শীঘ্রই বিয়ের পিড়িতে বসছেন ! জানালেন কঙ্গনা

জানেন কি খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছেন কঙ্গনা। কবে করছে তবে বিয়েটা? জেনে নিন বিস্তারিত

আমিও একটা সংসার চাই, সুখী জীবন কাটাতে চাই। বললেন জনপ্রিয় অভিনেত্রী। আগামী ৫ বছরের মধ্যেই বিয়ে সেরে ফেলতে চান তিনি। এছাড়াও নিজের ব্যাক্তিগত জীবন সম্পর্কিত এর আগের সম্পর্কগুলো নিয়েও খলাখলি কথা বললেন ।

তিনি আর কেউ না বলিউড জগতের সবচেয়ে জনপ্রিয় ও একজন বিতর্কিত নারী। যাকে একসময় তার নিজস্ব বক্তব্যের জন্যও সরিয়ে দেওয়া হয়েছে বিখ্যাত এক সোসিয়াল মিডিয়ার সাইট থেকে। বলিউডের নামকরা ডিরেক্টরদের সাথে কাজ করার পাশাপাশি সাউথের বিভিন্ন ছবিতে তাকে দেখা যাচ্ছে। বর্তমানে তাকে ‘তেজাস’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে। তিনি তার অভিনয় জগতে বরাবরই চ্যালেঞ্জিং রোলগুলিতে অভিনয় করতে ভালোবাসেন। তবে নতুন ছবির প্রচারে ব্যাস্ত থাকার পাশাপাশি মিডিয়ার সাথে নিজের বিয়ে ও ব্যাক্তিগত জীবন কাহিনী সম্পর্কে প্রকাশ করলেন।

তাঁর কথায়, ‘প্রতিটা মেয়েই বিয়ে করার স্বপ্ন দেখে। সংসারের স্বপ্ন দেখে। আমি ভীষণ রকম ফ্যামিলি পারসন। পরিবার আমার জন্য ভীষণই জরুরি। আমিও বিয়ে করতে চাই, পরিবার চাই। আর সবটা ৫ বছরের মধ্যেই হবে। ব্যাপারটা যদি অ্যারেঞ্জ প্লাস লাভ ম্যারেজ হয় তাহলে খুব ভালো হবে।’

যা বললেন নিজের অতীত নিয়ে – বিয়ে করতে চান খুব শিগগির ত বটেই কিন্তু তার সাথে জানালেন নিজের অতীতে ঠিক কি কি ঘটেছিল তার ।বললেন, ‘সম্পর্কে যে তুমি সবসময় সফল হবে এমনটা একদমই নয়। আর খুব অল্প বয়সে যদি সেই সাফল্য না পাও বিশ্বাস করো তুমি সত্যিই লাকি। আর এটাই আমার সঙ্গে হয়েছিল। আমি এতটাই ডুবেছিলাম সম্পর্কটা নিয়ে, সেটা টিকিয়ে রাখার জন্য এতাই চেষ্টা করেছিলাম যে যদি সম্পর্কটা টিকে যেত তাহলে আমি আমার সব সময় তাতেই দিতাম। ভাগ্যবশত সম্পর্কটা কাজ করেনি। আমার মনে হয় ইশ্বর আমায় রক্ষা করেছেন। কিন্তু এই ভাবনাটা, এই চিন্তাটা অনেক পরে এসেছে আমার মাথায়।’

পাশাপাশি সব কিছু নিয়ে কথা বলার পরও জানালেন নিজের নতুন ছবির বিষয়ে। ‘তেজাস’ ছবিটি মুক্তি পেয়ে চলেছে ২৭ অক্টোবর। সেখানে তাকে দেখা যাবে ফাইটার পাইলটের চরিত্রে। তবে বিষয়টি ঠিক কি তা দেখতে হলে পৌঁছে যেতে হবে হলে সিনেমাটি দেখতে।




Leave a Reply

Back to top button