কিলো কিলো তেল মাখিয়েই দাদাগিরিতে বং গাই, সিনেবাপের মন্তব্যের পাল্টা উত্তর কিরণের

জি বাংলার একটি অন্যতম ননফিকশনাল শো হল দাদাগিরি আনলিমিটেড ( dadagiri ) । সৌরভ গাঙ্গুলী সঞ্চালিত এই রিয়ালিটি শোতে প্রতিদিনই দেখা যায় নতুন চমক। বিভিন্ন ক্ষেত্র থেকে বহু জনপ্রিয় ব্যক্তিত্বদের আনা হয় এই শোতে। দাদাগীরির মঞ্চে এসে দাদার সাথে হাসিতে আনন্দে সময় কাটান সেসব তারকারা। গত সপ্তাহের শনিবারেও সমাজের কিছু পরিচিত মুখ দাদাগিরিতে এসেছিলেন। যারা এসেছিলেন তারা সকলেই ছিলেন বাংলার জনপ্রিয় ভিডিও ক্রিয়েটর। এর মধ্যে হাজির ছিলেন বাংলার জনপ্রিয় ইউটিউবার বং গাই ওরফে কিরণ দত্ত, গৌরব তপাদার, ঝিলাম গুপ্তর মত আরও অন্যান্য ক্রিয়েটররাও। তবে এসব নিয়ে এক তীব্র বিতর্কের সূচনা ( bong guy cinebap mrinmoy controversy ) করেন বাংলার আরো এক ইউটিউবার সিনেবাপ মৃন্ময়।

আসলে দাদাগিরির সেদিনের ক্রিয়েটর স্পেশাল শোতে ডাকা হয় না সিনেবাপ মৃন্ময়কে। আর তা নিয়েই দাদাগিরির ক্রিয়েটিভ টিমের উপর অভিযোগের বান নিক্ষেপ করেন মৃন্ময়। এমনকি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ নিয়েও একপ্রকার ভেদাভেদ করার চেষ্টা করেন তিনি। মৃন্ময়ের কথা অনুযায়ী ক্রিয়েটরদের ওপর তার কোনো রাগ নেই, এবং তিনি সেসব ক্রিয়েটরদের যথেষ্ট সম্মানও করেন। কিন্তু একথা বলা সত্ত্বেও পরোক্ষভাবে মৃন্ময় তাদের খোঁচা দেন। তবে শেষমেশ এর পাল্টা উত্তর দিতে এই বিতর্কের ময়দানে নামেন বং গাইও।

সিনেবাপ মৃন্ময় যে ভিডিওটি করেন সেখানে তিনি ক্রিয়েটরদের নিয়ে কটূক্তি করেন। তার কথা অনুযায়ী সেই সকল ক্রিয়েটররা নাকি কিলো কিলো তেল মাখিয়েই দাদাগিরির মঞ্চে যাওয়ার সুযোগ পেয়েছেন। এছাড়াও উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ নিয়েও ভেদাভেদ করার চেষ্টা করেন মৃন্ময়। তিনি বলেন উত্তরবঙ্গের ছেলে মেয়েদের তুলনায় কলকাতার ছেলে মেয়েরা সবসময় বেশি সুযোগ-সুবিধা পায়। এছাড়াও বলিউডের নেপোটিজমকেও উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ভেদাভেদে টেনে আনেন তিনি। আর সিনেবাপের এই ভিডিও করার পর থেকেই নাগরিকরা দুদলে ভাগ হয়ে যায়, কেউ মৃন্ময়কে সমর্থন করে আবার কেউ তার কথায় সম্মতি জানায় না।

আরও পড়ুন: ফের চর্চায় সলমন-শেহনাজ প্রেম জল্পনা! গালে চুমু দিয়ে ছবি তুলতেই শোরগোল নেটপাড়ায়

নিজের করা এই ভিডিওতে মৃন্ময়কে পরোক্ষভাবে বারবার বং গাইকে কটাক্ষ করতে দেখা যায়। তবে অবশেষে এর পাল্টা উত্তর দিতে ছাড়েনি বং গাইও। সিনেবাপ মৃন্ময়ের বহু পুরনো ভিডিও তুলে বং গাই বলেন যে মেয়েদের কখনও যোগ্য সম্মান দেয়নি সিনেবাপ। বিভিন্ন যুক্তির মাধ্যমে মৃন্ময়কে রোস্ট করেন বং গাই। এরপর আবারও বং গাই-এর রোস্ট ভিডিওকে উদ্দেশ্য করে সিনেবাপ মৃন্ময় একটি ভিডিও বানান যেখানে বং গাইকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন তিনি। আর এই বিতর্ক শুরু হওয়ার পর থেকেই গো ইউটিউব মহলের কাছে এটি একটি চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমন কোন ক্রিয়েটর নেই যারা এই বিষয় নিয়ে কথা বলেননি। ইতিমধ্যে বহু ইউটিউবার বং গাই-এর হয়ে ভিডিও বানিয়েছে আবার কেউ কেউ মৃন্ময়ের কথার সাথেও সম্মতি জানিয়েছে। এবার দেখার বিষয় এই যে এই বিতর্কে ঝড় কত দিন স্থায়ী হয়।

আরও পড়ুন: জিতু ভাইয়ার আকাশছোঁয়া বাড়ি! পঞ্চায়েতের সচীবের সম্পত্তি শুনে চোখ কপালে উঠল নেটিজেনদের




Leave a Reply

Back to top button