বউ থাকতেও মন নেই ঘরে! ক্যাট-ভিকির বিয়ের একবছর হওয়ার আগেই সতীন ক্যাটরিনার জীবনে

জয়িতা চৌধুরী, কলকাতা: সম্প্রীতি বিয়ে করেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ( Vicky Kaushal and Katrina Kaif )। গত বছরের ডিসেম্বর মাসেই রাজস্থানের রাজকীয় প্রাসাদে ধুমধাম করে বিয়ে পেরেছিলেন এই লাভ বার্ডস। এই মুহুর্তে নবদম্পতি সংসার করছেন চুটিয়ে। দেশ-বিদেশে শুধু ঘুরতে যাওয়াই নয় স্বামীর জন্য মাঝেসাজে তার পছন্দের পদও রান্না করছেন ক্যাট। সোশ্যাল মিডিয়ায়ে তাদের সুখের সংসারের পিডিএ হামেশাই দেখতে পাওয়া যায়। তবে এখনও পর্যন্ত তাদের চোখে স্পষ্ট একে অপরের প্রতি তাদের ভালোবাসা।
তবে বছর ঘুরতে না ঘুরতেই ভিকির ( Vicky Kaushal ) জীবনে প্রবেশ করেছেন আরো এক নারী। তিনিও বলিউডে বেশ জনপ্রিয়। এমনকি ক্যাটরিনার ( Katrina Kaif ) থেকে অনেক বেশি সময় ধরে পর্দা কাপাচ্ছেন তিনি। বিষয়টি এবার তাহলে একটু খোলসা করেই বলা যাক। তিনি আর কেউ নন, বলিউডের ( Bollywood ) চলচ্চিত্র নির্মাতা তথা জনপ্রিয় কোরিওগ্রাফার ফারাহ খান ( Farah Khan )।
আসলে গোটা বিষয়টাই ফারহা করেছেন নিতান্ত মজার ছলে। সোশ্যাল মিডিয়ায়ে বেশ সক্রিয় থাকেন তিনি। বেশীরভাগ সময়েই মজার মজার পোস্ট করে থাকেন তিনি। বিশেষত, তার ক্যাপশনগুলো উপভোগ করেন নেটিজেনরা। বর্তমানে ভিকি কৌশলের সাথে ক্রোয়েশিয়ায় একটি সিনেমার শুটিং করছেন ফারা। গতকাল নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে (Instagram Story) ভিকির সাথে একটি ছবি দিয়েছিলেন। সেই ছবিতে ভিকির স্ত্রী ক্যাটরিনাকে ট্যাগ করে ফারাহ ক্যাপশনে লিখেছিলেন , “দুঃখিত ক্যাটরিনা কাইফ, ভিকি অন্য কাউকে খুঁজে পেয়েছেন।”
শুধু তাই নয়, ছবির সাথে ‘কাল হো না হো’ ( Kaal Ho Na Ho ) সিনেমার ‘কুছ তো হুয়া হ্যায়’ ( Kuch Kuch Hota Hai ) গানটি জুড়ে ফারাহ। তার ছবিটি নিজের ইনস্টা স্টোরিতে ( Instagram story ) শেয়ার করে ক্যাট লিখেছেন, “তোমাকে অনুমতি দেওয়া হল।” একি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে (Instagram Story) তে শেয়ার করে ভিকি কৌশল লিখেছেন আমরা শুধু ভালো বন্ধু।
সোশ্যাল মিডিয়ায় ( Social media ) এই তিন জনের পোস্ট দেখে হাসির রোল উঠেছে নেট পাড়ায়। ভিকি ও ক্যাটরিনার অনুরাগীরাও এই পোস্ট দেখে আনন্দ পেয়েছেন। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে ভিকি বলেন, তাঁর জীবনের প্রতিটি ক্ষেত্রে ক্যাটরিনার প্রভাব আছে। আর তাই জীবন সঙ্গী হিসেবে ক্যাটরিনাকে পেয়ে তিনি সৌভাগ্যবান মনে করছেন। প্রতিদিন ক্যাটরিনার থেকে তিনি কিছু না কিছু শেখেন বলেও জানান ভিকি।