার সম্পর্কের এই ওঠা নামার মধ্যেই, পরবর্তী সময়ে ফের একবার অভিনেতার জীবনে প্রবেশ করেন সুনিতা। অভিনেতা বলেছেন, ‘তার সঙ্গে অভিনেত্রীর সম্পর্ককে কেন্দ্র করে সুনিতার সঙ্গে দীর্ঘ বিবাদ সৃষ্টি হয়েছিল। কিন্তু অভিনেতা তাকে ছেড়ে যেতে পারেননি।’ যদিও পরবর্তী সময়ে অভিনেতা গোবিন্দা এবং সুনিতার দাম্পত্য জীবন সফল হয়েছে। যেটা হয়তো অভিনেত্রী নিজেও হয়তো টের পেয়েছিলেন। বিনোদনের জগতে এই দুই তারকা জুটি একত্রে একাধিক জনপ্রিয় সিনেমা যেমন, ‘লাভ 86’, ‘ইলজাম’, ‘খুদগার্জ’ উপহার দিয়েছেন। সম্প্রতি বেশ কিছু দিন আগে বলিউডের এই জনপ্রিয় জুটিকে ফের একবার টেলিভিশনের এক জনপ্রিয় রিয়ালিটি শো-এর মঞ্চে দেখা গিয়েছিল। কিন্তু সিনেমা প্রেমিদের একাংশ তাদের প্রিয় বলি তারকাদের সম্পর্কে এমন আকস্মিক তথ্য জানার পর হতবাক হয়েছেন অনেকেই।




Leave a Reply

Back to top button