সৌন্দর্যে মাকেও শিগগিরই টপকাবে মেয়ে! কাজল কন্যা নাইসার হট লুকে বেসামাল নেটপাড়া

অভিনেতা অজয় দেবগণ ও কাজলের অষ্টাদশী কন্যা নাইসাকে ( Nysa devgan ) নিয়ে বলিউডে প্রায়ই শোরগোল শোনা যায়। অনেক সময় গুঞ্জন শোনা যায় যে, নাইসা এবার বলিউডে আসতে চলেছেন। আবার অনেক নেটিজেন বলেন যে অভিনেত্রী কাজল নাকি মেয়ে নাইসাকে বলিউডে আনার পূর্বপ্রস্তুতি প্রায়ই সেরেই রেখেছেন। এই জল্পনা কল্পনা আদৌ কতটা সত্যিই সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে সম্প্রতি বি টাউনে কাজলের মেয়ে নাইসাকে নিয়ে বেশিই চর্চা হচ্ছে।

বেশ কিছুদিন আগেই অভিনেত্রী কাজলের মেয়ে ( Kajol’s daughter Nysa Devgan ) নাইসাকে মনীষ মলহোত্রার পোশাকে র্যাম্পে হাঁটতে দেখা গিয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল আরও বেড়ে যায়। কাজলের মেয়ে নাইসাকে এর আগেও সামাজিক মাধ্যমে দেখা গিয়েছে নিজের লাস্যমইয়ি রুপ প্রকাশ্যে আনতে। বলিউডের নামজাদা ফ্যাশন ডিজাইনারদের মধ্যে অন্যতম হল মনীষ মলহোত্রা ( Manish Malhotra’s Outfit ), তার তৈরি পোশাকে হাঁটতে দেখে অনুরাগীরা তাই ধররেই নিয়েছেন এবার বলিউডে অভিষেক করতে চলেছেন তারকা সন্তান নাইসা।
আরও পড়ুন…………প্রসেনজিৎ ঋতুর চক্রান্তে শেষ হয়েছিল কেরিয়ার! লক্ষ্মীর ভাঁড় ভেঙে পেট চলেছিল অভিষেকের

মনীষের পোশাকে নাইসাকে দেখাচ্ছিল অসাধারণ ও লাস্যময়ি। পরনে ছিল কালো ও ঝরির কাজ করা স্লিম ফিট গাউন। ডিজাইনার এই গাউনে যেন নাইসার রুপের মাত্রা আর দ্বিগুণ বৃদ্ধি পেল। নাইসার হ্লাকা ক্লিভেজে আরও বেশি আবেদনময়ী দেখাচ্ছিল। অনেকেই নাইসার এই লুকের প্রশংসা করেছেন। অনেকেই কমেন্টে লিখেছেন যে, নাইসাকে একেবারে তার মায়ের মতই লাগছে। এ যেন যেমন মা তেমন মেয়ে। কাজলের মতই সুন্দরী ও সেক্সি হয়েছে বলে মন্তব্য করেন অনেক নেটিজেন।
আরও পড়ুন…………ক্রিকেটার ঈশান কিষানের প্রেমিকা সৌন্দর্যে হার মানাবে নায়িকাদেরও, রইল ‘হট’ ছবি
মা কাজল ( Actress Kajol ) নিজেও তার সামাজিক মাধ্যমে নিজের মেয়ের শেয়ার করেন। মা মেয়ের যুগলবন্দি যে ভারী মিষ্টি সে কথা তাদের ছবি দেখলেই বোঝা যায়। তবে মেয়ে নাইসার বলিউডে আসার ব্যপারে মা কাজল সেভাবে কখনও মুখ খোলেননি। তবে মেয়ে নাইসার যে বলিউডে ভরপুর আগ্রহ সে কথা আর বলার নেই। বর্তমানে নাইসা পড়াশুনো করলেও আগামীতে সে বলিউড ইন্ডাস্ট্রিতেই কাজ করতে ইচ্ছুক একথা নাইসাও বহুবার জানিয়েছে। ভালো সুযোগ পেলে তিনি খুব বেশি দেরী করবেন না বলে জানিয়েছেন।