কারো উন্মুক্ত বক্ষ বিভাজিকা তো কারো উন্মুক্ত পা,এভাবেই ‘পোশাক বিভ্রাটের’ শিকার অভিনেত্রীরা

বলিউডে নায়িকাদের পোশাক বিভ্রাট নতুন কোনও ব্যাপার নয়। বড় থেকে ছোট তারকা সকলেই মাঝে মাঝে ( Bollywood actresses ) ভাইরাল হয় কেবলমাত্র তাদের পোশাকের কারণে। অনেক সময় ফ্যাশন ডিজাইনারদের তৈরি করা পোশাক সামলাতে না পেরে ওপস মোমেন্টের শিকার হন তারকারা। কারো ক্লিভেজ তো কারো গোপন অঙ্গ আকস্মিকভাবে সকলের সামনে শো অফ হয়ে যায়। এই তালিকায় বহু নায়িকার নাম উঠে আসবে। তাহলে চলুন জেনে নিই পোশাক বিভ্রান্তিতে কোন নায়িকার ( Bollywood actresses )কি অভিজ্ঞতা।
দীপিকা পাড়ুকোন
বলিউডের নামজাদা অভিনেত্রীদের মধ্যে একজন হলেন দীপিকা পাড়ুকোন ( Bollywood actresses )। একবার নয় বহুবার পোশাক বিতর্কে তার নাম জড়িয়েছে। পোশাকের জন্য তিনি বহুবার নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন। জঘন্য এবং ভয়ংকর পোশাক পড়েছেন বলেও মন্তব্য শুনতে হয়েছে বেশ কয়েকবার। তবে দীপিকা তার আত্মবিশ্বাস বজায় রেখে বরাবরের মতন করেই চলমান বিতর্কের মাঝেই সাহসী পোশাকে ধরা দেন।
আরও পড়ুন………বিরাট ক্যাপ্টেন, বেঙ্গালুরু কোহলিকে দলে চাইছে এই কারণেই
উরফি জাভেদ
পোশাকের জন্য বারংবার শিরোনামে উঠে আসে যে নায়িকা তিনি হলেন উরফি জাভেদ। অনেকেই তাকে চেনেন তার পোশাক বিভ্রান্তির কারণে। বরাবর অসচেতন ও উন্মুক্ত পোশাক পরে তিনি ভাইরাল হয়েছেন। পোশাকের মাধ্যমে কিভাবে শিরোনামে থাকতে হয় তা এই অভিনেত্রীর কাছ থেকেই শেখা উচিত। ‘বিগ বস’ খ্যাত এই অভিনেত্রীকে সর্বদা বোল্ড লুকেই দেখা যায়। তার স্টাইল নিয়ে বেশ সমলোচনা হয়।
জ্যাকলিন ফার্নান্দেজ
পোশাকের বিতর্কে জ্যাকলিনের নাম না থাকা অস্বাভাবিক। বক্ষ বিভিজিকা প্রদর্শনীর যে তিনি বহুবার শিরোনামে এসছেন। এছাড়াও তাকে হট লুকে বহুবার বহু পুরুষসঙ্গীর সাথেও দেখা গিয়েছে। বলিউডের প্রথম সারিরি অভিনেত্রীদের মধ্যে অত্যন্ত আকর্ষণীয় এই নায়িকার সুঠাম বক্ষ যুগলের ফোটো বহুবার ভাইরাল হয়েছে। বহুদিন এই নায়িকাকে বড় পর্দায় দেখা যায়নি। শোনা যাচ্ছে খুব শীঘ্রই তিনি পর্দায় ফিরতে চলেছেন।
কারিনা কাপুর
বলিউডের তাবড় অভিনেত্রীদের মধ্যে করিনা কাপুর একজন। ঠোঁটকাটা এই অভিনেত্রী সবথেকে হট বলে দাবি করেন অনুরাগীরা। কারিনার প্রতিটা লুকই নেটিজেনদের নজর কাড়ে। অভিনেত্রীকে গাউনেই সবথেকে বেশি ভালো লাগে । তবে তিনিও অনেক সময় তার ড্রেসিং সেন্সের কারণে খুব সমলোচিত ও আলোচিত হন। তিনি যথেষ্ট ফ্যাশন সচেতন হলেও মাঝে মাঝেই তিনি তার পোশাকের জন্য তির্যক মন্তব্যের শিকার হন।
আরও পড়ুন………বিশ্বরোষে পুতিন সহচর ধনকুবেররা, পশ্চিমে নিষেধাজ্ঞা পড়ল এই রুশ ধনীদের উপর
সোনাম কাপুর
ওয়েস্টার্ন পোশাকে সবথেকে হট ও বোল্ড হলেন বলিউডের সোনাম কাপুর ( Bollywood actresses )। ইন্ডাস্ট্রির সবথেকে ফ্যাশন সচেতন বলে মনে করা হয় সোনাম কাপুরকে। অনেক অভিনেত্রীই প্রকাশ্যে সোনামের আলমারিতে থাকা পোশাক চুরি করার ইচ্ছে প্রকাশ করেছেন। অভিনেত্রী বহুবার তার পোশাক নিলামেও তুলেছেন। সম্প্রতি তাকে নতুন কাজে দেখা যায়নি। নেটিজেনদের মতে তিনি নাকি মা হতে চলেছেন।