৪০ বছর বয়সে প্রথম ছবি! খলনায়ক চরিত্রে দুর্দান্ত অভিনয়ে আজও স্মরণীয় অমরীশ পুরী

বলিউডের ‘মোগ্যাম্বো’ অভিনেতা অমরীশ পুরী (Amrish Puri)। নিজের দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে দাগ কেটে গিয়েছেন অভিনেতা। মূলত খল চরিত্রেই অভিনয় করতেন অমরীশ পুরী, তবে নিজের অভিনয়ে সেরা ছিলেন তিনি। যেমন লম্বা তেমনি চেহারার গড়ন, ডায়লগ বলার স্টাইল থেকে গলার স্বর সবটাই ছিল এক্কেবারে পারফেক্ট ম্যাচ।
দাপুটে অভিনয় দিয়ে বলিউড থেকে দর্শকদের মনে রাজত্ব করলেও রোগের কাছে হার মেনেছে অভিনেতা। ২০০৫ সালে আজকের দিনে, অর্থাৎ ১২ই জানুয়ারি প্রয়াত হয়েছিলেন অমরীশ পুরী। মস্তিষ্কের টিউমারের কারণে ৭২ বছর বয়সেই অগণিত ভক্তদের কাঁদিয়ে পৃথিবী ছাড়েন অভিনেতা। তবে তিনি প্রয়াত হলেও আজ নিজের অভিনয়ের মাধ্যমে বেঁচে রয়েছেন।

অমরীশ পুরী এর জন্ম ও অভিনয় জীবন
অনেকেই হয়তো জানেন না জন্মসূত্রে পাকিস্তানী অমরীশ পুরী। ১৯৩২ সালের ১২ই জুন পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেছিলেন অভিনেতা। দুই দাদা, এক দিদি ও এক ভাইয়ের সাথে একসাথেই বড় হয়েছিলেন অমরীশ পুরী। ছোট থেকেই অভিনয়ের প্রতি আকর্ষণ ছিল, দুই দাদাও বলিউডে কেরিয়ার তৈরী করেছিলেন খলনায়ক হিসাবেই। সেই দেখেই তিনিও ৫০ এর দশকে অভিনয়ে নাম লেখান।
অভিনয়ের জন্য মুম্বাইতে আসেন, কিন্তু প্রথমেই মেলেনি সাফল্য। অডিশনে রিজেক্টেড হয়ে আশা ছেড়েই দেন। এরপর সরকারি চাকরিতে নিযুক্ত হন, সেখানেই আলাপ হয় স্ত্রী উর্মিলার সাথে। প্রথমে দুই পরিবারে আপত্তি থাকলেও পরে বিয়ে মেনে নেয়। আর বিয়ের পর স্ত্রীর অনুপ্রেরণাতেই আবারও অভিনয়ে ফেরেন অমরীশ পুরী। চল্লিশ বছর বয়ে প্রথম ছবিতে অভিনয় করেন অভিনেতা।
তবে প্রথম ছবিকে পর থেকেই ধীরে ধীরে একাধিক ছবি পেতে থাকেন। দীর্ঘ ৩০ বছরের অভিনয় জীবনে ৪০০ এরও বেশি ছবিতে অভিনয় করেছিলেন অভিনেতা। প্রতিবারই দুর্দান্ত অভিনয়ে মন জয় করেছেন। মূলত খলনায়কের ভূমিকাতেই দেখা গিয়েছে তাকে। ‘মিস্টার ইন্ডিয়া’ ছবির মোগ্যাম্বো থেকে ‘ডিডিএলজে’ ছবির বাউজি এই দুই চরিত্র আজও প্রতিটা সিনেমাপ্রেমী দর্শকদের মনে যেন গেঁথে রয়ে গিয়েছে।
হলিউডেও অভিনয় করেছেন অমরীশ পুরী
শুধুই বলিউডে নয় হলিউডেও নিজের অভিনয়ের দক্ষতা প্রমাণ করেছেন অমরীশ পুরী। ‘ইন্ডিয়ানা জোন্স’ ছবির জন্য ডাক পেয়েছিলেন হলিউড থেকেও। তবে স্পষ্ট জানিয়ে দেন, অডিশন দিতে যেতে পারবেন না তিনি। দরকার থাকলে ভারতে এসে অডিশন নিন। এরপর ‘ইন্ডিয়ানা জোন্স’ ছবিতে দেখা গিয়েছে অমরীশ পুরীকে।