Hairstyle – সৌন্দর্যের পরিচয়! দীপিকা থেকে কারিনা দেখে নিন বি টাউনের সুন্দরীদের হেয়ারস্টাইল

হেয়ারস্টাইলের(Hairstyle) পরিবর্তন আপনার লুকসে(Looks) আনতে পারে নতুনত্ব ও গ্ল্যামারের(Glamourous) ছোঁয়া। চুল ছোটো করে ফেলাটা অনেকের কাছেই বেশ চ্যালেঞ্জিং একটা বিষয়, তবে আপনার এই সিদ্ধান্তটিকে কার্যকরের ক্ষেত্রে ‘বলিউড ডিভা'(Bollywood Diva) দের হেয়ারস্টাইল আপনাকে অনুপ্রেরণা দেবেই।
দীপিকা পাড়ুকোনের বব লুকস হোক বা জাহ্নবীর লম্বা স্তরযুক্ত চুল, সেলিব্রিটিদের ট্রেন্ডি লুকস(Trendy looks) দেখলেই আপনি ধারণা পেতে পারেন আপনার জন্য সেরা কোনটি। আসুন দেখে নেওয়া যাক, পাঁচ জনপ্রিয় ‘বলিউড ডিভা’র ২০২১ সালের হেয়ারস্টাইলের সেরা লুকস্।
১) দীপিকা পাড়ুকোনের ‘বব কাট’ :
-
বড়পর্দায় ফিরছে তনু-মনুDecember 14, 2023
-
৭৩-এ পা, দুধ দিয়ে ‘থালাইভা’র মূর্তি স্নান করালেন ভক্তরাDecember 13, 2023
দীপিকা পাড়ুকোনের নতুন চুলের ধরন তাঁকে অভাবনীয় সুন্দরী করে তুলেছেন। রকিং মিড-লেন্থ(Mid-length) থেকে শুরু করে লম্বা বব এবং ভোঁতা ববের মতো ছোট শৈলী পর্যন্ত, প্রতিটি হেয়ার লুকসেই নিজেকে অসাধারণভাবে ব্যক্তিত্বের সঙ্গে ফুটিয়ে তোলেন বলিউডের ‘মাস্তানি’। দীপিকা তার ক্যারামেল-হ্যুড হাইলাইটের জন্য পরিচিত অনেকদিন ধরেই,তবে বর্তমানে তিনি মধু-বাদামী রঙের একটি টেক্সচারড বব বেছে নিয়েছে।
২) করিনা কাপুর খানের ‘টেক্সচারড লুক’ :
চলতি বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীয়বারের জন্য মা হয়েছেন করিনা কাপুর খান। এরপর তিনি সেলিব্রিটি হেয়ারস্টাইলিস্ট ইয়ান্নি সাপাতোরির কাছ থেকে একটি নতুন হেয়ার কাট করান। তিনী কাঁধ পর্যন্ত দৈর্ঘ্যের টেক্সচারযুক্ত স্তরগুলির সাথে বালায়েজকে বেছে নিয়েছিলেন। যারা ছোট চুল কাটতে ভয় পান তাদের জন্য এটি উপযুক্ত।
৩) জাহ্নবী কাপুরের ‘লং লেয়ার’ :
যারা ছোট চুল কাটা পছন্দ করেন না, তাদের জন্য এটি যথাযথ পছন্দ হবে। জানভির মতো ‘ব্যাং’ যোগ করলে “ভলিউম’ বাড়তে পারে এবং আপনার মুখের বৈশিষ্ট্যগুলিকে আলাদা করে ফুটিয়ে তোলা সহজ হবে।
৪) শিল্পা শেট্টির ‘লঙ কার্টেন ব্যাংস’ :
শিল্পা শেট্টির এই ‘লঙ কার্টুন ব্যাংস’ হল এই বছরের সবচেয়ে চর্চিত লুক। এটির প্রধান বিশেষত্ব হল, এটি যে কারোর মুখেই যথাযথভাবে মানিয়ে যায়।
৫) অনুষ্কা শর্মার ‘বব কাট’ :
করিনা কাপুর খানের মতন বিরাট গৃহিনী অনুষ্কাও নিজের হেয়ারস্টাইলের মাধ্যমে লুকসে পরিবর্তন এনেছেন। শুধু নিজের দমনীয় পোশাকেই নয়। একটি সহজ, মার্জিত, সুন্দর ‘বব’ কাটের কারণে তিনি সহজেই নিজের চুলকেও নিয়ন্ত্রণ করতে পারেন।