Round Up 2021- বলিউডে বিয়ের ধুম! রইল এবছরে সাত পাকে বাঁধা পরা অভিনেত্রীদের তালিকা

প্রত্যুষা সরকার, কলকাতা: ২০২০ সালের শেষের দিকে সবাই ভেবেছিল ২০২১ সালে হয়তো আবার আগের মতোই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। কিন্তু ২০২১ সালের প্রথম থেকেই আমরা আবারও গৃহবন্দি হয়ে যাই। আবারো ঘরে বসে কাজ ( work from home)। আর চারিদিকে মৃত্যু সংবাদ। জীবনটা যেন খুব এলোমেলো চলছিল। সেই অগোছালো জীবনে একটু আনন্দ (happy) আর একটু নতুন কিছু ঘটলো যখন আমাদের বলিউডের(Bollywood) কিছু সুন্দরী ডিভারা(diva) গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নিলেন। যেখান থেকে শুরু হল সোশ্যাল মিডিয়া (social media) জুড়ে একটু অন্য ধরনের গসিপ (gossip)।
যদিও এই সুন্দরী সেলিব্রিটিরা (celebrity) কেউ কেউ শুধু তাদের ঘনিষ্ঠদেরকে নিয়েই একান্তে আবদ্ধ হয়েছেন বিবাহ বন্ধনে। আবার কেউ কেউ গাঁটছড়া বেঁধেছেন এবং সকলকে তাক লাগিয়ে দিয়েছেন জাঁকজমকপূর্ণ আয়োজনে। এদের মধ্যে অনেকের কথাই হয়তো আপনারা জানেন আবার অনেকের কথাই জানেন না। আসুন এবার দেখা যাক ২০২১ সালের সেই ৯ জুন সুন্দরী ডিভা যারা নিজেদের জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তাদের একটি তালিকা।
তালিকার প্রথমেই যিনি রয়েছেন তিনি হলেন নাতাশা দালাল (Natasha Dalal)। প্রায় কয়েক বছর ধরেই শোনা যাচ্ছে তাদের বিয়ের খবর। অবশেষে, ২৪ জানুয়ারি ২০২১ সালের একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে বলিউড স্টার বারুন ধাওয়ান (Varun Dhawan) এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নাতাশা দালাল। বিয়ের দিন লাল বাদ দিয়ে তাকে দেখা যায় সোনালী রঙের ফ্যাকাশে লেহেঙ্গাতে। বিয়ের দিন নাতাশা লেহেঙ্গা ছিল নানান রকম কারুকার্যে আবৃত। লেহেঙ্গার রুপালি ও সম্মিলিত আভায় তৈরি ছিল। তার হাতে ছিল তারার মোটিফ, দোপাট্টাটি সজ্জিত ছিল সূক্ষ্ম ফুলের বর্ডারে। দোকানে ছিল পান্না এবং মুক্তার একটি ড্রপ কানের দুল, মাথায় একটি সুন্দর টিকলি এবং ঝকঝকে প্যান্ডেলসহ হীরার গহনা সাথে দেখা যায় তাকে। এককথায় সুন্দরী নাতাশাকে ঐদিন আরো সুন্দরী করে তুলেছিল তার ওই লুক।
এরপর আছেন দিয়া মির্জা (Dia Mirza), ১৫ ফেব্রুয়ারি একটি অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে ব্যবসায়ী ভাইভের রেখির সাথে গাঁটছড়া বেঁধেছেন তিনি। বিবাহের ওইদিনই লাল শাড়িতে বধূর সাজে দেখা যায় দিয়াকে। পুরো শাড়িতেই সোনালী পাড় ও সোনালী কারুকার্যে সুসজ্জিত ছিল। মাথায় ছিল লাল রঙের একটি দোপাট্টা যার পাড় ছিল সোনালী এমব্রয়ডারি করা। দিয়ে তার পোশাককে এক্সেসরিজ করেছেন ঐতিহ্যবাহী চোকার এর সাথে যাতে ছিল সবুজ ড্রপ এর বিবরণ। দিয়া তার বিয়ের লুক সম্পন্ন করেছেন সবুজ এবং সোনার ম্যাচিং চুড়ি, মাথার টিকলি, ড্রপ ঝাড়বাতি কানের দুল এবং ছোট্ট একটি লাল বিন্দির সাথে।
