কথায় আছে মনের রাস্তা লুকিয়ে থাকে খাবারেই, রইল বলি তারকাদের পছন্দের পদের তালিকা
কথায় আছে কারোর মন জয় করতে বা মনের রাস্তার খোঁজ পেতে গেলেই সবচাইতে সহজ রাস্তা হল খাওয়ানো। আসলে পছন্দের খাবার দিয়ে সামনের মানুষের মনটা জিতে নেওয়া সত্যিই অনেকটা সহজ। এই যেমন বন্ধু হোক বা প্রেমিক-প্রেমিকা রাগারাগি মেটাতে পছন্দের খাবারের ট্রিট কিন্তু সবসময়ই একটা চমৎকার উপায়। তাছাড়া পছন্দের খাবার পেলে কে না খুশি হয়ে থাকতে পারে বলুন তো! এতো গেল আমার আপনার কথা, জানেন কি বলিউডের সেলিব্রিটিরা কি খেতে ভালোবাসে ? আজ সেই খোঁজ নিয়েই হাজির হয়েছি।
প্রিয়াঙ্কা চোপড়া
বাঙালি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড থেকে হলিউড সর্বত্রই নিজের দক্ষ অভিনয়ের পরিচয় দিয়েছেন অভিনেত্রী। তবে আকাশ ছোঁয়া সাফল্য হলেও অভিনেত্রীর খাবারের পছন্দ রয়ে গিয়েছে একই রকম। পাঞ্জাবি খাবারের প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করেন প্রিয়াঙ্কা। বিশেষত মাকাই রুটি আর সর্ষের শাক হলে তো আর কথাই নেই।
দীপিকা পাডুকোন
‘ওম শান্তি ওম’ থেকে ‘চেন্নাই এক্সপ্রেস’ সুপারহিট সিনেমার নায়িকা দীপিকা পাডুকোন। বলিউডের সবচাইতে বেশি ফিট অভিনেত্রীদের মধ্যে অন্যতম দীপিকা। খাবারের মধ্যে একেবারেই লাইট খাবারই বেশি পছন্দ করেন অভিনেত্রীর। পছন্দের খাবারের তালিকায় প্রথমেই আসে ইডলি আর সি ফুড।
সালমান খান
বলিউডের ভাইজান সালমান খান। দেশে বিদেশে তার ভক্তগণের সংখ্যা কম নয়। ভাইজান বলতে অজ্ঞান সালমানের ভক্তরা। কিন্তু জানেন কি কোন খাবার ভাইজানের সবথেকে প্রিয়? সেটি হল বিরিয়ানি। হ্যাঁ ঠিকই দেখেছেন, বিরিয়ানি খেতে দারুন ভালোবাসেন সালমান খান।
কারিনা কাপুর
প্রথমসারির অভিনেত্রীদের তালিকায় শুরুতেই নাম আসে কারিনা কাপুরের। নিজের লাস্যময়ী ফিগার আর সৌন্দর্যের জন্য সর্বদাই প্রশংসিত হন কারিনা। তবে শরীরচর্চা আর ডায়েট চললেও মাঝে মধ্যে প্রিয় খাবার ‘পিৎজা’ খেতে কিন্তু একদম বলেন না অভিনেত্রী।
শাহরুখ খান
বলিউডের কিং খান হলেন সকলের প্রিয় শাহরুখ খান। কিন্তু সকলের প্রিয় শাহরুখের কোন খাবার প্রিয়? এই প্রশ্নের উত্তর হল গ্রীলড চিকেন। এটা এমন একটা খাবার যেটা শাহরুখ খান রোজ খেতে পারেন। একথা শাহরুখ পত্নী গৌরী সেনও স্বীকার করে নিয়েছেন এক সাক্ষাৎকারে।
অনুষ্কা শর্মা
বলি অভিনেত্রীদের বেশিরভাগই মাংস প্রায় বাদই রাখেন খাবারের তালিকা থেকে। তবে এদিক থেকে অনুষ্কা শর্মা কিন্তু ব্যতিক্রমী। কারণ নিজের দুর্দান্ত লাস্যময়ী শরীরের জন্য নিয়মিত শরীরচর্চা করেন ঠিকই। তবে পছন্দের খাবারের তালিকায় প্রথমেই রয়েছে বাটার চিকেন।
ক্যাটরিনা কাইফ
সুন্দরী হতে গেলে অনেক কিছুই কন্ট্রোল করতে হয়। আর খাবার দাবারের বিষয়ে তো অতি সতর্ক হতে হয়। তবে ডায়েট ভুলে আইসক্রিম আর মিষ্টি খেতে কিন্তু বেশ ভালো বসেন ক্যাটরিনা।
হৃত্বিক রোশন
হ্যান্ডসাম হিরোদের তালিকা তৈরী করলে প্রথম দিকেই যার নাম আসবে তিনি হলেন হৃত্বিক রোশন। বলিউডের সুপারষ্টার হলেও খাবারের দিক থেকে কিন্তু একেবারে অতিসাধারণ হৃত্বিক। গরম গরম সিঙ্গারা খেতে দারুন ভালোবাসেন ঋত্বিক সাথে যদি থাকে চাটনি তাহলে তো আর কথাই নেই।