পিলুকে ছেড়ে অন্য দুয়ারে গৌরব! চুপিসারে ‛রঞ্জা’র সঙ্গে জমিয়েছেন প্রেমের মধু

জয়িতা চৌধুরী, কলকাতা: ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘পিলু’ ( Pilu )। নাচের অনুষ্ঠানে মাতিয়ে আসা মেঘা দাঁ ( Megha Daw ) বর্তমানে মাতিয়ে রেখেছেন ধারাবাহিকের দর্শকদেরও। পর্দায় অভিনেতা গৌরব রায়চৌধুরীর ( Gourav Roy Chowdhury ) সঙ্গে তাঁর অনস্ক্রিন কেমিস্ট্রিও নজর কাড়ছে দর্শকদের। তবে ‘পিলু’ নয় বাস্তবে ধারাবাহিকের খলনায়িকা ‘রঞ্জা’র সঙ্গে প্রেম করছেন গৌরব! এমনই খবর শোনা যাচ্ছে টেলিপাড়ায়ে। বাস্তবে এই হিসেব নাকি একদম উলটো।

ধারাবাহিকের কাহিনি অনুযায়ী শুরু থেকেই রঞ্জা ভালোবাসে বাবার সবচেয়ে প্রিয় শিষ্য আহিরকে। কিন্তু ভাগ্যের খেলা! আহিরের সঙ্গে বিয়ে হয় পিলুর আর রঞ্জা ফাঁদে পড়ে ‘দুষ্টুলোক’ মল্লারের গলায় মালা দেয়। আর সেই রঞ্জার সঙ্গে জমে উঠেছে গৌরবের রোম্যান্স। বছর দুয়েক আগে অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যর সঙ্গে প্রেমের বাঁধনে বাঁধা পড়েছিলেন গৌরব। তবে কয়েক মা যেতে না যেতেই তাদের সম্পর্কে ইতি টানতে হয়।

pilu 1

এরপরই কানাঘুষোয়ে শোনা যায় ‘ওগো নিরুপমা’ সিরিয়ালের সহ- অভিনেত্রী অর্কজাকে ডেট করছেন গৌরব।কিন্তু ধারাবাহিক শেষ হতেই গুঞ্জনে ইতি। আর তার পরই ফিসফিসানি ওঠে ইধিকার জন্যই নাকি গৌরব আর অকর্জার মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। এই মুহূর্তে গোপনে প্রেম করছেন তারা। অভিনেত্রী আরও বলেন, ধারাবাহিকেও গৌরবের সঙ্গে তিনি প্রেম করেন না। সেখানে ধ্রুবজ্যোতি সরকার তাঁর নায়ক। আর তা সত্ত্বেও কেন গৌরবদার সঙ্গে তাঁর নাম জড়নো হচ্ছে কেণ মাথায় ঢুকছে না।

এই বিষয়ে ইধিকাকে জিজ্ঞেস করলে তিনি একটি সাক্ষাৎকারে জানান, ‘মাঝে মাঝেই এই কথা শুনতে পাই। আমার মাকেও একই কথা শুনতে হয় প্রায়শই। কিন্তু সত্যি বলছি, আমি আর গৌরবদা (রায়চৌধুরী) খুব ভালো বন্ধু। কেন যে আমাদের নিয়ে লোকের এই ধারণা? ভগবান জানে। ’অভিনেত্রী আরো যোগ করেন,”সেটের বাইরে একসঙ্গে কখনও হ্যাং আউট করিনি আমরা, একসঙ্গে ছবিও নেই- শুধু কয়েকটা রিল ভিডিয়ো। সেই থেকে যদি এমন গসিপ ছড়ায় তা নেহাত হাস্যকর।

pilu 2

প্রেমের গুঞ্জন কতোটা খাঁটি বা কতটা খাদ আছে তা তো সময় বলবে। তবে এই মুহুর্তে দাড়িয়ে ছোট পর্দায় জনপ্রিয় মুখ, অভিনেত্রী ইথিকা পাল। অভিনয়ের পাশাপাশি নাচেও দুর্দান্ত পারদর্শী তিনি। জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক রিমলির নায়িকা ছিলেন ইধিকা। প্রথম ধারাবাহিক ‘কপালকুণ্ডলা’। ধারাবাহিকে পদ্মাবতীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ইধিকার দ্বিতীয় ধারাবাহিক ‘রিমলি’। টিআরপি রেটিং একদম কম হওয়ায় খুব অল্প সময়ের মধ্যে, কয়েক মাস আগে বন্ধ হয়ে যায় এই ধারাবাহিক। জি বাংলার পর্দায় এক গরিব দরিদ্র চাষী পরিবারের মেয়ের জীবন নিয়ে আবর্তিত ছিল ধারাবাহিকের গল্প।




Leave a Reply

Back to top button