১০০ কেজির নারী থেকে লাস্যময়ী সুন্দরী, এই ৬ বলি অভিনেত্রীর ভোলবদল চমকে দিয়েছে সকলকে
সিনেমার পর্দায় অভিনেতা অভিনেত্রীদের দেখলে তাদের মত হবার ইচ্ছা মনে জাগে অনেকেরই। বিশেষত মেয়েদের অনেকেরই মনে হয় যদি নায়িকাদের মত সুন্দরী হতাম! বা তাদের মত ফিগার হত আমার তাহলে কতই না ভালো হত। তবে অনেকেই হয়তো জানেন না বলিউডের অভিনেত্রীরা নিজেদের ফিগার বজায় রাখার জন্য অনেক পরিশ্রম করেন। বলিউডে এমন অনেক অভিনেত্রী রয়েছেন যাদের আগের আর এখনকার ছবি দেখলে রীতিমত চমকে উঠবেন আপনিও।
ওজন কমিয়ে সুন্দর ফিগার পেতে চান অনেকেই, কিন্তু পরিশ্রমের নাম শুনলেই কেমন যেন পিছিয়ে পরে সকলে। তবে বলিউডের এই সুন্দরী অভিনেত্রীরা প্রায় ১০০ কেজি থেকে নেমে এসেছেন অর্ধেক ওজনে। এমনকি চেহারার এতটাই আমূল পরিবর্তন ঘটিয়েছেন যে পুরোনো ছবি দেখলে বিশ্বাসই হবে না। আজ আপনাদের সেই সমস্ত অভিনেত্রীদেরকেই দেখতে চলেছি।
১. আলিয়া ভাট
বলিউডের বিখ্যাত পরিচালক মহেশ ভাটের কন্যা আলিয়া ভাট। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবি দিয়েই বলিউডের ক্যরিয়ার শুরু হয়েছিল অভিনেত্রীর। এরপর থেকেই বলিউডের সেরা অভিনেত্রীদের তালিকায় নাম উঠে গিয়েছে অভিনেত্রীর। তবে শুটিংয়ের আগে ২০ কেজি ওজন কমাতে হয়েছিল আলিয়াকে।
২. সোনাক্ষী সিনহা
দাবাং ছবির চুলবুল পান্ডের হিরোইন সোনাক্ষী সিনহা। বিখ্যাত অভিনেতা শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী। সিনেমায় নামার আগে বিশাল চেহারা ছিল অভিনেত্রীর। তবে একেবারে স্ট্রিক্ট ডায়েট আর কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে বর্তমানে ৩০ কেজিরও বেশি ওজন কমাতে সক্ষম হয়েছেন সোনাক্ষী।
৩. সারা আলী খান
সাইফ আলী খানের প্রথমপক্ষের স্ত্রী অমৃতার মেয়ে সারা আলী খান। একসময় ৯৬ কেজি ওজন ছিল সারার। পুরোনো ছবিতে দেখলে মনে হতেই পারে হয়তো ১০০ কেজি ওজন ছিল তাৰ। তবে তাকে দেখে কিন্তুই আর কেউ সেকথা বিশ্বাসও করতে পারবেন না। কারণ কঠোর পরিশ্রম আর ওজন কমানোর জেদই আজ তাকে লাস্যময়ী অভিনেত্রীতে পরিণত করেছে।
৪. ভূমি পেডনেকার
বলিউডের এই অভিনেত্রীর একাল সেকাল চিনতে বিষম লাগতে পারে অনেকেরই। কারণ আয়ুষ্মান খুরানার সাথে দম লাগাকে হাইশা ছবিতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সেই সময় তার ওজন ছিল বিশাল, তবে এখন অভিনেত্রীকে দেখলে কিন্তু হা করে দেখতেই থাকতে হবে। জানা যায় ৪ মাসেই ২১ কেজির বেশি ওজন কমিয়েছিলেন অভিনেত্রী।
৫. জারিন খান
হেট স্টোরি ৩ এর নায়িকা জারিন খান। বলিউডের আগে দক্ষিণী ছবিতে অভিনয় করতেন অভিনেত্রী। জারিন খানের বলিউডে প্রবেশ করার সময় ওজন ছিল ১০০ কেজি। বিশাল ও আর বেঢপ শরীরের জন্য খিল্লি করতেন অনেকেই। তবে ডায়েট, ওয়ার্কআউট আর যোগব্যায়ামের মধ্যে দিয়ে ৪৩ কেজিরও বেশি ওজন কমিয়ে ফেলেছেন অভিনেত্রী।
৬. পরিণীতি চোপড়া
বলিউডের খুব বেশি পরিচিত মুখ না হলেও বেশ জনপ্রিয় পরিণীতি চোপড়া। কিছুদিন আগেই অভিনেত্রীর ছবি ‘দ্য গার্ল অন দ্য’ মুক্তি পেয়েছে। কিন্তু আজকে যে পরিণীতির ছবি দেখলে হা করে তাকিয়ে থাকতে হয় সেই পরিণীতির আগের ছবি দেখলে চমকে যাবেন। তবে জিম আর ডায়েটের মধ্যে দিয়ে নিজের চেহারার ব্যাপক পরিবর্তন করে ফেলেছেন অভিনেত্রী।