বিয়ের লিস্টেড তিন নম্বরে আছেন ইয়ামি গৌতম (Yami Gautam)। পরিচালক আদিত্য দরের সঙ্গে ৪ জুন অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইয়ামি গৌতাম। অভিনেত্রীর পোশাক বহন করেছিল ৩৩ বছরের ঐতিহ্য। কারণ ওই ক্লাসিক লাল ব্রাইডাল পোশাকটি ছিল তার মায়ের। শাড়ির সাথে সাথে ব্লাউজ দিয়েছিল সুন্দর সোনার কারুকার্য পরিপূর্ণ। তার ওই লুক সম্পূর্ণ করার জন্য পড়েছিলেন একটি লাল দোপাট্টা যেটি তাকে তার দিদা উপহার দিয়েছিল। ইয়ামির গহনা গুলিও ছিল রাজকীয়। তার মধ্যে ছিল সোনার চোকার সেট, টিকলি। বিবাহের দিন অভিনেত্রী একটি ঐতিহ্যবাহী হিমাচলী নথ পড়েছিলেন , যা তাকে উপহার দিয়েছিল তার ঠাকুরমা।
এরপর আসে দিশা পরমার (Disha Parmar) নাম। টেলিভিশন অভিনেত্রী দিশা পরমার ১৬ জুলাই বড় করে ভারতীয় স্টাইলেই বিবাহ সারেন। পাত্র গায়ক রাহুল বৈদ্য। বিবাহের দিন তিনি পড়েছিলেন আবু জানি এবং সন্দ্বীপ খোষালের একটি সুন্দর আকর্ষনীয় লেহেঙ্গা। লেহেঙ্গা টিতে ছিল একটি উজ্জ্বল গোলাপী আভা। মাথায় ছিল একটি লাল রঙের দোপাট্টা যার উপরে রয়েছে সুন্দর অবলা এমব্রয়ডারি। সাথে ছিল ‘গোল্ড ডিতেইলিং’ সহ ‘গাথ জোদা’ ও। লেহেঙ্গা টি পড়ে থাক একটি সুন্দর নিখুঁত সুন্দরী ভারতীয় নববধূর মতোই লাগছিল। দিশার গলায় ছিল বিশাল ছক্কা স্টাইলের নেকলেস চোকার বাসা ছিল জটিল নকশা এবং সবুজ পুঁতি। কানে ছিল দুল মাথায় টিকলি একটি বড় নথ এবং সবশেষে লেহেঙ্গার সঙ্গে ম্যাচিং করে হাতের চুড়ি।
কাপুর পরিবারের মেয়ে রিয়া কাপুর (Rhea Kapoor)। ১৪ আগস্ট বাড়িতে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে গাঁটছড়া বাঁধেন তার দীর্ঘমেয়াদি প্রেমিক করান বুলানির সাথে।আল্লাহর পরিবর্তে বিয়ের দিন তাকে দেখা যায় অনামিকা খান্নার একটি চান্দেরি শাড়িতে। শাড়িতে একটি হাফহাতা ব্লাউজের উপর ড্রেপ করা হয়েছিল। শাড়িটির পুরোটাই ছিল সুতোর কাজ। মাথার দুপাট্টাটি ছিল হাজার হাজার ছোট মুক্ত ব্যবহার করে তৈরি। রিয়ার গায়ের গয়না গুলো ছিল তার মায়ের। দেহলি ছিল একটি সুন্দর কাটা হিরের নেকপিস, একটি মঙ্গলসূত্র, মানানসই কুন্দন ঝুমকা এবং কাদাস।
এরপর গাঁটছড়া বাঁধেন রাজকুমার রাও (Rajkumar Rao) এবং পত্রলেখা পাল (Patralekha Pal)। ১৪ নভেম্বর চন্ডিগড় এই তারা আবদ্ধ হন বিবাহ বন্ধনে। ঐদিন পত্রলেখা কে দেখা যায় একটি সুন্দর লাল সব্যসাচী শাড়িতে । যার সাথে ছিল সুন্দর একটি লাল দোপাট্টা যা তিনি বেঁছে ছিলেন তার ঘোমটা হিসেবে। এমব্রয়ডারি করা তার দোপাট্টার সীমান্তে বাংলায় লেখা ছিল সুন্দর একটি বার্তা,’ আমার পরান ভরে ভালোবাসা আমি তোমায় সমর্পন করলাম ( আমি তোমাকে আমার আন্তরিক ভালোবাসা সমর্থন করছি) ‘ । তিনি আরো সুন্দর হয়ে উঠেছিলেন একটি পাথর খচিত মাথা ম্যাটি, ভারী চোকার কানের দুলের সেটের সাথে। হাতে ছিল কিছু শোনার করা এবং কুন্দনের চুড়ি।
