বৌ বিদায় হতেই পরিবারে আনলেন নতুন সদস্য, এবার কিনবেন বাড়ি

জয়িতা চৌধুরী, কলকাতা: অবশেষে নিজের স্বপ্ন পূরণ করলেন হিরো আলম ( hero alam) । আমাদের রাজ্য ও পড়শি দেশ বাংলাদেশের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া স্টার তিনি। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার পোস্ট করা মজার ভিডিওগুলির সুবাদে বেশ পরিচিত মুখ হয়েছেন অল্প কিছুদিনের মধ্যে। তার নাকি দীর্ঘ দিন যাবৎ স্বপ্ন ছিল নিজের গাড়ি কেনার। এবার সেই দীর্ঘদিনের স্বপ্নই পূরণ তিনি। ঝাঁ চকচকে নতুন চারচাকা কিনেছেন বাংলাদেশের জনপ্রিয় এই ইউটিউবার ( youtuuber )।

বাংলাদেশের ( Bangladesh ) একটি পোর্টালে দেওয়া সাক্ষাৎকার থেকে জানা যাচ্ছে সাদা রঙের ২০১৮ মডেলের একটি টয়োটা ফিল্ডার গাড়ি কিনেছেন জনপ্রিয় এই ইউটিউবার ।, ফেসবুক ( Facebook ) লাইভে ( Facebook live ) এসে নতুন গাড়ি দেখিয়ে হিরো আলম বলেন ‘আমার স্বপ্ন ছিল সৎ পথে একটা গাড়ি কিনব। আল্লাহ আমার সেই স্বপ্নটা পূরণ করেছেন। এখন ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনতে পারলেই আমার সব স্বপ্ন পূরণ হবে।’

hero alam wife

বাংলাদেশের সংবাদমাধ্যমকে তিনি আরও জানান, তাঁর স্বপ্ন ছিল সৎপথে রোজগার করে নিজের একটা গাড়ি কিনবেন। প্রতি মাসে তাঁর রোজগারের পরিমাণ সমান না হলেও এই গাড়ি কেনার জন্য একটু একটু করে সঞ্চয় করেছিলেন তিনি। কোনো মাসে ৫০ হাজার টাকা রোজগার হয় তো কোনো মাসে আবার ৩ লক্ষ। আয়ের একটি বড় অংশ আসে সোশ্যাল মিডিয়া থেকে। একটু একটু করে টাকা জমিয়ে পাঁচটা সিনেমা করেছেন তিনি। সেই টাকা দিয়েই কিনেছেন গাড়ি।

আরও পড়ুনঃ চরিত্রের দোষেই বিয়ে হয়নি ভাইজানের! কার্ড ছেপেও ভেস্তে ছিল সলমনের বিবাহ অভিযান

আরও পড়ুনঃরণক্ষেত্রে স্যান্ডি! কিরণ-সিনেবাপের বচসার ঝড় থামাতে ব্রম্ভাস্ত্র তাঁর ঠোঁট কাটা মন্তব্য

বাংলাদেশি মুদ্রায়ে একটি টয়োটা ফিল্ডার ২০১৮ মডেলের দাম ২৬ লক্ষ টাকা! শ্যুটিংয়ের জন্য বিভিন্ন জায়গায় যাতায়াতে তাঁর বেশ অসুবিধে হয়। তাই নিজের সুবিধের জন্যই গাড়ি কিনেছেন গাড়িটি। তবে অনেক নেট নাগরিকদের কথায়ে বউ বিদায় হতেই লক্ষ্মী লাভ হয়েছে হিরো আলমের। বেশ কিছুদিন ধরেই সনা যাচ্ছিল তার ঘর ভাঙার গুঞ্জন। তার স্ত্রী নুসরাত জাহান তাকে নাকি ডিভোর্সের চিঠি পাঠিয়েছে। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন হিরো আলম।

তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশেরই এক সাংবাদিক নাকি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিচ্ছেদের ভুয়ো খবর রটিয়েছেন। ওই সাংবাদিক নাকি তাঁর প্রথম বিচ্ছেদের খবর কাজে লাগিয়ে এসব করছেন। এর আগেও তাঁকে নানান ভাবে অপদস্থ করার চেষ্টা করেছেন ওই সাংবাদিক। তার ভাষ্যমতে, ‘বছর খানেক ধরেই তো আমরা সংসার ভেঙে যাচ্ছে নিয়ে নিউজ হয়েছে। কই এখনো তো ভাঙল না। মাঝে কিছুদিন স্ত্রীর সঙ্গে রাগ অভিমান ছিল। প্রতিটি সংসারেই কিছু না কিছু ঝামেলা থাকে। আমার বেলাও তাই হয়েছে। কিন্তু সেটা আবার ঠিক হয়েও গেছে। আমার সংসার ভাঙেনি। আমরা ঠিক আছি।’

আরও পড়ুনঃআজ কি অফিসের ঝামেলাকে এড়ানো সম্ভব? কেমন যাবে আজকের দিন, জেনে নিন আপনার আজকের রাশিফল




Leave a Reply

Back to top button