রজনী-জল্পনায় নতুন মোড়! গুজবে কান না দেওয়ার পরামর্শ দিলেন Boney Kapoor

অবশেষে জল্পনার অবসান ঘটালেন প্রযোজক বনি কাপুর ( Boney Kapoor )। দীর্ঘদিন ধরেই বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছিল দক্ষিণী তারকা ( Southern superstar ) রজনীকান্তের সঙ্গে কাজ করতে চলেছেন তিনি । প্রযোজক বনি কাপুর ( Boney Kapoor ) নিজেই তার সোশ্যাল মিডিয়ায় বিবৃতি জানিয়ে বলেন যে , রজনীকান্তের ( Rajinikanth )সঙ্গে এখনই কোনও কাজ করার পরিকল্পনা নেই ।

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল , বর্ষীয়ান প্রযোজক বনি কাপুর ( Boney Kapoor ) ও দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে একসাথে কাজ করতে দেখা যাবে । ইন্টারনেটে এই খবর ভাইরাল হয় । শোনা যায় যে, রজনীকান্ত ( Rajinikanth ) তাঁর কেরিয়ারের ১৭০ তম ছবিটি করবেন বনি কাপুরের সঙ্গে ।

আরও পড়ুন ……..clove adventages: দাঁতের ব্যথা হোক বা অ্যাসিডিটির জ্বালা, এক টুকরো লবঙ্গর উপকারিতা জানলে অবাক হবেন আপনিও

এই খবরটি নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উন্মাদনা তৈরি হয় । তবে এই খবর যে একেবারেই গুজব তা প্রকাশ্যে নিয়ে আসেন প্রযোজক বনি কাপুর ( Boney Kapoor ) স্বয়ং । তিনি তার টুইটার হ্যান্ডেলে লেখেন , ” রজনী দাদা আমার বহু বছরের পুরনো বন্ধু । আমরা একে অপরের সাথে নিয়মিত দেখা করি ও আমাদের মধ্যে বিভিন্ন রকম আলাপ আলোচনা হয় । যদি আমরা একসঙ্গে কোনোদিন কাজ করি তবে সেই খবর সবার প্রথমেই আমি আপনাদের দেব । আপনাদের এমন গুজবে কান দিতে হবে না । ” গুজবে আরও শোনা যায় যে বনি কাপুরের এই ছবি প্রযোজনা করবেন অরুণরাজা কামারাজ । রজনীকান্তের ( Rajinikanth ) সর্বাপেক্ষা হিট ছবি ” কাবালি ” তিনিই পরিচালনা করেন ।

আরও পড়ুন ….. Supreme Court : দশম-দ্বাদশের পরীক্ষা কী অফলাইনেই, শুনানি ঘিরে জোর চর্চা

অন্যদিকে রজনীকান্তের শেষ ছবি ছিল ” আন্নাথ “। এটি ছিল পারিবারিক অ্যাকশন সিনেমা । এরপর দীর্ঘদিন ধরে তাকে নতুন কোনো ছবিতে দেখা যায়নি। ভক্তদের মধ্যেও তাই জল্পনার সৃষ্টি হয়েছে এই সুপারস্টারকে নিয়ে । দক্ষিনী এই সুপারস্টারের ছবি সর্বদাই বক্স অফিসে সাফল্য নিয়ে এসেছে । তাই অনুরাগীদের উন্মাদনা থাকবে সেটা নতুন কিছু নয়। তবে অপেক্ষা এখন সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কবে আসবে নতুন কাজ ।




Leave a Reply

Back to top button