অভিনেত্রী এবং মডেল আনুশকা রঞ্জন (Anushka Ranjan)। ২১ নভেম্বর মুম্বাইতেই পারিবারিক ও বন্ধুদের নিয়ে বিবাহ করেন আদিত্য সিলকে। এদিন আনুশকাকে ঐতিহ্যবাহী লাল শাড়ি বাদ দিয়ে একটি বেগুনি লেহেঙ্গাতে দেখা যায়। লেহেঙ্গা টিচিং খুবই সুন্দর কারুকার্যের পরিপূর্ণ। পোশাকটিতে ছিল একটি ছোট চোলি যার মধ্যে ছিল কোয়ার্টার লেন্থের হাতা, একটি চওড়া ইউ নেকলাইন , ঘরের উপর ভারী সূচিকর্ম এবং ভূমির উপর সিকুইন্ড ট্যাসেল । অভিনেত্রীটি পড়েছিলেন রুপালি সূচিকর্মের সজ্জিত একটি ম্যাচিং লেহেঙ্গার সাথে। মাথায় ছিল একটি ম্যাচিং দোপাট্টা। হাতে ছিল ক্রিম ও রুপার চুড়ির সঙ্গে রুপার কালিরাস । ডায়মন্ড চোকের নেকলেস, ঝুলন্ত কানের দুল এবং একটি টিকলি তাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল।
৯ ডিসেম্বর বহু প্রতিক্ষার নানা গুজবের জাল ছিঁড়ে রাজকীয় ভাবি সিক্স সেন্স ফোর্টৈ গাঁটছড়া বাঁধেন সকলের প্রিয় ক্যাটরিনা কাইফ (Viki Kaushal) এবং ভিকি কৌশল (Viki Kaushal)। এদি সুন্দরী দিব ক্যাটরিনাকে দেখা যায় হাতে বোনা সিল্কের ক্লাসিক সব্যসাচীর লাল ব্রাইডাল লেহেঙ্গা। এটি ছিল সূক্ষ্ম টিলার কাজে সজ্জিত এবং মখমলের মধ্যে সূচিকর্ম করার জারদৌসি বর্ডার। অভিনেত্রীর মাথায় ছিল হস্তনির্মিত কিরণে অনষ্কৃত একটি কাস্টম -ট্রিম করা ঘোমটা এবং হাতে পেটানোর রুপালি দিয়ে আবৃত একটি সোনার ইলেকট্রোপ্লেটেড। অভিনেত্রী গহনাগুলো দিয়েছিল খোদাই-করা হিরে এবং বাঁধানো মুক্ত সহ একটি ভারী সোনার চোকার। সাথে ম্যাচিং ঝুমকো কানের দুল, একটি নথ একটি দ্বৈত মাথা পাটি এবং হাতে ছিল ক্যাটরিনার নিজের বেছে নেওয়া একটি সুন্দর কালিরাস।
এ বছরের শেষে যে জুটি গাঁটছড়া বেঁধেছেন তারা হলেন টেলিভিশন খ্যাত অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে এবং তার প্রেমিক সানি জৈন। ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের গ্র্যান্ড হায়াতে একটি জাঁকজমক বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তারা।বিয়ের ওই দিনের জন্য অভিনেত্রী বেছে নিয়েছিলেন মনীশ মালহোত্রা একটি সোনার লেহেঙ্গা। লেহেঙ্গাটিতে ছিল একটি গোল গলার ব্লাউজ যেটির পুরোটাই ছিল জড়িতে এমব্রয়ডারি করা। লেহেঙ্গার ওড়না দিয়ে ছিল একইভাবে জরির এমব্রয়ডারিতে সুসজ্জিত। অঙ্কিতার কানে ছিল একজোড়া বেজেড কানের দুল, একটি স্টেটমেন্ট চোকার,। একটি ভারী নেকলেস, একটি মাথা পাটি, একটি দুর্দান্ত নথ, চুরির সেট এবং আঙুলগুলি সজ্জিত ছিল সুন্দর আংটিতে।