‘নামে কি আসে যায়!’, নাম দিয়েই কাম, বলিউডে নাম বদলেছে যেসব তারকারা

নাম দিয়ে যে কত কি করা যায় সেটা তো বলিউডের তারকারাই ( Bollywood stars ) প্রমাণ করে দিয়েছে। নামই কাফি। বলিউডে অনেক তারকাদের আমরা জানি, কিন্তু আমরা হয়ত এটা জানি না যে, এসব তারকাদের মধ্যে অনেকের নামই হল ছদ্মনাম বা পোষাকি নাম। হাঁ একদম তাই। কেবলমাত্র নামকে আকর্ষণীয় করতে আর নতুন নামে আত্মপ্রকাশ করতেই এই নাম বদলের কারণ। বলিউডে ( Bollywood stars ) কেবমাত্র গুটি কয়েকজন নয়, বেশিরভাগ তারকারাই নিজেদের নাম বদলে ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেছেন। আপনি নিজেও হয়ত চমকে যাবেন। দেখে নিন সেসব তারকাদের নাম যারা নাম বদলে বলিউডে রাজত্ব করছেন-
অক্ষয় কুমার

বলিউডে এই অভিনেতাকে কে না চেনে। অক্ষয় কুমার ( Akshay Kumar ) নাম মানেই বক্স অফিসে হিট। এই পর্যন্ত বহু সিনেমায় কাজ করেছেন তিনি। তার ফ্যান ফলোয়ারও কম না। তরুণ প্রজন্মদের মধ্যে ফিটনেস সচেতন এই অভিনেতাকে নিয়ে আগ্রহের কমতি নেই। আপনি কি জানেন যে, অক্ষয় কুমারের ( Bollywood stars ) নাম আসলেই এটা নয়। বলিউডের খিলাড়ি কুমারের আসল নাম রাজীব হরি ওম ভাঁটিয়া ( Rajiv Hari Om Bhatia )। তবে অনেকেই জানে না অভিনেতার এই আসল নাম।
রণবীর সিং

বলিউডের সবথেকে স্টাইল পারসন বললে যার মুখ ভেসে উঠে তিনি আর কেউ নন অভিনেতা রণবীর সিং ( Bollywood stars )। ক্যারিয়ারের প্রথম দিক থেকেই নিজের পরিচয় গড়তে খুব একটা সময় লাগেনি এই অভিনেতার। নিজের অভিনয় দক্ষতা দিয়ে ধীরে ধীরে বলিউডের প্রথম সারিতে জায়গা পেয়েছেন তিনি। তবে এটা তার আসল নাম নয়। অভিনেতার আসল নাম হল, রণবীর সিং ভনানি ( Ranveer Singh Bhavnani )। অভিনেতা নিজেও অনেকবার জানান যে এই নামটি তার একেবারে না পসন্দ তাই তিনি নিজের পরিচয় গড়ার আগেই এই নামটি পরিবর্তিত করে নেন।
ক্যাটরিনা কাইফ

বলিউডের সেক্সি ও সুন্দরী এই অভিনেত্রীকে আমরা সকলেই চিনি। পুরুষ ভক্তদের হ্রদয়ে ঝড় তোলা নেই অভিনেত্রীরও রয়েছে ছদ্মনাম। তার আসল নাম ক্যাট টরকুটি। অভিনেত্রী ক্যাট ( Katrina Kaif ) জন্মসূত্রে বিদেশী। বলিউডে কাজ পেতে তার অনেক অসুবিধা হচ্ছিল তার উপর নাম যেন মরার উপর খারার ঘা। তাই বলিউড তাকে নতুন নামে পরিচিত করে তোলে ক্যাটরিনা কাইফ। ভক্তদের মধ্যেও ক্যাটের এই নয়া নাম খুবই প্রচলিত।
সানি লিওন

বলিউড নয় সারা বিশ্বেই এই সেক্সি অভিনেত্রীর কদর রয়েছে। বলিউডে কাজ করার আগে সানি নীল ছবির নায়িকা ছিলেন। পরবর্তীতে তিনি বলিউডে কাজের খোঁজে চলে আসেন। অনেক কষ্টের মধ্যে দিয়ে এই অভিনেত্রী নিজের জায়গা বানিয়েছেন। বলিউডে বেশ কিছু ভালো সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি তাকে বেশ কিছু রিয়েলিটি শো’তে দেখা গিয়েছে। তবে অনেকের মত ইন্ডাস্ট্রিতে কাজের পূর্বে নাম পরিবর্তন করেছেন এই অভিনেত্রী। সানির আসল নাম করণজিত কৌর ভোরা।
অমিতাভ বচ্চন

বলিউডের আরেকটি বড় পরিচয় হল অমিতাভ বচ্চন। বলিউডের শাহেনশাহ হলেন তিনি। দীর্ঘ পাঁচ দশকেরও বেশী সময় ধরে তিনি দর্শকদের মনোরঞ্জন করে যাচ্ছেন। বলিউডে বহু নামী ও সুপার ডুপার হিট সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা। এখন সমানভাবে কাজ করে যাচ্ছেন তিনি। শুধু তাই নয় দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা আজও প্রবল। অমিতাভ বচ্চন নামে তিনি সারা পৃথিবীতে পরিচিত ও জনপ্রিয় হলেও তার আসল নাম হল ইনকিলাব শ্রীবাস্তব।