“মাতৃসুখ দিতে ব্যর্থ অনুপম!”, প্রকাশ্যে কারণ জানিয়ে রাগে ফুঁসে উঠলেন অনুপম-স্ত্রী কিরণ খের

মন্টি শীল, কলকাতা : বলিউড, অর্থাৎ বিনোদনের এক অন্যতম দুনিয়া। সম্প্রতি এই বলিউড বিভিন্ন বিষয়ে, বিভিন্ন কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসছে। যার অন্যতম কারণ এই খোদ বলিউডের তারকারাই। কারণ কিছু বিতর্কিত ঘটনা, অথবা বক্তব্যের দরুন সর্বদাই খবরের শিরোনামে রয়েছেন তারা। যেমনটা ঘটেছিল বিগত বেশ কিছু সময় আগে। বলিউড অভিনেত্রী তথা জনপ্রিয় বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)-এর স্ত্রী কিরন খের (Kirron Kher)-এর দ্বারা পেশ করা এক বিতর্কিত মন্তব্যের দরুন।
কিন্তু কি সেই বিতর্কিত মন্তব্য? জানা গিয়েছে, এই বলিউড অভিনেত্রী এক প্রকাশ্য সাক্ষাৎকারে দাবি করেছিলেন যে, ‘তারা একটা সময় খুব চেষ্টা করেছিলেন। এমনকি ডাক্তারেরও পরামর্শ নিয়েছিলেন কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। অনুপমকে দিতে পারেননি পিতৃ সুখ।’ যদিও এই বিষয় নিয়ে সম্মান উক্তি পেশ করেছিলেন অভিনেতা অনুপম খের। অভিনেতার বক্তব্য, ‘তিনি তার সন্তানদের মিস করেন না। কিন্তু তাদের বড় হয়ে ওঠা, তাদের সুখ দুঃখের প্রতিটা মূহুর্তকে ভীষণ ভাবে মিস করেন।’
তবে জানা গিয়েছে, সন্তান না থাকলেও, তাদের পুত্র সমতুল্য একজন রয়েছেন, যিনি তাদের মা বাবার স্নেহ প্রদান করেন। সূত্রানুসারে জানা গিয়েছে, তার নাম সিকান্দার। বলিউডের এই জনপ্রিয় তারকা যুগলের মুখে বারংবার এই ‘সিকান্দার’- এর প্রসংশা উঠে এসেছে। অভিনেত্রীর দাবি করেছিলেন যে, ‘তিনি চেষ্টা করেছিলেন যেন সিকান্দারের একটি ভাই বা বোন আসে।’ অভিনেতা অনুপম খের-এর মতে, ‘তিনি আমাকে খুব ভালোবাসেন, শ্রদ্ধা করেন। তবে তিনি আমার কাছে একজন ঘনিষ্ঠ বন্ধুর মতো।’
বলে রাখা ভালো, বলিউডের এই দুই তারকা যুগলেরই এটা দ্বিতীয় বিবাহ। জানা গিয়েছে, অভিনেত্রী কিরন খের (Kirron Kher) এর প্রথম বিবাহ হয়েছিল ব্যবসায়ী গৌতম ব্যারিককে। কিন্তু কিছু কারণ বসত তাদের এই সম্পর্ক বেশিদিন চিরস্থায়ী হয়নি। অপরদিকে অভিনেতা অনুপম খের (Anupam Kher)-এর প্রথম বিবাহ হয়েছিল মধুমালতি-এর সঙ্গে। কিন্তু দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য না থাকার দরুন বিচ্ছেদ ঘটে তাদের এই সম্পর্কের। এরপর অভিনেতা অনুপম খের কিরণ খের-এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর প্রায় দীর্ঘ চল্লিশ বছর এক সঙ্গে থেকেছেন এই দুই তারকা যুগল। সিনেমা প্রেমিদের উপহার দিয়েছেন ‘টোটাল সিয়াপ্পা’, ‘রঙ দে বাসন্তী’, ‘বীর জারা’ এর মতো একাধিক জনপ্রিয় সিনেমা।দর্শক মহলে বিশেষ ভাবে জনপ্রিয় এবং পছন্দের তারকা হিসেবে পরিচিত এই দুই তারকা যুগল। তবে এই খবর সামনে আসার পর যে তাদের অনুরাগী মহল যে ভীষণ ভাবে বেদনাহত হবেন তা বলতে কোন সংকোচ নেই।