Bollywood Actress: স্বামীর থেকেও বেশি সম্পত্তির অধিকারী এই সব বলিউড সুন্দরীরা, রইল তালিকা

যুগের সাথে তাল মিলিয়ে প্রায় কম-বেশি সবার মতনই সমাজের বিভিন্ন ‘ট্যাবু’ (Taboo) একের পর এক ভেঙে দিচ্ছেন বলিউড তারকারা (Bollywood Celebrities)। কখনও বয়সে ছোটো কোনো অভিনেতাকে বিয়ে করেছেন কোনো বলিউড অভিনেত্রী। কখনও বা আবার নিজের থেকে বয়সে অনেকটাই বড় কাউকে ‘ডেট’ (Date) করছেন নতুন প্রজন্মের কোনো অভিনেত্রী। বলিউডের তারকারা একের পর এক প্রমাণ করে চলেছেন বয়স (Age Gap), প্রতিপত্তি (Net Worth), জীবনযাপন (Lifestyle) সবকিছুই সম্পর্কের আগে ফিকে।
বলিউডের এমন কয়েকজন দম্পতি (Couple) আছে, যাদের স্ত্রীয়েরা স্বামীর তুলনায় কেরিয়ার বা সম্পত্তির দিক থেকে অনেক বেশি সফল ও এগিয়ে। এদের মধ্যে যে পাঁচজন দম্পতির নাম তালিকায় প্রথম তারা হলেন –
১) দীপিকা পাডুকোন ও রণবীর সিং (Deepika Padukone & Ranveer Singh):
বলিউডের সবচেয়ে চর্চিত দম্পতির তালিকায় যাদের নাম প্রথমে আসে, তারা হলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন তাদের দুজনের কেমিস্ট্রি (Bonding) সর্বদাই জনপ্রিয়। এক সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, অভিনেতা রণবীর কাপুরের মোট সম্পত্তির পরিমাণ ৩০৭ কোটি টাকা এবং দীপিকা পাড়ুকোন মোট ৩১৬ কোটি টাকার মালকিন।
২) ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন (Aishwarya Rai Bacchan & Abhishek Bacchan):
সাফল্যের থেকেও যারা ভালোবাসাকেই বেশি প্রাধান্য দিয়েছিলেন, বলিউডের এমনই আর এক দম্পতি যাদের কথা নয়, তারা হলেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন। সূত্র মারফত খবর, অভিষেক বচ্চনের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২০৩ কোটি টাকা এবং অন্যদিকে ঐশ্বর্য রাই বচ্চন ২২৭ কোটি টাকার মালকিন।
৩) ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল (Katrina Kaif & Viki Kaushal):
৯ ই ডিসেম্বর বৃহস্পতিবার গাঁটছড়া বাঁধতে চলেছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। ভিকি-ক্যাটের বিবাহের সবচেয়ে চর্চিত বিষয় হল ভিকি-ক্যাটের বয়সের পার্থক্য। ক্যাটরিনা কাইফ তার হবু স্বামী ভিকি কৌশলের তুলনায় বয়সে পাঁচ বছরের বড়ো। তবে শুধু বয়স নয়, সাফল্য, অভিজ্ঞতা ও প্রতিপত্তির দিক থেকেও ভিকির থেকেবেশ কয়েক ধাপ এগিয়ে ক্যাটরিনা। বলিউডে অপেক্ষাকৃতভাবে নতুন এই হার্টথ্রব অভিনেতা ভিকি কৌশল ইতিমধ্যেই প্রায় ২৫ কোটি টাকার মালিক হয়ে উঠেছেন, যেখানে ক্যাটরিনার সম্পত্তির পরিমাণ প্রায় ২২০ কোটি টাকা।
৪) হেমা মালিনী ও ধর্মেন্দ্র (Hema Malini & Dharmendra):
বলিউডের প্রবীন দম্পতিদের মধ্যে এই তালিকায় নাম উঠে আসে ৯০ এর দশকের সুপারস্টার ধর্মেন্দ্র এবং ৯০ এর দশকের অভিনেত্রীদের মধ্যে জনপ্রিয় অভিনেত্রী হেমা মালিনী। চার দশকেরও বেশি সময় ধরে সুখী দাম্পত্য কাটাচ্ছেন এই দম্পতি। তবে সূত্র থেকে জানা যায়, ধর্মেন্দ্রর মোট সম্পত্তির পরিমাণ ৩৩৫ কোটি টাকা হলেও হেমা মালিনীর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪৪০ কোটি টাকা।
৫) বিপাশা বসু ও করণ সিং গ্রোভার (Bipasha Basu & Karan Singh Grover):
বলিউডের বাঙালি অভিনেত্রী বিপাশা বাসু ২০১৬ সালে অভিনেতা করণ সিং গ্রোভারকে ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। যদিওবা বিয়ের পর থেকে তেমনভাবে আর অভিনয় করতে দেখা যায়নি অভিনেত্রীকে। তবুও শোনা যায় বিপাশা বসুর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১১৩ কোটি টাকা যেখানে করণ সিং গ্রোভার মাত্র ১৩ কোটি টাকার মালিক।