ধর্মেন্দ্রের মুখে ‘চাক্কি পিসিং’ সংলাপে আজও শিহরিত হিন্দি ইন্ডাস্ট্রি, মুক্তির ৪৬ বছরেও তুমুল জনপ্রিয় রমেশ সিপ্পির ‘শোলে’

প্রিয়া ধর, কলকাতাঃ ভারতীয় সিনেমার ইতিহাসে যুগান্তরকারি সৃষ্টি করেছিল যে সিনেমাটি তা হল ‘শোলে’ ( Sholay )। মুক্তির চার দশক পরেও আজও সমানভাবে পরিচিত ও জনপ্রিয় এই সিনেমাটি। চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে সবথেকে আলোড়িত ও হিট ছবির তালিকায় শীর্ষে ( greatest films of Indian cinema ) অবস্তান করবে ‘শোলে’। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট মুক্তি পেয়েছিল রমেশ সিপ্পির ‘শোলে’। ৪৬ বছর পরেও জনমানসে স্বীকৃত ‘শোলে’ ( Sholay completed 46 years )। এই সিনেমার হাত ধরেই হিন্দি সিনেমার ভাষা বদলাতে থাকে। চেনা চক থেকে বেরিয়ে নতুনভাবে সিনেমাকে ভাবতে শিখিয়েছে বলিউডের এই মাস্টারপিস। সিনে জগতের মাইলফলক নামেও পরিচিত বলিউডের তাবড় হিট ‘শোলে’।

রমেশ সিপ্পির অসাধারণ পরিচালনা দক্ষতা, স্ক্রিপ্ট রাইটিং, কলা-কুশলী নির্বাচন, নির্দেশনা সব মিলিয়ে এই সিনেমাটিকে একটি শক্তিশালী ভীত প্রদান করেছিল। আর এই ছবির মূল ইউএসপি পয়েন্ট হল ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, হেমা মালিনী,জয়া বচ্চন, সঞ্জীব কুমার প্রমুখ আরও অনেক নামজাদা কলা-কুশলীগণ। এই চলচ্চিত্রের জন্য সিনেমার নির্মাতাগণ ও অভিনেতা-অভিনেত্রীরা বছরের পর বছর ধরে সম্মান ও স্বীকৃতি পেয়েছেন।

Sholay
Sholay

আরও পড়ুন…………লোকে কূটকাচালি, সাংসারিক অশান্তি ভালোবাসে! ফের পারিবারিক টানাপোড়েন নিয়েই পর্দায় ফিরছেন ঋষি কৌশিক

এই ছবিকে কেন্দ্র করে অনেক গল্প আছে। কথিত আছে যে এই ছবির সেট থেকেই ধর্মেন্দ্র ( Veeru-Dharmendra ) ও হেমা মালিনীর ( Hema Malini-Basanti ) প্রেমের সূত্রপাত হয়। ‘শোলে’ সিনেমাটির গল্প প্রসঙ্গে ধর্মেন্দ্র আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি নিজেও অনেকবার তার বক্তব্যে জানিয়েছেন যে এই সিনেমাটি তার জীবনে প্রেম নিয়ে এসেছিল। শুটিং চলাকালীন হেমা মালিনীর সাথে তা অভিনীত দৃশ্যগুলো তিনি খুব চুটিয়ে উপভোগ করতেন। সিনেমার পরিচালকও রমেশ সিপ্পির বক্তব্যেও উঠে এসেছে এই ছবির সেটে ঘটে যাওয়া কিছু মিষ্টি মুহূর্ত।

Sholay
Sholay

জানা যায় যে, ধর্মেন্দ্র প্রথমে এই ছবিতে ঠাকুরের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন। পরে জানতে পারেন বীরুর সাথেই বসন্তীর মধুরেণ সমাপয়েৎ হবে তখন তিনি আর টু শব্দটি করেননি। এই সিনেমার হাত ধরেই বলিউডের উঠে আসে অমিতাভ, হেমা, ধর্মেন্দ্র ও জয়া বচ্চনের মত তারকারা। বলিউডে কান পাতলে এরকমও শোনা যেত যে অমিতাভ ও জয়ার প্রেম কাহিনীও নাকি ‘শোলের’ হাত ধরেই শুরু হয়।

আরও পড়ুন………রাবণের পর এবার চেঙ্গিস খানের ভূমিকায় পর্দা কাঁপাবেন জিৎ! সঙ্গী হাঁটুর বয়সী সুস্মিতা

ভারতীয় সিনে জগতে সর্বেসর্বা সিনেমার উদাহারণ বললে অবশ্যই বলতে হয় ‘শোলে’। এই সিনেমার প্রতিটি ডায়ালগ আজও ছোট বড় সকলের মুখে ঘুরে। ‘বসন্তী কুত্তে কে সামনে মাত নাচ না’, ‘যব তাক হ্যায় জান’ আজও সমানতালে জনপ্রিয়। আজও লোকের প্লে লিস্টে প্রিয় গান আর প্রিয় সিনেমায় ‘শোলে’ খুঁজে পাওয়া যায়।




Leave a Reply

Back to top button