Single Actress : রেখা থেকে শামিতা প্রেমে মন ভাঙ্গায় আর জোড়া লাগেনি! তাই আজও সিঙ্গেল এই ৪ বলি অভিনেত্রী

বিনোদনের নাম উঠলেই সবার প্রথমে মাথায় আসে বলিউডের (Bollywood) কথা। আর বলিউডের অভিনেতা অভিনেত্রীদের পর্দার বাইরের বাস্তব জীবন নিয়েও বেশ উৎসাহ দেখা যায় নেটিজেনদের মধ্যে। প্রিয় তারকা কার সাথে প্রেম করছেন বা কার সাথে বিয়ে করতে চলেছে এমন খবর জানার জন্য একপ্রকার উৎসুক হয়েই বসে থাকেন অনুগামীরা। তবে বলিউডে প্রেমের সম্পর্ক (Love Relationship) আজ এদিক তো কাল ওদিক হতেই থাকে। ইন্ডাস্ট্রিতে তারকাদের একাধিক প্রেমের গল্প নতুন কিছুই নয়! তবে এমন কিছু অভিনেত্রী রয়েছেন যারা একবার প্রেমে ধোকা খেয়ে আর দ্বিতীয়বার প্রেমের দিকে পা বাড়াননি। আজ এমন কিছু অভিনেত্রীদের তালিকা আপনাদের সামনে তুলে ধরবে।
টাবু (Tabu)
বলিউডের বিখ্যাত অভিনেত্রী টাবু। একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন। ইন্ডাস্ট্রির একাধিক অভিনেতার সাথেও কাজ করেছেন তবে একজনকেই নিজের মন দিয়েছিলে অভিনেত্রী। আর সেই কারণেই বর্তমানে ৫০ বছর বয়স হয়ে গেলেও সিঙ্গেল রয়ে গেছেন অভিনেত্রী। একসময় বলিউডের সিংহম অভিনেতা অজয় দেবগণের সাথে টাবুর সম্পর্কের কথা সকলেরই মুখে মুখেছিল। তবে সেই প্রেম পরিণতি পায়নি। আর সেই কারণেই হয়তো আজও অবিবাহিত রয়েছেন অভিনেত্রী।
রেখা (Rekha)
বলিউডের সেরা অভিনেত্রীদের মধ্যে একজন হলে রেখা। একসময় রেখা আর অমিতাভ বচ্চনের জুটি নিয়ে ব্যাপক চর্চা হত। অনেকেই ভাবতেন বিয়েও করবেন দুজনে। কিন্তু অমিতাভ বচ্চন জয়া বচ্চনকে বিয়ে করেছেন। তবে বিগ বি বিয়ে করলেও নিজের প্রেমের কারণে আজও বিয়ে করেননি রেখা। প্রসঙ্গত, বিটাউনে গুঞ্জন রয়েছে অমিতাভ বচ্চন নাকি লুকিয়ে বিয়েও করেছেন রেখাকে। তবে তাঁর সত্যতা জানা যায়নি।
পারভীন বিবি (Parveen Bibi)
একসময় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন পারভীন বিবি। তৎকালীন বলিউডের একাধিক সুপারস্টারদের সাথে একাধিক ছবিতে অভিনয় করেছিলেন। প্রেমেও পড়েছিলেন বেশ কয়েকবার, কিন্তু প্রতিবারই সম্পর্ক ভেঙে গিয়েছে। মহেশ ভাট থেকে শুরু করে কবির বেদি এমনকি ড্যানির সাথেও প্রেম করেছিলেন অভিনেত্রী। কিন্তু কোনোটাই দীর্ঘস্থায়ী হয়নি। তিনবার প্রেমে পরেও ভালোবাসা না পাওয়ায় মন ভেঙে যায় অভিনেত্রীর তারপর থেকে আর প্রেমে নেই তিনি।
শামিতা শেট্টি (Shamita Shetty)
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শামিতা শেট্টি। জানা যায় শামিতা মনোজ বাজপেয়ীর সাথে প্রেমের সম্পর্কে ছিলেন। তবে মনোজ বাজপেয়ী আগেই বিবাহিত। তাই প্রেম হলেও সম্পর্ক পরিণতি পায়নি, আ র্প্ৰেমে ঢোকা খাবার পর আর বিয়ে করেননি তিনি। বর্তমানে শামিতা শেট্টি অবিবাহিত রয়েছেন।