সিনেমায় কি টাকার অভাব? রেস্তরাঁর দরজায় দাঁড়িয়ে ক্রেতা টানছেন গাঙ্গুবাঈ বেশে আলিয়া

মন্টি শীল, কলকাতা : বিতর্ক এবং বলিউড, এ ঠিক যেন একে অপরের পরিপূরক। সম্প্রতি বিভিন্ন ধরনের বিষয় নিয়ে বিভিন্ন রকমের বিতর্কিত ঘটনায় সামিল রয়েছে বলিউড (Bollywood)। তবে সম্প্রতি যেই ঘটনাটি সোশ্যাল মিডিয়া (Social media) মারফত সকলের সামনে এসেছে তা দেখা পর রীতিমতো হতবাক হবেন আপনিও। বলিউডের সদ্য মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় সিনেমা গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি (Gangubai Kathiawadi)-এর একটি জনপ্রিয় দৃশ্য ব্যবহার করে বিতর্কের সম্মুখীন হয়েছে পাকিস্তানের এক রেস্তরাঁ।

জানা গিয়েছে, করাচির ওই জনপ্রিয় রেস্টুরেন্টটি প্রতি সোমবার তাদের পুরুষ গ্রাহকদের জন্য বিশেষ ছাড় এর বন্দবস্ত করা হয়। নিয়মানুযায়ী এইদিনেও সেই বন্দবস্ত করা হয়েছিল, কিন্তু রেস্টুরেন্টে গ্রাহকদের ভীড় বাড়ানোর জন্য বলিউড অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt) অভিনিত সিনেমা গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি (Gangubai Kathiawadi)-সিনেমার একটি বিশেষ দৃশ্যের ছবি রেস্টুরেন্টের পোস্টারে ব্যবহার করা হয়। আর এই দৃশ্য সামনে আসতেই তুমুল উত্তেজনা দেখা গিয়েছে সমগ্র নেট দুনিয়া জুড়ে। এমনকি সোশ্যাল মিডিয়াতেও রীতিমতো ভাইরাল হয়েছে ওই রেস্টুরেন্টের বিতর্কত পোস্টার।

20c62

 

View this post on Instagram

 

A post shared by Swing 🌸 (@swing.khi)

তবে এখানেই শেষ হয়ে যায়নি এই বিতর্কত ঘটনার। সোস্যাল মিডিয়াতে ওই বিতর্কত রেস্টুরেন্টের পোস্টার ভাইরাল হওয়া মাত্রই নেট দুনিয়াতে ভিন্ন ভিন্ন রকমের কুরুচিপূর্ণ মন্তব্যের ঝড় উঠতে শুরু করে। এমনকি বাদ যায়নি ওই রেস্টুরেন্টও। যদিও এই ধরনের কাজ করা পর সোশ্যাল মিডিয়াতে নিন্দার ঝড় দেখে তৎক্ষনাত রেস্টুরেন্টের কর্তৃপক্ষের তরফ থেকে ক্ষমা প্রার্থনা করা হয়েছে। বিতর্কিত রেস্টুরেন্টের বক্তব্য, ‘তাদের এই কাজের দরুন কারোরই মনে আঘাত হানতে চাননি তারা। তাদের মূলত লক্ষ্য ছিল রেস্টুরেন্টে গ্রাহকদের আপ্যায়ন করা। কিন্তু এই ঘটনার জন্য তাঁরা ক্ষমাপ্রার্থী’।

 

View this post on Instagram

 

A post shared by Swing 🌸 (@swing.khi)

বলিউডের জনপ্রিয় পরিচালক ‘সঞ্জয় লীলা বনশালি’ পরিচালিত সিনেমা ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ (Gangubai Kathiawadi) গত ২৫ শে ফেব্রুয়ারি ২০২২ বড় পর্দায় মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়ার পর বিভিন্ন মহলে প্রসংশা অর্জন করেছে এই সিনেমা। বিশেষত, অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt) এর অভিনয় বিশেষ ভাবে প্রসংশিত হয়েছে। সিনেমাতে অভিনেত্রীকে দেখা গিয়েছিল একজন যৌন কর্মীর ভুমিকায় অভিনয় করতে। এই সিনেমারই এক বিশেষ দৃশ্যের অনুকরণ করে প্রচারের কাজে ব্যবহার করেছেন পাকিস্তানের এক জনপ্রিয় রেস্টুরেন্ট ‘সূইং’। যার জেরে রীতিমতো শোরগোল সর্বত্র।




Leave a Reply

Back to top button