Farah Khan: বিয়ে করেও টেকেনি সংসার! সাত পাকের কয়েক মাসের মধ্যেই শ্বশুরবাড়ি ছেড়ে পালিয়েছিল ফারহা খান

মন্টি শীল, কলকাতা : সাধারণত অনুরাগী মহলে বলিউডের এই বিশিষ্ট তারকার পরিচিত একজন বিশিষ্ট ডান্স কোরিওগ্রাফার হিসেবে। বলিউডের একাধিক জনপ্রিয় সিনেমার গানে তারকাদের কোরিওগ্রাফি করতে দেখা গিয়েছে এই বলি তারকাকে। শুধু তাই নয়, নাচ পরিচালনার সঙ্গে সঙ্গে এই বলি তারকা সমান ভাবে দক্ষ্য সিনেমা পরিচালনায়। আর তাই নিজ প্রতিভার জোরে পরিচালকের ভুমিকা পালন করেছেন বলিউডের একাধিক জনপ্রিয় সিনেমাতে। হ্যাঁ ঠিকই ধরেছেন, বলিউডের এই প্রতিভাবান তারকার নাম হল ফারহা খান ( Farah Khan )।
বলিউডের এই বিশিষ্ট তারকা তাঁর অসামান্য প্রতিভার দরুন রীতিমতো মাতিয়ে রেখেছেন সমগ্র বিনোদন জগৎ। কিন্তু বলিউডের এই জনপ্রিয় তারকার সম্পর্কে এমন কিছু অজানা তথ্য রয়েছে যা শোনার পর রীতিমতো হতবাক হবেন আপনিও। সাধারণত বলি তারকা ফারহা খান ( Farah Khan ) তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে খোলামেলা আলোচনা করতে পছন্দ করেন না। কিন্তু সম্প্রতি গায়ক মিকা সিং-এর সঞ্চালিত এক রিয়ালিটি শো থেকে তাঁর অজানা প্রেম কাহিনীর সম্পর্কে জানা গিয়েছে। ফারহা বলেছেন, ‘২০০৪ সালে পেশায় ফিল্ম এডিটর শিরীষ কুন্দর ( Shirish Kunder ) কে বিয়ে করেছিলেন ফারাহ খান ( Farah Khan )।’
বলি তারকার বক্তব্য অনুযায়ী, ‘তাঁরা দুজনেই একে অপরকে ভালোবাসে বিয়ে করেছিলেন।’ শুধু তাই নয় বলি তারকা বলেন, তাঁর স্বামী শিরীষ কুন্দর ( Shirish Kunder ) তাঁর থেকে আট বছরের ছোট ছিলেন। ফারহা খান ( Farah Khan ) প্রকাশ্য মঞ্চে বলেছিলেন, ‘ভিন ধর্মে বিয়ে, আলাদা সংস্কৃতি, আলাদা রীতিনীতিতে মানিয়ে নেওয়া তাঁর জন্য সহজ ছিল না। তাঁই তিনি একটা সময় শ্বশুর বাড়ি এবং স্বামীকে ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি।’ যা শোনার পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সমগ্র বিনোদন জগতে। গায়ক মিকা সিং এর ওই শো এর মঞ্চে দাঁড়িয়ে ফারহা ( Farah Khan ) বলেছেন, ‘একটি মেয়ের তখনই বিয়ে করা উচিত যখন সে মানসিক ভাবে পুরোপুরি প্রস্তুত।’
যদিও এরপর বলিউড তারকা ফারহা খান ( Farah Khan ) বলেছেন, ‘মিকা তাঁর অনেকদিনের পরিচিত মানুষ, তাঁর মন অতিব সংবেদনশীল। ওর জন্য কোনও ভালো মেয়েই অপেক্ষা করে রয়েছে। তবে বয়স নয়, সঠিক মনের মানুষ পেলেই বিয়ে করে নেওয়াটাই সমীচীন।’ তবে ব্যক্তিগত জীবনে একাধিক বিতর্ক থাকলেও কোরিওগ্রাফার ফারহা খান ( Farah Khan ) বর্তমানে বেশ সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে দিয়ে দিন যাপন করছেন। জানা গিয়েছে, এই মুহূর্তে বলি তারকা তাঁর তিন সন্তান ডিভা, অন্যা এবং সেজার সঙ্গে কোহ সামুইতে ছুটি কাটাতে গিয়েছেন।